[PDF] “পাঞ্জা সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি”- ঘটনাটি কি / “মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন”- ঘটনাটি কী?


 “পাঞ্জা সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে
পারি”- ঘটনাটি কি ? 
অথবা “মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন”-
ঘটনাটি কী? 
“অলৌকিক”- কর্তার সিং দুগগাল। Class 12 Note PDF 

     

        বিশিষ্ট কথাসাহিত্যিক কর্তার সিং দুগগাল এর
“অলৌকিক” গল্পে পাঞ্জা সাহেবের এক আশ্চর্য ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। একবার
ফিরিঙ্গি অর্থাৎ ইংরেজরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালায়। মারা যায় বহু আবালবৃদ্ধবনিতা।
বাকিদের কয়েদি হিসেবে পাঞ্জা সাহেবের উপর দিয়েই ট্রেনে করে জেলে পাঠানো হচ্ছে। তাদের
খাদ্য ও পানীয়ের ব্যবস্থা নেই। এইসব ক্ষুধার্ত তৃষ্ণার্ত স্বাধীনতা সংগ্রামীদের কে
খাদ্য-পানীয় দেবার জন্য তারা স্টেশনে খাদ্য-পানীয় ডাই করল এবং স্টেশনে ট্রেন থামানোর
চেষ্টা করল। কিন্তু তাদের শত চেষ্টা ব্যর্থ হলো। এই পাঞ্জা সাহেব
  গুরু নানক 
তার শিষ্য মর্দানার তৃষ্ণা নিবারণ করেছিলেন। তাই তারা ঠিক করল ক্ষুধার্ত তৃষ্ণার্ত
দেশপ্রেমিকদের অভুক্ত অবস্থায় যেতে দেওয়া যায় না। দৃঢ় সংকল্প হয়ে তারা স্বামী-সন্তানসহ
রেললাইনের উপর শুয়ে পড়লেন ট্রেন থামানোর জন্য। দুরন্ত গতিতে ছুটে আসা ট্রেনটি থামলো
বটে। কিন্তু বহু মানুষের রক্ত মেখে। কেটে দুমড়ে মুচড়ে দিল কতগুলো শরীর।
 খালপাড়ের সেতুর দিকে বয়ে গেল রক্তের স্রোত। এই ঘটনাটাই
ছিল পাঞ্জা সাহেবের আশ্চর্য ঘটনা ।

        ঘটনাটির ঐতিহাসিক তথ্য লিপিবদ্ধ করো।
1922 খ্রিস্টাব্দের 8 ই আগস্ট “গুরু কা বাগ” গুরু দুয়ারের কাছেই এক পতিত
জমি থেকে লঙ্গরখানার রান্নার জন্য 5 শিখ ধর্ম অবলম্বী কাঠ কাট ছিলেন। এই অপরাধে পুলিশ
তাদের 50 টাকা জরিমানা ও দুই মাসের জেল ঘোষণা করে। এর বিরুদ্ধে” শিরোমনি”
গুরুদুয়ার এর প্রবন্ধক কমিটি সরকারবিরোধী আন্দোলন শুরু করে। ম্যাজিস্ট্রেট আসলাম খান
বিদ্রোহী শিখদের 100 টাকা জরিমানা এবং আড়াই বছরের কারাদণ্ড দেন। 29 শে অক্টোবর রাতে
একটি ট্রেনে পাঞ্জা সাহেবের উপর দিয়ে তাদেরকে অমৃতসর থেকে আটকের উদ্দেশ্য পাঠানো হয়।
শিখ
  ধর্মাবলম্বীরা তাদের খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করেছিল
পাঞ্জা সাহেবে। কিন্তু ট্রেন থামানোর শত চেষ্টা ব্যর্থ হলে তারা পুরুষ, নারী ,শিশু
রেললাইনের উপর শুয়ে পড়ে। ট্রেন টি বাঁশি বাজাতে বাজাতে কয়েকটি শরীরকে দুমড়ে-মুচড়ে
দিয়ে থেমে যায়। ট্রেনচালককে জবাবদিহি করলে সে জানায় শিখদের আঘাত করা মাত্র তার হাত
থেকে ট্রেনের হাতল পড়ে যায় এবং ট্রেন আপনা থেকেই থেমে যায়। এই ঘটনায় মারা যায়
ভাই করম সিং এবং ভাই প্রতাপ সিং। এটাই হলো গল্পের নিহিত ইতিহাস বা প্রেক্ষাপট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top