আরোহমূলক দোষ | কাকতালীয় দোষ বা অনিয়ত ঘটনাকে কারণ বলার দোষ | ষষ্ঠ অধ্যায়- মিশ্র ন্যায় বা যৌগিক যুক্তি | Note with PDF

আরোহমূলক দোষ। কাকতালীয় দোষ বা অনিয়ত ঘটনাকে কারণ বলার দোষ ষষ্ঠ অধ্যায়- মিশ্র ন্যায় বা যৌগিক যুক্তি | Class 12 Philosophy Note with PDF |



আরোহমূলক দোষ

A. অনুমান সংক্রান্ত দোষ ও B. অ-অনুমান সংক্রান্ত দোষ।

  • অনুমান সংক্রান্ত দোষ তিন প্রকার
    যথা- 

    1. অবৈধ সামান্যীকরণ দোষ 

    2. মন্দ উপমা যুক্তি 

    3. কারণ সংক্রান্ত দোষ।

  • অ-অনুমান সংক্রান্ত দোষ দুই প্রকার।
    যথা- অ-পর্যবেক্ষণ (উভয়ের একই একই ব্যাখ্যা) , অবৈধ সামান্যীকরণ দোষ, ভ্রান্ত পর্যবেক্ষণ
    দোষ।
  • মন্দ উপমা যুক্তি
    আবার দুই প্রকার। যথা-

i. ভালো বা  উত্তম উপমা, 

ii. মন্দ বা দুষ্ট
উপমা।

  •  কারণ সংক্রান্ত
    দোষ চার প্রকার। যথা-

i. কাকতালীয় বা
অনিয়ত ঘটনাকে কারণ বলার দোষ,

ii. সহ কার্যকে
কারণ বলার দোষ,

iii. আবশ্যিক শর্তকে
কারণ বলার দোষ,

iv. অবান্তর বা
অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলার দোষ।


কাকতালীয় দোষ বা অনিয়ত ঘটনাকে কারণ বলার দোষ


     কাকতালীয় দোষ বা অনিয়ত ঘটনাকে কারণ বলার দোষ

    আমরা জানি
,কার্ভেদ
  রীডের মতে- গুণের দিক থেকে কারণ হলো কাজের নিয়ত, শর্তান্তরহীন পূর্বগামী
ঘটনা। অর্থাৎ যে ঘটনাটি নিয়ত বা চিরকাল একইভাবে কার্যের আগে ঘটে। কিন্তু আমরা অনেক
সময় সেটি না ভেবে যেকোনো অনিয়ত ঘটনাকে কাজের পূর্ববর্তী ঘটনা রূপে কারণ অনুমান করলে
যুক্তিতে যে দোষ ঘটে তাকে অনিয়ত
  ঘটনাকে কারণ বলার দোষ বা কাকতালীয় দোষ বলে

যেমন- একটি তালগাছের
ওপর দিয়ে একটি কাক উড়ে যাওয়ার অব্যবহৃত পরে একটি তাল পড়ল। এ থেকে সিদ্ধান্ত করা
হলো কাকের উড়ে যাওয়াই
  তাল পড়ার কারণ।

 যুক্তি- এটি একটি
আরোহমূলক যুক্তি।

 পদ্ধতি- এই যুক্তিতে
ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগ ঘটিয়ে সিদ্ধান্তটি পাওয়া গেছে।

 দোষ- উক্ত যুক্তিতে
কাকতালীয় দোষ ঘটেছে। ব্যাখ্যা- আমরা জানি ,প্রকৃত কারণ হলো কার্যের নিয়ত পূর্বগামী
ঘটনা।অর্থাৎ যে পূর্ববর্তী ঘটনাটি চিরকাল একাই কার্যের আগে ঘটে। এই যুক্তিতে তাল গাছের
ওপর দিয়ে কাকটির উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি তাল পড়তে দেখে আমরা এই অন্বয়ী পদ্ধতির
মাধ্যমে সিদ্ধান্ত করেছি যে কাকের উড়ে যাওয়াই তাল পড়ার কারণ। কিন্তু এটি ভুল । কেননা
  এখানে কাকের উড়ে যাওয়াটি তাল পড়ার নিয়ত পূর্বগামী ঘটনা নয়। অনেক সময়ই
দেখা যায় কাক না উড়লেও তাল পড়েছে। কিংবা কাক উড়ে গেল অথচ তাল পড়ল না।আসলে তাল পড়া
ঘটনাটি একটি প্রাকৃতিক ঘটনা। তাল পাকলে প্রাকৃতিক নিয়মে মাধ্যাকর্ষণ শক্তির টানে বোঁটা
থেকে খসে পড়বে। কাকের উড়ে যাওয়ার সঙ্গে এর কোনো কার্যকারণ সম্পর্ক নেই। তাই এরূপ
অনিয়ত ঘটনাকে কারণ অনুমান করায়এ যুক্তিতে কাকতালীয় দোষ ঘটেছে বলা যায় ।

যেমন-

1. প্যাঁচার ডাক
অশুভ। কেননা অগ্নিকাণ্ডের আগের রাতে অনেকেই প্যাঁচার ডাক শুনিয়েছিল।

2. আকাশে ধুমকেতু
ওঠার পরেই রাজার মৃত্যু হল। সুতরাং ধূমকেতুর ওঠাই রাজার মৃত্যুর কারণ।

3. তুমি ডাকলে
তাই আমি হোঁচট খেলাম। সুতরাং তোমার ডাকাই আমার হোঁচট খাওয়ার কারণ।

4. যুদ্ধের ঠিক
পরেই মহামারী দেখা গেল। সুতরাং যুদ্ধই মহামারীর কারণ।

5. উত্তরপ্রদেশে
ভূমিকম্পের অব্যবহৃত পরেই মেদিনীপুরে বাস দুর্ঘটনা হল। সুতরাং উত্তরপ্রদেশের ভূমিকম্প
মেদিনীপুরে বাস দুর্ঘটনার কারণ।

6. মাদুলি ধারণ
করার পর ছেলেটির রোগ সারল। সুতরাং মাদুলি ধারণ করাই রোগ সারার কারণ।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top