বিজ্ঞানচর্চায়
বিধানচন্দ্র রায়ের অবদান
ডঃ বিধানচন্দ্র রায় চিকিৎসা ক্ষেত্রে সূর্যের মতো উজ্জ্বল ব্যক্তিত্ব
(1882-1962)। তবে শুধু চিকিৎসাবিদ্যা নয়, তিনি বাংলার বুকে বিজ্ঞান চর্চার গৌরবময়
সম্ভাবনাকে বিস্তৃত করার যে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তার মূল্য অপরিসীম।
বিধানচন্দ্র কলকাতা মেডিকেল কলেজ থেকে 1906 সালে এল. এম. এস ও এম.বি পাস
করেন এবং 1908 সালে এম. ডি ডিগ্রী লাভ করে বিলেত যান। সেখান থেকে মাত্র দু’বছরে এম.
আর. সি. পি এবং এফ. আর. সি. এস পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন।
1911 সালে কলকাতা মেডিকেল কলেজে শিক্ষকতার দায়িত্ব নেন। এরপর সরকারি চাকরি
ছেড়ে 1918 সালে রায় ফারমাইকেল মেডিকেল কলেজে মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি
রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথকে পরাজিত করে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। এছাড়া
তিনি “রয়্যাল সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন এন্ড হাইজিন” এবং “আমেরিকান
সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ান” এর ফেলো নির্বাচিত হন।
শিক্ষাকে ঔপনিবেশিক শাসন মুক্ত করার জন্য তিনি সংগ্রাম শুরু করেন। মহাত্মা
গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারারুদ্ধ হন। জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি নির্বাচিত
হয়ে যাদবপুর ইউনিভার্সিটি বিল পাস করান এবং শিক্ষাক্ষেত্রে নিয়ে আসেন অভূতপূর্ব বিপ্লব। কলকাতা
পুরসভার মেয়র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের পর তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয়
মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হন।
এত ব্যস্ততার মধ্যেও চিকিৎসক ও শিক্ষকের দায়িত্ব পালনে তিনি অনলস ছিলেন।
বিজ্ঞান চর্চা
প্রসার ও বাংলার উন্নয়ন করার জন্য তার প্রস্তাব অনুযায়ী খড়গপুর আই. আই. টি এবং দামোদর
ভ্যালি কর্পোরেশন গড়ে ওঠে। তিনি শিলং hydro-electric কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন।
জাহাজ, বিমান ও ইনসিওরেন্স ব্যবসার সঙ্গেও তাঁর যোগ ছিল। দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে
ওঠার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য।
চিকিৎসা, বিজ্ঞান, শিক্ষা ও দেশ সেবায় অসাধারণ কৃতিত্বের অধিকারী বিধানচন্দ্র
1961 সালে “ভারতরত্ন” সম্মানে ভূষিত হন এবং 1962 সালের 1 লা জুলাই নিজের
জন্মদিনের দিনেই মৃত্যুবরণ করেন। এই দিনটি “চিকিৎসক দিবস” হিসাবে পালিত হয়।
- বিজ্ঞানচর্চায় বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো
- বাঙালি চিকিৎসাবিদ্যায় কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (বসু) এর অবদান
- বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো
- সংগীতে সলিল চৌধুরীর অবদান বর্ণনা করো
- বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান বর্ণনা করো
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান লেখ
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান
- বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান লেখ
- বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখ
- বাংলা চিত্রকলা চর্চায় যামিনী রায়ের অবদান লেখ
- চিত্রকলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখ
- বাংলা চিত্রকলা চর্চায় ধারায় রামকিঙ্কর বেইজের অবদান লেখ
- বাংলা গানের কাজী নজরুল ইসলামের অবদান লেখ
- বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথের অবদান লেখ
- বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের ভূমিকা লেখ
- বাংলা গানের ইতিহাসে মান্না দের অবদান লেখ
- বাংলা গানের ইতিহাসে অতুলপ্রসাদ সেনের ভূমিকা