ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | একাদশ শ্রেণি | প্রথম সেমিস্টার | বাংলা নোটস |

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা নোটস “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর”

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১. “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির উৎস কি?

উঃ- মাইকেল মধুসূদন দত্তের লেখা চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৬)।

২. কবিতাটির মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? 

উঃ- ৮৬ সংখ্যক কবিতা।

৩. কবিতাটি কী জাতীয় কবিতা?

উঃ- সনেটধর্মী কবিতা।

৪.  সনেট কী?

উঃ- সমদৈর্ঘ্যের চোদ্দো পংক্তি কবিতা। 

৫. সনেটধর্মী কবিতার দ্বিতীয় ও প্রথম স্তবককে কি বলা হয়? 

উঃ- প্রথম আট লাইন অষ্টক এবং শেষ ছয় লাইনকে ষষ্টক বলা হয়।

৬. বাংলা ভাষায় প্রথম সনেটধর্মী কবিতা রচনা করেন কে? 

উঃ- মাইকেল মধুসূদন দত্ত। 

৭. মধুসূদন কোথায় বসে সনেট রচনা করেছিলেন?

উঃ- ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে। 

৮. “চতুর্দশপদী কবিতাবলী” গ্রন্থটির প্রকাশক কে ছিলেন?

উঃ- ঈশ্বরচন্দ্র গুপ্ত।

৯. মূল গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়? 

উঃ- স্টেন হোপ প্রেস থেকে। 

১০. চতুর্দশপদী কবিতাবলীতে মোট কতগুলি কবিতা রয়েছে?

উঃ- 102 টি। 

জীববৈচিত্র্য মাল্টিপ্ল চয়েস কোয়েচেনস্ (MCQ)

১১. Timothy Penpoem ছদ্মনামে মধুসূদন কোন কোন কাব্যগ্রন্থ লেখেন?

উঃ- The Captive Lady, A vision to the past।

১২. মধুসূদন দত্ত বাংলায় কোন ছন্দের প্রবর্তন ঘটান?

উঃ- পাশ্চাত্য কবি মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্স ছন্দের অনুকরনে অমিত্রাক্ষর ছন্দ। 

১৩. মধুসূদনের অমর সৃষ্টি কোন কাব্যকে বলা হয়?

উঃ- সাহিত্যিক মহাকাব্য “মেঘনাদবধ কাব্য”।

১৪. মধুসূদন দত্তের লেখা একটি পত্র কাব্যের নাম লেখ।

উঃ- “বীরাঙ্গনা কাব্য”।

১৫.  মাইকেল মধুসূদন দত্তের প্রথম সাহিত্য সৃষ্টির নাম কি?

উঃ- “শর্মিষ্ঠা নাটক”। 

১৬. মাইকেল মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম লেখ।

উঃ- “একেই কি বলে সভ্যতা”,  “বুড়ো শালিকের ঘাড়ে রোঁ”।

১৭. “বিদ্যার সাগর তুমি”- কার উদ্দেশ্য এই স্তুতি করা হয়েছে?

উঃ- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১৮. কবিতায় কাকে “করুণার সিন্ধু” বা করুণার সাগর বলে উল্লেখ করা হয়েছে?

উঃ- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে।

১৯. “সেই জানে মনে”- কে কি জানে?

উঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে করুণার সাগরস্বরূপ তা মধুসূদন দত্ত জানেন। 

২০. দীনের বন্ধু কে?

উঃ- বিদ্যাসাগর মহাশয়।

বিড়াল | একাদশ শ্রেণি | প্রথম সেমিস্টার | বাংলা নোটস |

২১.  হেমাদ্রি শব্দের অর্থ কি?

উঃ- সুবর্ণকান্তি পর্বত। 

২২. “হেমকান্তি” শব্দের অর্থ কি?

উঃ- স্বর্ণকান্তি যুক্ত। 

২৩. হেমকান্তি কার?

উঃ- হেমাদ্রির। 

২৪. কবিতায় কবি “হেমাদ্রির হেমকান্তি”-র সঙ্গে কার তুলনা করেছেন?

উঃ- বিদ্যাসাগর মহাশয়ের  জ্ঞান ও হৃদয়ের দ্যুতিকে। 

২৫. অম্লান শব্দের অর্থ কি?

উঃ- অমলিন। 

২৬. কিরণ শব্দের অর্থ কি?

উঃ- আলোক রশ্মি। 

২৭. কে ভাগ্যবান বলে কবির মনে হয়েছে?

উঃ- যে মহাপর্বতের সুবর্ণচরে পর্বতে অর্থাৎ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের চরণতলে আশ্রয় পায়। 

২৮. ভাগ্যবান কে? 

উঃ- অন্তর্নিহিতার্থে কবি মধুসূদন দত্ত।

২৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে “দীনের বন্ধু” বলা হয়েছে কেন?

উঃ- দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন বলে।

৩০. “সেই জানে”- কী জানে?

উঃ- সুমহান হিমালয় পর্বতরূপ বিদ্যাসাগর মহাশয়ের গুনাবলী। 

৩১. “যে জন আশ্রয় লয়”- কোথায় আশ্রয় নিয়েছে?

উঃ- মহাপর্বত রূপ বিদ্যাসাগর মহাশয়ের সুবর্ণ চরণে। 

৩২. আলোচ্য কবিতায় গিরীশ বলতে কাকে বোঝানো হয়েছে?

উঃ- গিরীরাজ হিমালয় রূপ বিদ্যাসাগর মহাশয়কে। 

৩৩. “কী সেবা তার সে সুখ সদনে”!- কোন সুখ সদনে?

উঃ- সুবিশাল হিমালয়ের স্বর্ণচরণে।

৩৪. বিদ্যাসাগর মহাশয়ের সুমহান হৃদয়কে কোন মহাপর্বতের সাথে তুলনা করা হয়েছে?

উঃ- হিমালয়।

৩৫. “দানে বারি”- কে বারি অর্থাৎ জল দান করে?

উঃ- নদী।

৩৬. “বিমলা” ও “কিঙ্করী”- শব্দদুটির অর্থ কি? 

উঃ- “বিমলা” ও “কিঙ্করী” শব্দ-দু’টির অর্থ হল যথাক্রমে পরিচ্ছন্ন ও দাসী। 

৩৭. “বিমলা” ও “কিঙ্করী” শব্দ দুটি কি বোঝাতে ব্যবহৃত হয়েছে?

উঃ- আলোচ্য কবিতায় বিদ্যাসাগর মহাশয়ের নিঃশব্দ উপকারের মানসিকতা বোঝাতে শব্দদুটি ব্যবহৃত হয়েছে। 

৩৮. “জোগায় অমৃত ফল”- কে জোগায়? অমৃত ফল বলতে কী বোঝানো হয়েছে?

উঃ- সুদীর্ঘ গাছেরা যোগায়।

 অমৃতফল বলতে বিদ্যাসাগর মহাশয়ের অকৃপণ দানের কথা বলা হয়েছে।

৩৯. আলোচ্য কবিতায় “পরিমল” শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? কারা পরিমলে দশ-দিশ ভরিয়ে তোলে?

উঃ- সুগন্ধ অর্থে ব্যবহৃত হয়েছে।

 ফুল- কুল-দশ-দিশ ভরিয়ে তোলে। 

৪০.বনেশ্বরী দিবসে ও রাত্রে কী কী দান করে?

উঃ- দিবসে শীতল শ্বাসী ছায়া ও রাত্রে সুশান্ত নিদ্রা দান করে এবং ক্লান্তি পরিহার করে।

পুঁইমাচা | একাদশ শ্রেণি | বাংলা নোটস |

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top