মিলের পরীক্ষামূলকপদ্ধতি। দ্বাদশ শ্রেণি দর্শন নোটস সমস্ত প্রশ্ন-উত্তর। কারণ কি? মিলের মতে কারণ কি? রিডের মতে কারণ কি? শর্ত কি? শর্ত কয় প্রকার ও কি কি? কারণ ও শর্তের পার্থক্য বা সম্বন্ধ কি?
1. কারণ কি?
➧ সাধারণভাবে বলা
যায় যে ঘটনাটি সর্বদা কার্যের আগে ঘটে তাই কারণ।
2. মিলের মতে কারণ
কি?
➧ মিল বলেছেন কার্যের
নিয়ত শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনাকে বলে কারণ।
3. রিডের মতে কারণ
কি?
➧ রিড এর মতে কারণের
লক্ষণ 2 প্রকার। গুণগত লক্ষণ ও পরিমাণগত লক্ষণ।
➧ গুণের দিক থেকে
কারণ হলো কার্যের নিয়ত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয় ও অব্যাহতি পূর্ববর্তী ঘটনা।
➧ পরিমাণের দিক থেকে
কারণ হলো কার্যের সমান।
4. রিড এর মতে
কারণের পরিমাণগত লক্ষণ কয়টি সূত্রের উপর প্রতিষ্ঠিত?
➧ দুটি।
a. শক্তির অবিনশ্বরতা
b. বস্তুর অবিনশ্বরতা সূত্র।
5. শর্ত কি?
➧ মিলের মতে কারণ
এর অপরিহার্য অংশকে শর্ত বলে।
6. কারণ ও শর্তের
পার্থক্য বা সম্বন্ধ কি?
➧ কারণ হলো শর্তের
সমষ্টি এবং শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টির পক্ষে একান্ত প্রয়োজনীয়।
7. শর্ত কয় প্রকার
ও কি কি?
➧ শর্ত তিন প্রকার।যথা-
আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত ও আবশ্যিক পর্যাপ্ত শর্ত।
■ আবশ্যিক শর্ত- যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি ঘটে না এমনকি শর্তটি উপস্থিত
থাকলেও কার্যটি নাও ঘটতে পারে, তাকে আবশ্যিক শর্ত বলে।
যেমন- অক্সিজেন দহন ক্রিয়ার
আবশ্যিক শর্ত।
●
সাংকেতিক উদাহরণ- A না ঘটলে B ঘটে না।
■
পর্যাপ্ত শর্ত -যে শর্ত উপস্থিত থাকলে কার্যটি ঘটে এমনকি
শর্তটি উপস্থিত না থাকলেও কার্যটি ঘটে, তাকে পর্যাপ্ত শর্ত বলে। যেমন -বিষপান হলো মৃত্যুর
পর্যাপ্ত শর্ত ।
●
সাংকেতিক – A ঘটলে B ঘটে।
■ আবশ্যিক পর্যাপ্ত শর্ত– যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি ঘটেনা এবং শর্তটি
উপস্থিত থাকলে কার্যটি ঘটে তাকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলে। যেমন- ভিজে জ্বালানিতে
অগ্নিসংযোগ ধুম সৃষ্টির আবশ্যিক পর্যাপ্ত শর্ত।
● সাংকেতিক – A না ঘটলে B ঘটে না এবং
A ঘটলে B ঘটে
8. স্থায়ী কারণ
কাকে বলে?
যেসব ঘটনাকে সম্পূর্ণভাবে
অপসারণ করা সম্ভব নয় তাদের মিল স্থায়ী কারণ বলেছেন।
যেমন- উত্তাপ,
মাধ্যাকর্ষণ শক্তি, বায়ুর চাপ ইত্যাদি
9. কে কারণ কথাটিকে
পর্যাপ্ত আবশ্যিক শর্ত বলেছে?
যুক্তি বিজ্ঞানী
আই. এম. কোপি।
10. বহুকারণবাদ
কি?
যে মতবাদে একটি
কার্যের একাধিক কারণ স্বীকার করা হয় তাকে বহুকারণবাদ বলে।
যেমন- “মৃত্যু”
এই কার্যটি বিষপান, আত্মহত্যা, জলে ডোবা ইত্যাদি বিভিন্ন কারণে ঘটতে পারে।
11. বহু কারণ বাদের
সমস্যা দূর করার একটি উপায় লেখ?
বহুকারণবাদে কারণ
ও কার্য উভয়কে সামান্য অথবা বিশেষ অর্থে গ্রহণ করা হলে বহুকারণবাদের সমস্যা দূর হয়
।
12. বহু কারণবাদের
একটি অসুবিধা লেখ?
a. বহু কারণ বাদ মেনে নিলে কারণকে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা
বলা যাবেনা ।
b. সামান্যীকরণ এর দ্বারা বহু কারণ বাদ ভ্রান্ত হয়।
13. বহু কারণ বাদের
সমর্থক কারা?
➧ মিল ও বেইন।
14. বহুকারন সমন্বয়
কাকে বলে?
➧ যখন একাধিক কারণ
মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন সেই মিশ্র কার্যের কারণকে বলা হয় বহুকারন
সমন্বয়। যেমন- হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণ হল জল তৈরির কারণ।
15. বহুকারণবাদ
ও বহুকারন সমন্বয় এর নীতি দুটি লেখ।
➧ নীতি দুটি হল–
সমজাতীয় কার্য সংমিশ্রণ এবং ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ।