changable education |
শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল
কেন? অথবা “শিক্ষার লক্ষ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল”
তা সংক্ষেপে আলোচনা করো ।
একটি
সচেতন গতিশীল সামাজিক প্রক্রিয়া। শিক্ষার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সময়ের
সঙ্গে সঙ্গে শিক্ষার লক্ষ্য পরিবর্তন ঘরেছে। এই পরিবর্তনের প্রধান কারণ গুলি হল-
(১) সমাজ ও জাতির চাহিদার পরিবর্তনঃ– সমাজ ও জাতির চাহিদা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে
চলেছে। পরিবর্তনশীল সমাজের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার লক্ষ্যও পরিবর্তিত হচ্ছে।
(২) ব্যক্তির চাহিদা পরিবর্তনঃ- সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল। আর ব্যক্তি সেই সমাজের
সঙ্গে সংগতি বিধান করতে করতে তার মধ্যেও চাহিদার পরিবর্তন ঘটে। যার প্রভাবে শিক্ষার
ওপর এসে পড়েছে ফলে শিক্ষার লক্ষ্য পরিবর্তন ঘটছে।
(৩) জ্ঞানের প্রসারঃ- প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কারের ফলে নতুন নতুন জ্ঞানের
জন্ম হচ্ছে। এই জ্ঞানের প্রসার এর সাথে সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার লক্ষ্য পাল্টে
যাচ্ছে।
(৪) বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নয়নঃ– আধুনিক সমাজে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নতি ঘটেছে।
প্রতি মানুষকে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে প্রয়োজন বিজ্ঞান
নির্ভর শিক্ষা। তাই শিক্ষার লক্ষ্যেও পরিবর্তন করে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর করে
গড়ে তুলতে হচ্ছে।
(৫) শিক্ষায় বিশ্বায়নের প্রভাবঃ- বর্তমানে সারা পৃথিবীতে বিশ্বায়নের শিক্ষাক্ষেত্রে
এসে পড়েছে। ফলে শিক্ষা আজ সকল দেশের কাছে উন্মুক্ত হয়েছে নতুন নতুন ধারনার সঙ্গে
সামঞ্জস্য রেখে চলার জন্য শিক্ষার লক্ষ্যে পরিবর্তন ঘটছে।
(৬) শিক্ষাবিজ্ঞানে নতুন তথ্যঃ- গবেষণার ফলে নতুন নতুন তথ্য জন্ম হচ্ছে। সেসব তত্ত্ব
ও তথ্যের ভিত্তিতে শিক্ষার লক্ষ্য পরিবর্তিত হচ্ছে।
(৭) পরিবর্তনশীল রাজনৈতিক মতাদর্ঃ- রাজনৈতিক পরিবর্তনে শিক্ষার লক্ষ্য পাল্টে যাচ্ছে।
রাষ্ট্র শিক্ষাকে বহুলাংশে পরিচালিত করে। রাষ্ট্রের নিজস্ব কিছু চাহিদা থাকে যা শিক্ষার
মধ্যে প্রতিফলিত হয় এর ফলে শিক্ষার লক্ষ্য পরিবর্তন হচ্ছে।
(৮) অর্থনৈতিক অবস্থার পরিবর্তনঃ- শিক্ষার সঙ্গে অর্থের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দেশের
অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার লক্ষ্যে পরিবর্তন ঘটে থাকে। অর্থনৈতিক
অবস্থার উন্নতির ওপর ভিত্তি করে কারিগরি ও শিল্প নির্ভর শিক্ষার দিকে ঝোঁক বাড়ে।
সুতরাং শিক্ষার লক্ষ্য কখনো স্থির বা অপরিবর্তনীয়
নয় বা এর কোন নির্দিষ্ট একটি লক্ষ্য নেই। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার লক্ষ্যও
প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে চলেছে।