“শিক্ষা একটি বিকাশমূলক
প্রক্রিয়া”- ব্যাখ্যা করো।
Ø বিকাশের অর্থ: বিকাশ বলতে শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, প্রাক্ষোভিক, নান্দনিক
ইত্যাদি অর্থাৎ সবদিকের গুণগত পরিবর্তনকে বোঝায়। বৃদ্ধি হল আকার ও আয়তনের পরিবর্তন,
আর বিকাশ হল গুণগত পরিবর্তন। বিকাশ আজীবন ঘটতে থাকে। শিখনের ফলে শিশুর আচরণে গুণগত
পরিবর্তন ঘটে এবং শিক্ষা আমৃত্যু চলতে থাকে। কাজেই শিক্ষা একটি বিকাশমূলক প্রক্রিয়া।
Ø বিকাশ ও শিক্ষার পারস্পরিক সম্পর্ক : শিক্ষা যেমন শিক্ষার্থীর সামগ্রিক ও গুণগত পরিবর্তনের প্রক্রিয়া, বিকাশও
তেমনি শিশুর সামগ্রিক ও গুণগত পরিবর্তনের প্রক্রিয়া। শিক্ষা শিক্ষার্থীর মঙ্গলসাধনে
ইতিবাচকভূমিকা নেয়, বিকাশও
তার অনুরূপ। তাই শিক্ষাকে বিকাশমূলক প্রক্রিয়া হিসেবে স্বীকার করা হয়। বর্তমান প্রজন্মের
শিক্ষাবিদরা শিশুর
বা ব্যক্তির বিকাশের নানা দিক চিহ্নিত করেছেন। যেমন— অঙ্গ সালনগত বিকাশ, বৌদ্ধিক বিকাশ,
ও ভাষাগত বিকাশ, ও মানসিক বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ, সামাজিক বিকাশ ইত্যাদি। শিক্ষার
অন্যতম লক্ষ্য হল এই বিকাশে সাহায্য করা এবং বয়স অনুযায়ী সঠিক বিকাশ হয়েছে কি না,
তা দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।
Ø শিক্ষা ও বিকাশ উভয়ই পরিকল্পিত প্রক্রিয়া : আধুনিককালের শিক্ষাবিদ ও মনােবিদরা লক্ষ করেছেন যে বিকাশের ক্ষেত্রেও
যেমন সঠিক পরিচালনা, উপযুক্ত নির্দেশনা এবং নিয়ন্ত্রণের প্রয়ােজন, শিক্ষার ক্ষেত্রেও
তেমনি এই তিনটি প্রক্রিয়া অপরিহার্য। তাই বলা যায়, শিক্ষাই বিকাশ, আবার বিকাশই শিক্ষা।
অর্থাৎ, শিক্ষা হল একটি বিকাশমূলক প্রক্রিয়া।