রেডিও কার্বন 14 পদ্ধতি | B.A History Note Semester- I

 রেডিও কার্বন 14 পদ্ধতি। B.A History Note Semester- I


 রেডিও কার্বন 14 পদ্ধতি

    প্রাগৈতিহাসিক
যুগের সমকালে নির্ণয়ের বিষয়টি কঠিন হলে পুরাতাত্ত্বিক ও বৈজ্ঞানিকদের নিরলস প্রচেষ্টায়
তা বর্তমানে অনেকটাই আয়ত্ত্বের মধ্যে এসেছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে পুরাতাত্ত্বিক কাল
নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটি বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োগ
করা হয়ে থাকে, সেই পদ্ধতি রেডিও কার্বন 14 পদ্ধতি নামে পরিচিত।

    রেডিও
কার্বন 14 পদ্ধতি বলতে পারমাণবিক শক্তি সম্পর্কে অনুশীলনকে বোঝায়। এটি পদার্থ বিজ্ঞানে
একটি বিশেষ পরীক্ষা পদ্ধতি। এই পদ্ধতির হল- প্রতিটি পদার্থ জীবিত বা মৃত কিছু পরিমানে
কার্বন ত্যাগ। এই কার্বন ত্যাগের পরিমাণ অনুযায়ী পদার্থের সমকাল নির্ণয় করা সম্ভব।
এককথায় প্রত্নতাত্ত্বিক বস্তুর বয়স বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ণয় করা সম্ভব হয়েছে।
এই পদ্ধতির মাধ্যমে হাজার 1949 খ্রিস্টাব্দে এই পদ্ধতিটি আবিষ্কার হয়েছিল। 
প্রাগৈতিহাসিক
প্রস্তর যুগেও তাম্রযুগের সমকাল নির্ণয় করা সবচেয়ে কঠিন হলেও রেডিও কার্বন 14 পদ্ধতি
প্রয়োগের মাধ্যমে 
অনেকটা সঠিক সময়কাল নির্ণয়
করা সম্ভব হয়েছে।

প্রস্তর
যুগ

    নিম্ন
পুরা প্রস্তর যুগের কাল নির্ণয়ে ক্ষেত্রে রেডিও কার্বন 14 পদ্ধতির প্রয়োগে তেমন পরিলক্ষিত
হয় না। তবে মধ্যপুরা প্রস্তর যুগের কাল নিরূপনের এই পদ্ধতির প্রয়োগ ঘটানো হয়েছে।
এই পদ্ধতিতে মধ্য প্রদেশ ও মহারাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্র  প্রত্নক্ষেত থেকে প্রাপ্ত সামগ্রীর কাল 40 হাজার
থেকে 10 হাজার বছরের মধ্যে সীমাবদ্ধ। আর উচ্চ পুরা প্রস্তর যুগের কাল 31 হাজার বছরের
পরবর্তীকালীন।

    মধ্যপ্রস্তর
যুগের নির্ধারণ করা হয়েছে 8 হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে। এই পদ্ধতির দ্বারা বলা হয়েছে
যে, 8 হাজার B.C ভারতবর্ষে কোনো কোনো অঞ্চলের মধ্য বা ক্ষুদ্র প্রস্তর 
যুগের
সূচনা হয়েছিল। ওই পদ্ধতি অনুযায়ী উত্তরপ্রদেশের সরাই নাহাররাই এর সময় 8 হাজার খ্রিস্টপূর্বাব্দ,
মধ্যপ্রদেশে আদগড় 7 হাজার B.C এবং রাজস্থানের বাগোর এর সময় 5 হাজার BC আবার নব্য
প্রস্তর যুগের আনুমানিক সূচনাকাল 7000 থেকে 6 হাজার B.C এই পদ্ধতি অনুযায়ী নব্য প্রস্তর
যুগের সময়কাল 7 হাজার 2 হাজার B.C মধ্যে নির্ধারিত হয়েছে।

তাম্র
সভ্যতা – হরপ্পা সংস্কৃতি

    গত কয়েক দশক ধরে রেডিও কার্বন পদ্ধতি পরীক্ষা পদ্ধতির
মাধ্যমে সিন্ধু সভ্যতার কাল নির্ণয়ের বিষয়টি গুরুত্ব লাভ করেছেন। এর ফলে মেসোপটেমিয়া
সাক্ষ্যের ওপর ভিত্তি নির্ভর করে সিন্ধু সভ্যতার যে সময় নির্ধারণ করা হয়েছিল,তা অনেকটা
পরিবর্তিত হয়েছে।’Tata Institute of Fundamental Research.এর director ড.অগ্ৰবাল
1964 খ্রিস্টাব্দে রেডিও কার্বন 14 পরিক্ষা পদ্ধতির মাধ্যমে আনুমানিক 2350 থেকে
2000 খ্রিস্টপূর্বাব্দ হরপ্পা সভ্যতার সময়সীমা নির্ধারণ করেছে। তিনি হরপ্পা নাগরির
সীমান্তবর্তী অঞ্চলের
  মধ্যে পার্থক্য করতে
চেয়েছেন। তিনি হরপ্পা সভ্যতার সময়কাল 2350 থেকে 2000 B.c স্থাপন করলেও সীমান্তবর্তী
অঞ্চলে বিশেষত গুজরাট ও রাজস্থানের অন্তর্গত লোথাল ও কালিগঙ্গানের সময়কালকে আনুমানিক
2220-1700 B.C স্থাপন করেছেন।

    এভাবে
প্রাগৈতিহাসিক যুগের  কাল নির্নয়ের ক্ষেত্রে
বিজ্ঞানসম্মত রেডিও কার্বন পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top