দর্শন শব্দের অর্থ | ভারতীয় দর্শন | Class -11, Semester 1 | P-2, Philosophy Notes

একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুযায়ী নোটস। ভারতীয় দর্শন এর দর্শন শব্দের অর্থ অধ্যায়ের সম্পূর্ণ নোটস দেওয়া হল। ইতিপূর্বে Part-1 দেওয়া হয়েছে। এখানে Part-2 দেওয়া হল।

দর্শন শব্দের অর্থ | ভারতীয় দর্শন
দর্শন শব্দের অর্থ | ভারতীয় দর্শন

দর্শন শব্দের অর্থ – ভারতীয় দর্শন | Part-2

81. অপৌরুষেয় কাকে বলা হয়? 

উঃ- বেদকে।

82. “অপৌরুষেয়” শব্দের অর্থ কি?

উঃ- পুরুষের রচনা নয়। 

83. ভারতীয় দর্শন বলতে বোঝায় কোন শাস্ত্রকে? 

উঃ- প্রমাণ শাস্ত্রকে। 

84. প্রমাণ শাস্ত্র বলতে কী বোঝো?

উঃ- যে শাস্ত্রে প্রত্যক্ষ, অনুমান প্রভৃতি বিভিন্ন প্রমাণ নিয়ে আলোচনা করা হয়। 

85. ভারতীয় দার্শনিকগণ জ্ঞানকে কোন দুটি শ্রেণীতে ভাগ করেছেন?

উঃ- পরাজ্ঞান ও অপরাজ্ঞান। 

86. কোন জ্ঞানকে শ্রেষ্ঠ জ্ঞান বলা হয়? 

উঃ- পরাজ্ঞান।

87. ভারতীয় দর্শন কি মূলক?

উঃ- বিচারমূলক। 

88. ভারতীয় দর্শনকে বিচারমূলক বলার কারণ কি? 

উঃ- এই দর্শনে স্বাধীন চিন্তা ও যুক্তির স্থান আছে।

 89.ভারতীয় দর্শনে কীসের প্রাধান্য লক্ষ্য করা যায়? 

উঃ- দুঃখের প্রাধান্য। 

90.ভারতীয় দর্শন নীতিশাস্ত্রকে অতিক্রম করে যায় তার কারণ কি?

উঃ- এই দর্শনের আলোচ্য বিষয় শুধু মানব সমাজ নয়, সমগ্র জীবজগৎ‌। 

91.ভারতীয় দর্শনকে দুঃখবাদী বলা যায় না তার কারণ কি? 

উঃ- এই দর্শনে দুঃখ থেকে মুক্তির উপায়ের কথা বলা হয়েছে, যা আশাবাদকে প্রতিষ্ঠা করে। 

92.ভারতীয় দর্শনে “ঋত” বলতে কী বোঝানো হয়েছে? 

উঃ- বিশ্ব জগতের এক শাশ্বত নৈতিক নিয়মকে। 

93.ভারতীয় দর্শনে কয়টি কর্মের কথা বলা হয়েছে? 

উঃ- দুইটি।

94. কর্মবাদ অনুসারে দুই প্রকার কর্ম কি কি? 

উঃ- সকাম কর্ম নিষ্কাম কর্ম।

95.ফল লাভের জন্য যে কর্ম করা হয় তাকে কি বলা হয়?

উঃ- সকাম কর্ম। 

96.নিষ্কাম কর্ম কি? 

উঃ- ফল লাভের আশা না করে যে কর্ম করা হয়।

97.ভারতীয় দর্শনে “জ্ঞান” শব্দের পরিবর্তে কোন শব্দটি ব্যবহৃত হয়?

উঃ- বুদ্ধি। 

98.ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান কোনটি?

উঃ- প্রমা।

99. ” প্রমা” কথার অর্থ কি?

উঃ- প্রকৃষ্ট বা উৎকৃষ্ট জ্ঞান।

100. যে পদার্থ যে ধর্ম বিশিষ্ট তাকে সেই ধর্ম বিশিষ্ট প্রমাণ করে জানাকে কি বলা হয়?

উঃ- প্রমা। 

দর্শন বলতে কী বোঝো? দর্শনের বৈশিষ্ট্য | দর্শন ও বিজ্ঞানের সাদৃশ্য | “দর্শনের প্রত্যয়”- পাশ্চাত্য দর্শন

101.সফল প্রবৃত্তির জনক কে? 

উঃ- প্রমা।

102. জ্ঞান কত প্রকার?

উঃ- দুই প্রকার।যথা- অনুভব ও স্মৃতি। 

103. ভারতীয় দর্শনে কয়টি অযথার্থ অনুভব স্বীকার করা হয়? 

উঃ- তিনটি।

104. “রজ্জুতে  সর্পভ্রম”- এটি কিসের উদাহরণ?

উঃ- অপ্রমা। 

105. “ঘটকে ঘটরূপে জানা”- এটি কিসের উদাহরণ?

উঃ- যথার্থ অনুভব।

106. যথার্থ জ্ঞানের প্রণালীকে কি বলা হয়?

