“স্বপ্নের সেই সুন্দর দিন চলো এগিয়ে আনি“-
বক্তব্যটি কার? স্বপ্নের সুন্দর দিন গুলির পরিচয় দাও। বক্তার এ ধরনের ভাবনার কারন
কি? দ্বাদশ শ্রেণির বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের “কলের কলকাতা” নোটস PDF |
“স্বপ্নের সেই সুন্দর দিন চলো এগিয়ে আনি“- বক্তব্যটি কার? স্বপ্নের সুন্দর দিন গুলির পরিচয় দাও। বক্তার এ ধরনের ভাবনার কারন কি?
- চির চলমানতার রূপকার সুভাষ মুখোপাধ্যায়ের
“কলের কলকাতা” রচনা থেকে উদ্ধৃত বক্তব্যটি স্বয়ং লেখক এর। - সাহিত্যিকগণ সত্য, শান্তি, সুন্দরের পূজারী। তাঁদের
সৃষ্টিতে তাই চির সুন্দরের প্রকাশ। তাঁরা স্বপ্ন দেখেন, মানুষকে সুখ-শান্তি সমৃদ্ধির স্বপ্ন দেখান। “কলের কলকাতা” রচনাটির ক্ষুদ্র
পরিসরে লেখকের সুবৃহৎ কল্যাণময়ী স্বপ্নের সার্থক প্রকাশ লক্ষ্য করা যায়।তিনি স্বপ্ন
দেখেন কলকাতার সব অন্ধকার দিনের অবসান ঘটেছে।আলোয় আলোকিত হয়ে উঠেছে সারা কলকাতা।
নিজেদের সমস্ত ক্ষুদ্রতা মুছে ফেলে কলকাতার বিচিত্র মানুষ শান্তির পতাকা হাতে মিছিলে
পা মিলিয়েছে। মাথার উপরে নীল আকাশটা জুড়ে ঝাঁকে ঝাঁকে উড়ছে শান্তির শ্বেত কপোত। তাদের অগ্রগতির সাথে তাল মিলিয়ে দু’পাশের মাথা
তুলছে নতুন নতুন দালান। বদলে যাচ্ছে পুরনো শহরের চেহারা। বদলে যাচ্ছে মানুষের অবয়ব।
তাদের চোখে-মুখে উপচে পড়ছে স্বাস্থ্য। এ শহরের শিশুদের হাতে ফুলের গুচ্ছ। ফুলের মতো
শিশুদের অনাবিল হাসিতে আবার প্রাণ ফিরে পেয়েছে স্বপ্নের শহর কলকাতা। লেখকের স্বপ্নে দেখা সুন্দর দিনগুলি এমনই প্রাণ স্পন্দিত। - শৈশব থেকে সুদীর্ঘকাল ধরে লেখক কলকাতা
শহরের বিচিত্র রূপ দেখেছেন। তিনি দেখেছেন এখানকার জাতীয়তাবাদী আন্দোলনকে। পুলিশের
লাঠি আর গুলি চালনাকে। নির্মম বুলেটের আঘাতে ছাত্র-যুব, শিশুর অকালমৃত্যুকে। আবার তিনি
দেখেছেন এসব অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদী আন্দোলনকে, বিদেশি শাসকের পলায়নকে।
দেখেছেন সাম্প্রদায়িক দাঙ্গা ,দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা। কিন্তু এসব বিপত্তির মধ্যেও
তিনি উপলব্ধি করেছেন এ শহরের হৃদয় আর ভালবাসাকে। কলকাতার ইটের পাঁজরে প্রত্যক্ষ করেছেন
ভালোবাসার ঝরনা। কলকাতার জীবনের সাথে একাত্ম হয়ে একদিন তিনিও ভালোবেসে ফেলেছেন এই
শহরকে। শহরের প্রতি প্রগাঢ় ভালোবাসা আর মমত্ববোধ থেকেই তার অন্তরে জেগে ওঠে এই শুভ
চেতনা। এরই মধ্যে তিনি আত্ম তৃপ্তি অনুভব করেন। তাই শান্তি সূচিতে শুভ্র সেইসব আলোকোজ্জ্বল
দিনগুলি ফিরিয়ে আনার জন্য জনসাধারণের উদ্দেশে তার এই আকুল আহ্বান ধ্বনিত হয় এবং নিজেও
সে কাজে হয়ে ওঠেন বদ্ধপরিকর। - “কলকাতার ইটের পাঁজরে লুকিয়ে আছে ভালবাসার ঝরনা”- একথা বলার কারণ কি? কলের কলকাতা |
- “তিনকুলে কেউ ছিলনা তার”- কার কথা বলা হয়েছে? তার দুর্দশাগ্রস্ত সংগ্রামী জীবনের পরিচয় দাও।
- অলৌকিক গল্পে অলৌকিক ঘটনাটি কীভাবে বাস্তব সম্মত হয়ে উঠল তা আলোচনা করো |
- অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি – প্যাচটি কি?