ধ্বনিমূল বা স্বনিমের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো | Class 12 Note PDF |

 

ধ্বনিমূল বা
স্বনিমের সংজ্ঞা ও বৈশিষ্ট্য

 

       ভাষায় ব্যবহৃত বাগধ্বনি দুই
ধরনের ভূমিকা পালন করে। এই দুই ধরনকে বলা হয় ধ্বনিমূল ও সহধ্বনি।

            ধ্বনিমূলের সংজ্ঞা হিসেবে বলা যায় ভাষার যে সব ক্ষুদ্রতম
ধ্বনিগত এককের মধ্যে পারস্পরিক মূলধ্বনিগত বিরোধ (
Phonetic contrast) থাকে এবং যার ফলে শব্দের অর্থের

পরিবর্তন
ঘটে।সেই একক গুলির প্রত্যেকটিকে ধ্বনিমূল বা স্বনিম (
Phonem) বলে।

 

          অর্থাৎ সহজে বলা যায় যে, স্বনিম বা ধ্বনিমূল হল একাধিক শব্দের মধ্যে অর্থের পার্থক্য সৃষ্টিকারী
ক্ষুদ্রতম ধ্বনিগত একক।

 

যেমন- কাল= ক+আ+ল

খাল= খ+আ+ল

 

     উপরের “কাল” এবং “খাল” শব্দ দুটিতে
অনেক মিল থাকা সত্বেও
এবং ধ্বনির মহাপ্রাণতাগত পার্থক্য বা বিরোধ থাকার কারণেই শব্দ
দুটির অর্থ পার্থক্য ঘটেছে। তাই এখানে /ক/ এবং /খ/ হল দুটি ধ্বনিমূল বা স্বনিম।

 

বৈশিষ্ট্য:

১. স্বনিমের
বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে ফরাসি ভাষাবিজ্ঞানী ফার্দিনান্দ দ্য সোস্যুর স্বনিমকে
-“
The
fundamental unit of sound in any language”
বলেছেন। অর্থাৎ স্বনিম গুলি মৌলিক।

 

২. প্রত্যেকটি
ধ্বনিমূলের মধ্যে পারস্পরিক স্বনিমীয় বিরোধ (
Phonetic contrast) থাকে। এই কারণেই ধ্বনিমূলের পরিবর্তন শব্দের অর্থের
পরিবর্তন ঘটায়। “জাল” এবং “জাম” শব্দের /ল/ এবং /ম/এই
স্বনিমগত পার্থক্যের জন্য অর্থ পার্থক্য ঘটেছে।

 

৩. বেশকিছু
ধ্বনিমূলের আবার একাধিক উচ্চারণ বৈচিত্র আছে। যেমন- “শ্লীল” এবং
“শীল” শব্দের শ ধ্বনি যথাক্রমে(
s) এবং ($) রূপে উচ্চারিত।তাই একটি স্বনিম একটিমাত্র ধ্বনি নয় তা একটি ধনিগুচ্ছ
বা ধনি পরিবার (
Class of sound)

 

৪. ধ্বনিমূল
আসলে একটি কল্পনা
, যার বাস্তব উচ্চারণ
বৈচিত্র হল সহধ্বনি। ভাষা ব্যবহারের সময় এই বাস্তব উচ্চারণ অর্থাৎ সহধ্বনিগুলিই
উচ্চারিত হয়।

যেমন- 

 




Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top