উঃ- প্রমাণ।

107. ভারতীয় দর্শনে কয়টি প্রমাণের উল্লেখ আছে?

উঃ- 6 টি। 

108. কোন দর্শন সম্প্রদায় একটি প্রমাণ স্বীকার করেছেন? 

উঃ- চার্বাক। 

109. চার্বাক মতে একমাত্র প্রমাণ কোনটি?

উঃ- প্রত্যক্ষ।

110. দুটি প্রমাণ স্বীকার করা হয়েছে কোন দর্শনে?

উঃ- বৌদ্ধ দর্শনে।

111. বৌদ্ধ দর্শন অনুযায়ী কোনটি যথার্থ প্রমাণ?

উঃ- প্রত্যক্ষ ও অনুমান।

112. প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দকে প্রমাণ হিসেবে স্বীকার করেছেন কোন দার্শনিকগণ?

 নৈয়ায়িকগণ। 

113. প্রত্যক্ষ ও অনুমান – এই দুটি অনুমান স্বীকার্য কোন দুটি দর্শনে?

উঃ- বৌদ্ধ দর্শনে ও বৈশেষিক দর্শনে। 

114. জৈন,সাংখ্য ও যোগ মতে স্বীকৃত প্রমাণ কয়টি? 

উঃ- তিনটি।

115. পাঁচটি প্রমাণ স্বীকার করেছেন কোন সম্প্রদায়? 

উঃ- প্রাভাকর মীমাংসক সম্প্রদায়।

116. ছয়টি প্রমাণ স্বীকার করেন যে সকল দার্শনিক সম্প্রদায়, তাঁরা কারা?

উঃ- ভাট্ট মীমাংসক ও বেদান্ত সম্প্রদায়। 

117. প্রাভাকর মীমাংসা যে প্রমাণটি অস্বীকার করেছেন সেটি কোনটি?

উঃ- অনুপলব্ধি।

 118. অনুপলব্ধিকে প্রমাণ হিসেবে কারা মেনেছেন?

উঃ- ভাট্ট মীমাংসা ও বেদান্ত দার্শনিকগণ। 

119. প্রত্যক্ষ ,অনুমান ও শব্দ এই তিনটি প্রমাণ স্বীকার করেছেন কোন দার্শনিক?

উঃ- সাংখ্য ,যোগ ও জৈন দর্শন। 

120. ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলা হয়?

উঃ- প্রমেয়।

121. ন্যায় মতে প্রমেয় পদার্থ কয়টি?

উঃ- বারোটি।

 122. ভারতীয় দর্শন অনুযায়ী প্রমাতা কে?

উঃ- জীব ও ঈশ্বর। 

123. পুরুষার্থ কি?

উঃ- সকল জীবের কাম্য বস্তু। 

124. চতুর্বর্গ কি?

উঃ- চারটি পুরুষার্থ। 

125. ভারতীয় দর্শনে “ধর্ম” শব্দটির অর্থ কি?

উঃ- বর্ণ ও আশ্রম অনুযায়ী আচরণবিধি। 

126. ভারতীয় দর্শনে ধর্ম ও দর্শনের মধ্যে সম্পর্ক কিরূপ?

উঃ- ধর্ম ও দর্শন ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। 

127. ইন্দ্রিয় উপভোগ থেকে উৎপন্ন সুখকে কি বলা হয়?

উঃ- কাম। 

128. ভারতীয় দর্শনে যে কামকে পুরুষার্থ রূপে স্বীকার করা হয়েছে সেটি কোনটি?

উঃ- নীতিসম্মত ও শাস্ত্রবিহিত কাম।

 129. ভারতীয় দর্শনের সকাম কর্ম কি?

উঃ- কামনাযুক্ত কর্ম।

130. ভারতীয় দর্শনে জীবের দুঃখহীন অবস্থাকে কি বলা হয়? 

উঃ- মোক্ষ।

131. দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে কি বলা হয়? 

উঃ- মোক্ষ।

132. অপবর্গ কথাটির অর্থ কি? 

উঃ- মোক্ষ।

133. মোক্ষলাভের তিনটি পথ বা মার্গ কি কি?

উঃ- জ্ঞান মার্গ, কর্ম মার্গ, ভক্তিমার্গ। 

134. অধিকাংশ ভারতীয় দর্শন কোনটিকে পরম পুরুষার্থ হিসাবে মেনে নিয়েছেন? 

উঃ- মোক্ষ।

135. কোন ভারতীয় দার্শনিক সম্প্রদায় মোক্ষকে পুরুষার্থ রূপে স্বীকার করেননি?

উঃ- চার্বাক। 

136. কোন দর্শন মতে এই জীবনেই  মোক্ষলাভ সম্ভব?

উঃ-  চার্বাক।

137.ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি?

উঃ- আত্মা।

138. প্রাচীন ভারতীয় দর্শনের আকর গ্রন্থ কি?

উঃ- বেদ।

দর্শন শব্দের অর্থ | ভারতীয় দর্শন | Class -11, Semester 1 | P-1, Philosophy Notes

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top