বাংলা চলচ্চিত্রে
তপন সিংহের অবদান
সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল সেনের শিল্পগুণ, রুচি ও দক্ষ পরিচালনার ধারাকে আরো
ব্যাপকতা দিয়েছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার তপন সিংহ (১৯২৪-২০০৯)।
সাহিত্য থেকে গল্প নিয়ে বাংলা, হিন্দি, ওড়িয়া ভাষায় তিনি একের পর এক
জনপ্রিয় বাণিজ্য সফল ছবি বানিয়েছেন। সেগুলির মধ্যে “অঙ্কুশ”, “উপহার”,
“কাবুলিওয়ালা”, “লৌহকপাট”, “ক্ষুধিত পাষাণ”,
“ঝিন্দের বন্দী”, “হাঁসুলী বাঁকের উপকথা”, “আরোহী”,
“অতিথি”, “গল্প হলেও সত্যি”, “সাগিনা মাহাতো”,
“হারমোনিয়াম”, “সবুজ দ্বীপের রাজা”, “বাঞ্ছারামের বাগান”,
“বৈদুর্য রহস্য”, “আতঙ্ক”, “হুইলচেয়ার” প্রভৃতি উল্লেখযোগ্য।
তপন সিংহের ছবি গুলি পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায় যে তিনি গতানুগতিক
প্রেম- ভালোবাসা আর ধর্মনির্ভর বিষয়ের একঘেয়েমি থেকে বাঙালি দর্শককে মুক্তি দিয়েছেন।
প্রত্যেক ছবিতেই তিনি বিষয় বদলেছেন। তাঁর হাতে সিনেমা গীতি কবিতার মতো চিত্রধর্মী
এবং আবেগময় এক শিল্পকলায় পরিণত হল।
শিল্প আর প্রয়োজন অর্থাৎ আর্ট আর বক্স অফিসের মেলবন্ধন ঘটিয়ে তিনি অনন্য
প্রতিভার পরিচয় দিয়েছেন। তাঁর ছবির মূল বিষয় ভালোবাসা, তবে তা মানুষকে ভালোবাসা,
পৃথিবীকে ভালোবাসা। তাঁর শিল্পে তাই মানবপ্রেম আর বিশ্ব প্রেমের প্রকাশ।
বাঙালি সমাজ জীবনের খুঁটিনাটি অভিজ্ঞতা, স্বপ্ন ও চাওয়া-পাওয়াকে তার
চলচ্চিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তাঁর সিনেমার চরিত্রগুলি ও বাঙালি জীবনের
সাথে সামঞ্জস্যপূর্ণ।
“অঙ্কুশ” ছবির পরেই তিনি দেশ-বিদেশের নানা পুরস্কার ও সম্মানে
ভূষিত হন। “কাবুলিওয়ালার”জন্য রাষ্ট্রপতি কর্তৃক “স্বর্ণপদক”,
“হাঁসুলী বাঁকের উপকথার” জন্য “জুরি অ্যাওয়ার্ড”, “সানফ্রান্সিসকো”,
“ক্ষুধিত পাষাণ” এর জন্য “কর্ক ফিল্ম ফেস্টিভ্যালে” শ্রেষ্ঠ ছবির
সম্মান, “হাটেবাজার” এর জন্য “বেস্ট ফিলম রয়্যাল কাপ”,
“সাগিনা মাহাতোর” জন্য “এক্রো এশিয়ান অ্যাওয়ার্ড”। এছাড়া ইউনিসেফ
পুরস্কারে ও সম্মানিত হন।
তাঁর মতো সংবেদনশীল, পরিশ্রমী এবং নিষ্ঠাবান বাঙালি পরিচালকের সংখ্যা খুবই
কম। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন অনেক। তবে তার চেয়েও মূল্যবান উপহার
হিসাবে তিনি পেয়েছেন দর্শকদের ভালবাসা।
- বিজ্ঞানচর্চায় বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো
- বাঙালি চিকিৎসাবিদ্যায় কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (বসু) এর অবদান
- বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো
- সংগীতে সলিল চৌধুরীর অবদান বর্ণনা করো
- বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান বর্ণনা করো
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান লেখ
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান
- বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান লেখ
- বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখ
- বাংলা চিত্রকলা চর্চায় যামিনী রায়ের অবদান লেখ
- চিত্রকলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখ
- বাংলা চিত্রকলা চর্চায় ধারায় রামকিঙ্কর বেইজের অবদান লেখ
- বাংলা গানের কাজী নজরুল ইসলামের অবদান লেখ
- বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথের অবদান লেখ
- বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের ভূমিকা লেখ
- বাংলা গানের ইতিহাসে মান্না দের অবদান লেখ
- বাংলা গানের ইতিহাসে অতুলপ্রসাদ সেনের ভূমিকা