[PDF] বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনের আবর্তিত রূপ দৃষ্টান্তসহ ব্যাখ্যা করো | Class Xii Philosophy Note | ClassGhar |

  


বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনের আবর্তিত রূপ দৃষ্টান্তসহ
ব্যাখ্যা:-


A বচনের আবর্তিত রূপ-

         A-সকল জবাফুল হয় লাল।

        I- কোন কোন লাল ফুল হয় জবাফুল।

        উক্ত যুক্তিতে দেখি আবর্তনের নিয়ম অনুসারে-

i.
আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ “জবাফুল” সিদ্ধান্তে বিধেয় হয়েছে।
 

ii.
আশ্রয় বাক্যের বিধেয় পদ “লাল” গুণটি সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হয়েছে।

iii.
আবর্তনের নিয়ম অনুসারে এর আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ
 একই।অর্থাৎ দুটি সদর্থক বচন হয়েছে।

iv.
আর চতুর্থত এর সিদ্ধান্ত বচনটি “I” বচনে কোনো কোনো পদ ব্যাপ্য না হওয়ায়
এর ব্যাপ্যতার
 নিয়মটি ও যথাযথ অনুসরণ
করা হয়েছে।

         সুতরাং বলা যায় A বচনের আবর্তিত রূপ হল I বচন।


E বচনের আবর্তিত রূপ-

  
  E- কোন ছাত্র নয় চালাক।

  
E-কোনো চালাক ব্যক্তি নয় ছাত্র।

                উক্ত যুক্তিতে দেখি আবর্তনের নিয়ম অনুসারে –

i.
আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ “ছাত্র” সিদ্ধান্তে বিধেয় হয়েছে।

ii.
আশ্রয় বাক্যের বিধেয় পদ “চালাক” গুণটি সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হয়েছে।

iii.
আবর্তনের নিয়ম অনুসারে এর আশ্রয় বাক্য ও সিদ্ধান্তে গুণ একই অর্থাৎ দুটি নঞর্থক বচন
হয়েছে।

iv.
আর চতুর্থত এর সিদ্ধান্ত বচনটি “E”বচন বিধেয় এবং
 উদ্দেশ্য উভয় পদই ব্যাপ্য হওয়ায় নিয়মটি ও যথাযথ অনুসরণ
করা হয়েছে।

       সুতরাং বলা যায় E বচনের আবর্তিত রূপ হল E বচন।


I বচনের আবর্তিত রূপ-

   I- কোন কোন মানুষ স্বার্থপর।

   I-কোন কোন স্বার্থপর ব্যক্তি হয় মানুষ।

             উক্ত যুক্তিতে দেখি আবর্তনের নিয়ম অনুসারে –

i.
আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ “মানুষ” সিদ্ধান্তে বিধেয় হয়েছে।

ii.
আশ্রয় বাক্যের বিধেয় পদ “স্বার্থপর” গুণটি সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হয়েছে।

iii.
আবর্তনের নিয়ম অনুসারে এর আশ্রয় বাক্য ও সিদ্ধান্তে গুণ একই। অর্থাৎ দুটি সদর্থক
বচন হয়েছে ।

iv.
আর চতুর্থত এর সিদ্ধান্ত বচনটি “I” বচনে কোন পদ ব্যাপ্য না হওয়ায় ব্যাপ্যতার
  নিয়মটি ও যথাযথ অনুসরণ করা হয়েছে।

             সুতরাং বলা যায় I বচনের আবর্তিত রূপ হল I বচন।


O বচনের আবর্তিত রূপ-

 
O- কোন কোন কবি নয় ভাবুক।

  O-
কোন কোন ভাবুক ব্যক্তি নয় কবি।

        উক্ত যুক্তিতে দেখি আবর্তনের নিয়ম অনুসারে-

i.
আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ “কবি” সিদ্ধান্তে বিধেয় হয়েছে।

 ii.
আশ্রয় বাক্যের বিধেয় পদ “ভাবুক” গুণটি সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হয়েছে।

iii.
আবর্তনের নিয়ম অনুসারে এর আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ একই। অর্থাৎ দুটি নঞর্থক
বচন হয়েছে ।

         এক্ষেত্রে সিদ্ধান্তের বিধেয় পদ “ভাবুক”
O বচনে বিধেয় হওয়াতে
 
ব্যাপ্য
  হয়েছে। কিন্তু আবার
“ভাবুক” পদটি যখন আশ্রয় বাক্যে O বচনের
  উদ্দেশ্য হয়েছে তখন তা ব্যপ্য  হয়নি। কারণ আমরা জানি,O বচনে শুধুমাত্র বিধেয় পদ
ব্যাপ্য হওয়ায় এই বচনটির আবর্তন জনিত দোষ ঘটেছে।
             

চতুর্থ
নিয়মে আমরা জানি, কোন পদকে সিদ্ধান্তে ব্যপ্য হতে গেলে তাকে অবশ্যই আগে আশ্রয় বাক্যে
ব্যপ্য হতে হবে। কিন্তু উক্ত যুক্তিতে দেখি যে, সিদ্ধান্ত O বচনে বিধেয় পদ “ভাবুক”
ব্যাপ্য হয়েছে। তবে এই পদটি আশ্রয় বাক্য O বচনের উদ্দেশ্য স্থানে থাকায় সেটি ব্যপ্য
না
  হয়ে আবর্তনের বৈধ নিয়ম লঙ্ঘন করেছে। সেজন্য দেখা
যায় উক্ত যুক্তিতে
 O বচনের আবর্তন জনিত দোষ
ঘটেছে।
  সুতরাং O বচনের আবর্তন
সম্ভব নয়।

 

Download Pdf

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top