পাঠক্রমের সাংগঠনিক
উপাদান
পাঠক্রমের সাংগঠনিক উপাদান : পাঠক্রমের সাংগঠনিক
উপাদানগুলিকে মূলত পাঁচ ভাগে ভাগ করা যায়। নীচে এ সম্পর্কে আলোচনা করা হল :
1. সক্রিয়তাজনিত উপাদান: পাঠক্রমের সাংগঠনিক
উপাদানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল সক্রিয়তা। পুথিসর্বস্ব লিখন-পঠনজনিত পাঠক্রম
অসম্পূর্ণ বলে প্রমাণিত হয়েছে। শিক্ষার উদ্দেশ্যগুলিকে সার্থকভাবে রূপায়িত করতে হলে
সক্রিয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে শিখতে দিতে হবে।
2. সংগতিমূলক উপাদান: পাঠক্রমের বিভিন্ন
উপাদানের মধ্যে সংগতি আনা বিশেষ প্রয়োজন। একটি বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের সংযোগ চিহ্নিত
করে তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে পাঠক্রম নির্ধারণ করতে হবে। এইভাবে সমগ্র
পাঠক্রমের মধ্যে নিরবচ্ছিন্নতা বজায় থাকবে এবং শিক্ষার্থীদের বোঝার পক্ষেও তা সহজ
হবে।
3. পরিবর্তন সম্পর্কিত উপাদান: পাঠক্রম সর্বদা
পরিবর্তনশীল হবে। সময়ের সঙ্গে সঙ্গে একদিকে যেমন বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে
মানুষের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে, অন্যদিকে তেমনি সমাজের আশাপ্রত্যাশারও পরিবর্তন
ঘটছে। সেই পরিবর্তনের সঙ্গে সংগতি রেখে পাঠক্রম প্রণয়ন করতে হবে।
4. ক্রমবিন্যাসজনিত উপাদান: পাঠক্রম প্রণয়নের
সময় ক্রমবিন্যাসের নীতিটি বিশেষভাবে মনে রাখতে হবে। বিদ্যালয়ের শিক্ষা প্রাথমিক,
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক প্রভৃতি স্তরে বিভক্ত থাকলেও মনে রাখতে হবে যে, পাঠক্রম একটি
একক অভিজ্ঞতার প্রবাহ। তাই যে-কোনো স্তরের পাঠক্রম নির্ধারণ করার সময় পূর্ববর্তী এবং
পরবর্তী স্তরের পাঠক্রমের সঙ্গে তার ক্রম বজায় রাখতে হবে।
5. আনন্দদায়ক উপাদান : পাঠক্রমের মধ্যে
খেলাধুলা, গানবাজনা, নাটক, অভিনয়, বিভিন্ন দলগত কর্মসূচি অন্তর্ভুক্ত না করলে, শিক্ষার্থীরা
ওই পাঠক্রমে আনন্দ পাবে না, পাঠক্রম তাদের একঘেয়ে লাগবে। সেই কারণে বর্তমানে পাঠক্রম
প্রণয়নের সময় বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীকে
বিদ্যালয়মুখি করার চেষ্টা করা হয়।
- পাঠক্রম বলতে কী বোঝো? পাঠক্রমের গতানুগতিক ধারনার সঙ্গে আধুনিক ধারণা পার্থক্য লেখ |
- পাঠক্রম বলতে কী বোঝ? আধুনিক পাঠক্রমে বৈশিষ্ট্যগুলি লেখ
- পাঠক্রমের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো (Factors of Curriculum)
- পাঠক্রম রচনা নীতিগুলি আলোচনা কর |
- পাঠক্রম প্রণয়নের ক্ষেত্রে শিক্ষার উদ্দেশ্য কতখানি গুরুপ্তপূর্ণ তা আলোচনা করো।
- পাঠক্রম প্রণয়নের ক্ষেত্রে শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য কতখানি গুরুত্বপূর্ণ?
- পাঠক্রম কী? পাঠক্রম নির্ধারণে শিশুর কোন কোন চাহিদা ও ক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া?
- পাঠক্রম কয় প্রকার ও কি কি? জীবন কেন্দ্রিক পাঠক্রমের সম্পর্কে আলোচনা কর |
- গতানুগতিক পাঠক্রম বলতে কী বোঝো? গতানুগতিক পাঠক্রমের উপযোগিতা লেখো। গতানুগতিক পাঠক্রমে ত্রুটি গুলি আলোচনা কর।
- পাঠক্রম কি? গতানুগতিক পাঠক্রম ও আধুনিক পাঠক্রমের মধ্যে পার্থক্য লেখ।
- কর্মকেন্দ্রিক পাঠক্রম বলতে কী বোঝো? কর্মকেন্দ্রিক পাঠক্রমের উপযোগিতা গুলি লেখ। কর্মকেন্দ্রিক পাঠক্রমের ত্রুটিগুলি আলোচনা কর।
- অভিজ্ঞতা ভিত্তিক পাঠক্রম বলতে কী বোঝো? অভিজ্ঞতা ভিত্তিক পাঠক্রমের উপযোগিতাগুলি লেখ। অভিজ্ঞতা ভিত্তিক পাঠক্রমে ত্রুটিগুলি লেখ।
- অবিচ্ছিন্ন পাঠক্রম বলতে কী বোঝো? অবিচ্ছিন্ন পাঠক্রমের উপযোগিতা এবং ত্রুটি আলোচনা কর।
- সুশিক্ষকের বৈশিষ্ট্য (Characteristics of Competent Teacher)
- শিক্ষার্থীর উপর বংশগতি ও পরিবেশের প্রভাব |
- শিক্ষায় বংশগতি ও পরিবেশের গুরুত্ব (Importance of Heridity and Environment in Education)