“শিক্ষা একটি ধারাবাহিক
প্রক্রিয়া”- ব্যাখ্যা করো।
ধারাবাহিক প্রক্রিয়ার অর্থ: শিক্ষা কোনাে বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি অবিরাম বা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া।
এই প্রক্রিয়া শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে। আধুনিককালের
শিক্ষাবিদদের মতে, শিক্ষা হল শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনাগুলির যথাযথ বিকাশের প্রক্রিয়া।
বিকাশ যেমন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, শিক্ষাও তেমনি। প্রতিনিয়তই কিছু না
কিছু জ্ঞান বা অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে শিক্ষাপ্রক্রিয়াটি চলতে থাকে।
কতকগুলি বৈশিষ্ট্যের
পরিপ্রেক্ষিতে শিক্ষাকে একটি ধারাবাহিক প্রক্রিয়া বলা যায়। যেমন—
(১) শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে : শিক্ষা
কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি ধারাবাহিক বা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এই প্রক্রিয়া
শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে।
(২) বিকাশের মতো শিক্ষাও ধারাবাহিক : আধুনিককালের
শিক্ষাবিদদের মতে, শিক্ষা হল শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনাগুলির যথাযথ বিকাশের প্রক্রিয়া।
বিকাশ যেমন থেমে থাকে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, শিক্ষাও তেমনি কোনাে
সময় থেমে থাকে না। প্রতিনিয়তই কিছু না কিছু জ্ঞান বা অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে শিক্ষা
প্রক্রিয়াটি চলতে থাকে।
(৩) অভিজ্ঞতার নিরবচ্ছিন্ন পুনর্গঠন : প্রখ্যাত
শিক্ষাবিদ জন ডিউই বলেছেন— অভিজ্ঞতার নিরবচ্ছিন্ন পুনর্গঠনের মধ্যে দিয়ে বেঁচে থাকাই
হল শিক্ষা। প্রতিনিয়ত অভিজ্ঞতা এবং অতীত অভিজ্ঞতার পুনর্গঠনই হল শিক্ষা। নিয়ত পরিবর্তনশীল
পরিবেশের সঙ্গে মানিয়ে চলার প্রক্রিয়াই হল শিক্ষা। আর এই প্রক্রিয়াটি ধারাবাহিক।
এতে কোন ছেদ নেই।
সকলকেই জীবনের কয়েকটি নির্দিষ্ট স্তরের মধ্যে
দিয়ে যেতে হয়। জীবনের বিভিন্ন স্তরের ক্ষমতা, চাহিদা ও আশা-আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য
আছে। এই পার্থক্যকে ভিত্তি করেই নিরবচ্ছিন্ন গতিতে ব্যক্তিকে এগিয়ে যেতে হবে, হলে
শিক্ষা অর্থহীন। তাই বলা হয়, শিক্ষা হল একটি ধারাবাহিক প্রক্রিয়া।