বাঙালি চিকিৎসাবিদ্যায় কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (বসু) -এর অবদান
সামাজিক নানা প্রতিকূলতার সাথে লড়াই করে যিনি চিকিৎসা ক্ষেত্রে নিজের সম্মানজনক
জায়গাটুকু অধিকার করেছিলেন- তিনি প্রথম বিলেত ফেরত বাঙালি মহিলা চিকিৎসক কাদম্বিনী
(বসু) গঙ্গোপাধ্যায়।
তিনি বেথুন স্কুল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ
হন এবং এফ. এ পাশ করেন। 1882 সালে তিনি এবং চন্দ্রমুখী বসু প্রথম মহিলা স্নাতক হন। এরপর
দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিবাহ হয়। দ্বারকানাথের অনুপ্রেরণায়
তিনি চিকিৎসাবিদ্যা অধ্যায়নের ব্রতী হন। দ্বারকানাথ এবং কাদম্বিনীর অক্লান্ত প্রয়াসে
মেয়েদের জন্য চিকিৎসা বিদ্যা চর্চার দরজা খুলে যায় এবং সে পথের প্রথম মশাল বাহিকা
হলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। 1884 সালে তিনি কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী
হিসেবে ভর্তি হন। অবশেষে অধ্যক্ষ প্রদত্ত “Graduate of Bengal Medical
College” সার্টিফিকেট পেয়ে তিনি চিকিৎসক রূপে লেডি ডাফরিন হাসপাতালে নিযুক্ত হন।
1892 সালে তিনি বিলেত যান এবং সেখান থেকে এল আর সি পি (LRCP), এল আর সি
এস (LRCS), গ্লাসগো ও জি এফ পি এস (GFPS) ডাবলিন উপাধি নিয়ে স্বদেশে ফেরেন।
তিনি কবি কামিনী রায়ের সঙ্গে মহিলা শ্রমিকদের দুর্দশা অনুধাবন করার জন্য
বিহার ও উড়িষ্যায় যান। নানা সামাজিক সেবাকর্মের সাথে যুক্ত হন। 1895 খ্রিস্টাব্দে
তিনি রাজমাতার চিকিৎসার উদ্দেশ্যে নেপাল যান। তাঁরই অক্লান্ত প্রচেষ্টায় নেপালে আধুনিক
জন চিকিৎসার সুত্রপাত হয়। শুধু বাংলার নয় তিনিই প্রথম ভারতীয় বিলাতি ডিগ্রিধারী
মহিলা চিকিৎসক। বাংলার চিকিৎসা বিজ্ঞানের জয়যাত্রার এক অগ্রগামী অভিযাত্রী হিসেবে
তাঁর নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য।
- বিজ্ঞানচর্চায় বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো
- বাঙালি চিকিৎসাবিদ্যায় কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (বসু) এর অবদান
- বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো
- সংগীতে সলিল চৌধুরীর অবদান বর্ণনা করো
- বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান বর্ণনা করো
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান লেখ
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান
- বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান লেখ
- বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখ
- বাংলা চিত্রকলা চর্চায় যামিনী রায়ের অবদান লেখ
- চিত্রকলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখ
- বাংলা চিত্রকলা চর্চায় ধারায় রামকিঙ্কর বেইজের অবদান লেখ
- বাংলা গানের কাজী নজরুল ইসলামের অবদান লেখ
- বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথের অবদান লেখ
- বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের ভূমিকা লেখ
- বাংলা গানের ইতিহাসে মান্না দের অবদান লেখ
- বাংলা গানের ইতিহাসে অতুলপ্রসাদ সেনের ভূমিকা
Very good.sab gulir download option den