Class 12 Bengali Notes With PDF. কর্তার সিং দুগগাল- এর “অলৌকিক” গল্পে অলৌকিক ঘটনাটি কীভাবে বাস্তব সম্মত হয়ে উঠল তা আলোচনা করো।
কথাশিল্পী
কর্তার সিং দুগগাল- এর “অলৌকিক” গল্পে অসাধারণভাবে দুটি ঘটনার বিবরণ দেওয়া
হয়েছে। দুটি ঘটনার চরিত্র প্রেক্ষাপট ও সময়কাল
ভিন্ন হলেও দুইয়ের মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। প্রথম ঘটনায় বর্ণিত কাহিনী আপাতত অবিশ্বাস্য মনে হলেও পরবর্তী ঘটনাটি
তাকে বাস্তবসম্মত হিসাবে প্রমাণ করতে সাহায্য করেছে।
প্রথম গল্পটিতে দেখা যায় হাসান আব্দালের জঙ্গলে গুরু
নানক তার শিষ্য মর্দানার তৃষ্ণা নিবারণের জন্য পাহাড়ের পাদদেশের একটি পাথরকে তুলতে
বলেন এবং সেখান থেকে জলের ধারা বেরিয়ে আসে। আসলে এই জল পাহাড়ের চূড়ায় বলীকান্ধারীর
কুটীরের সামনে অবস্থিত কুয়োরই
জল ।তা বেরিয়ে আসায় কুয়োর জল নিঃশেষ হয়ে যায়। এই ঘটনায় ক্রুদ্ধ বলীকান্ধারী,
নানক এবং তার শিষ্যদের উদ্দেশ্যে একটি বড় পাথর গড়িয়ে দিলে নানক হাত দিয়ে সেই পাথরটি
থামিয়ে দেন। এই কাহিনী স্বভাবতই আমাদের কাছে অসম্ভব বা অবাস্তব বলে মনে হয়।
এই অবাস্তব কাহিনীকে বাস্তব করে তুলতে
অপর একটি কাহিনীর অবতারণা করেন লেখক। একবার ফিরিঙ্গিরা নিরস্ত্র স্বাধীনতা সংগ্রামী
স্বদেশপ্রেমীদের উপর গুলি
চালিয়েছে। প্রাণ গেছে অসংখ্য নিরীহ মানুষের। বাকিদের ট্রেনে করে পাঞ্জাসাহেবের উপর
দিয়েই নিয়ে যাওয়া হচ্ছে জেলে। কিন্তু যে পাঞ্জাসাহেবে গুরু নানক মর্দানার তৃষ্ণা নিবারণ করেছিলেন, শহরবাসীরা
সেখান থেকে ক্ষুধার্ত-তৃষ্ণার্ত দেশপ্রেমিকদের অভুক্ত অবস্থায় যেতে দেবেন না। তারা
লুচি, রুটি, পায়েস, ডাল ডাই করে
তুললেন স্টেশনে। কিন্তু ট্রেন থামানোর সব অনুনয়-বিনয়, সকল প্রচেষ্টা ব্যর্থ হলো।
তখন আবালবৃদ্ধবনিতা প্রাণের মায়া ত্যাগ করে রেললাইনের উপর শুয়ে পড়লেন। অনেকের প্রাণের
বিনিময়ে তারা ট্রেনটি থামাতে সফল হন।
এই ঘটনা শোনার পর গল্প শ্রোতার মনে বিশ্বাস জাগে যে
মানুষের ইচ্ছা শক্তিতে অসম্ভব ও সম্ভব হয়। ইচ্ছাশক্তি দিয়ে মৃত্যুভয়কে তুচ্ছ করে
প্রাণের বিনিময়ে যদি ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো যায়। তবে সেই ইচ্ছাশক্তির
দ্বারা পাহাড় থেকে গড়িয়ে আসা পাথর ও থামানো অসম্ভব নয়। এভাবেই অলৌকিক ঘটনাটি বাস্তব
রূপে প্রতীয়মান হয়ে ওঠে “অলৌকিক” গল্পে।
- “পাঞ্জা সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি”- ঘটনাটি কি / “মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন”- ঘটনাটি কী?
- অলৌকিক গল্পে অলৌকিক কাহিনীটি কি? গল্পটা মনে পড়লেই হাসি পেত- কোন গল্পের কথা বলা হয়েছে?
- সেকালে ঘনঘন সাকা হত | সাকা কি? কোথায় সাকা হয়েছিল? সাকা হলে গল্প শ্রোতাদের বাড়িতে কি হতো?