দর্শন শব্দের অর্থ | ভারতীয় দর্শন | Class -11, Semester 1 | P-1, Philosophy Notes

একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুযায়ী । ভারতীয় দর্শন এর দর্শন শব্দের অর্থ অধ্যায়ের সম্পূর্ণ নোটস দেওয়া হল। এখানে Part-1 দেওয়া হল।

দর্শন শব্দের অর্থ | ভারতীয় দর্শন
দর্শন শব্দের অর্থ | ভারতীয় দর্শন

দর্শন শব্দের অর্থ- ভারতীয় দর্শন | Part- 1

1. “দর্শন” শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে?

উঃ- “দৃশ্” ধাতু থেকে।

2. “দর্শন” শব্দটি এসেছে কোন দুটি শব্দ যোগ করে? 

উঃ- দৃশ+অনট্।

3.”দৃশ্” ধাতুর বাংলা অর্থ কি?

উঃ- দেখা। 

4. “দর্শন” শব্দের বুৎপত্তিগত অর্থ কি?

উঃ-   দেখা বা প্রত্যক্ষ করা।

5. “দর্শন” শব্দের অর্থ কী?

উঃ- সত্যদর্শন। 

6. “দর্শন” শব্দের আক্ষরিক অর্থ কী?

উঃ- চোখ দিয়ে দেখা।

7. “দর্শন” কথার ইংরেজি প্রতিশব্দ কি? 

উঃ- Philosophy

8. ভারতীয় দর্শন অনুযায়ী দর্শন শব্দের অর্থ কি? 

উঃ- আত্ম দর্শন যার অর্থ সত্য বা তত্ত্বের উপলব্ধি। 

9. ভারতীয় মতে “দর্শন” বলতে কী বোঝায়?

উঃ-  আত্মদর্শন অর্থাৎ আত্মাকে দেখা বা জানা। 

10. ভারতীয় দার্শনিকরা দর্শন বলতে কি বোঝেন?

উঃ- সত্যের সাক্ষাৎ উপলব্ধিকে বোঝেন।

11. ভারতীয় দর্শনকে অন্য কি নামে অভিহিত করা হয়?

উঃ- মোক্ষবাদী দর্শন।

12. জগৎ ও জীবনকে যথার্থভাবে উপলব্ধি করা হল- 

উঃ- দর্শন এর প্রকৃত অর্থ।

13. দার্শনিক হলেন যিনি – সত্যদ্রষ্টা বা তত্ত্বজ্ঞানী। 

14.দর্শন জিজ্ঞাসা কী?

উঃ- মানুষের স্বভাব ধর্ম। 

15. “দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি”-এ কথা কে বলেছেন? 

উঃ- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ। 

16. ভারতীয় মতে দর্শন বলতে কী বোঝায়? 

উঃ- সত্য দর্শন।

17. সাধারণ বা লৌকিক মতে দর্শন বলতে কী বোঝায়? 

উঃ- ইন্দ্রিয় প্রত্যক্ষ বা দেখাকে।

18. ভারতীয় “দর্শন” এবং পাশ্চাত্য “Philosophy” এই শব্দ দুটি কী সমার্থক?

উঃ- সমার্থক শব্দ নয়। 

19. “Philosophy” শব্দের বুৎপত্তিগত অর্থ কী?

উঃ- জ্ঞানের প্রতি অনুরাগ।

20. “দর্শন” এর প্রকৃত অর্থ কি? 

উঃ- পরম সত্যকে দেখা বা উপলব্ধি করা। 

21. “Philosophy” এবং “দর্শন”  শব্দের উৎস কি এক?

উঃ- উৎস এক নয়।

22.ভারতীয় দর্শনের উদ্দেশ্য কি?

উঃ- সত্য বা তত্ত্বোপলব্ধি। 

23.দর্শনে তত্ত্ব বলতে কী বোঝায়?

উঃ- বিশ্বজগতের যথার্থ রূপকে। 

24.ভারতীয় দর্শনে তত্ত্ব উপলব্ধি কি?

উঃ- আধ্যাত্মিক উপলব্ধি। 

25. ভারতীয় মতে “দর্শন” বলতে কী বোঝায়?

উঃ- তত্ত্বদর্শন এবং তত্ত্বদর্শনের উপায়কে বোঝায়। 

26.দর্শনের উৎপত্তি হয় কোথা থেকে? 

উঃ- কৌতুহল থেকে।

27.ভারতীয় দর্শনের উৎপত্তি কোথা থেকে হয়েছে?

উঃ- ব্যবহারিক প্রয়োজনবোধ থেকে।

28. ভারতীয় দর্শন ও হিন্দু দর্শন সমার্থক। একথাটি কি সত্য? 

উঃ- মিথ্যা।

29.ভারতীয় দর্শনকে “হিন্দু দর্শন” কোন অর্থে বলা যেতে পারে?

উঃ- ভৌগোলিক অর্থে। 

30.ভারতীয় দর্শন বলতে কাদের বোঝায়?

 উঃ- ভারতের অধিবাসীদের দর্শন।

দর্শন বলতে কী বোঝো? দর্শনের বৈশিষ্ট্য | দর্শন ও বিজ্ঞানের সাদৃশ্য | “দর্শনের প্রত্যয়”- পাশ্চাত্য দর্শন |

31.ভারতীয় দর্শনকে ভৌগোলিক অর্থে কোন দর্শন বলা চলে?

উঃ- হিন্দু দর্শন।

32. ভারতীয় দর্শনে সত্যের যে দিকের ওপর জোর দেওয়া হয় সেটি কোনটি?

উঃ- ব্যবহারিক উপলব্ধি। 

33.কোন দার্শনিক ভারতীয় দর্শন বলতে ভারতবর্ষীয় সকল দর্শন সম্প্রদায়কে বুঝিয়েছেন?

উঃ- মাধবাচার্য। 

34. গ্রিক “Philos” শব্দের অর্থ কি? 

উঃ- অনুরাগ।

35. “Sophia”  শব্দটির অর্থ কি? 

উঃ- জ্ঞান।

36. “দর্শন” শব্দের সংকীর্ণ অর্থ কি? 

দেখা।

37. “দর্শন” শব্দটির ব্যাপক অর্থ কি?

উঃ- সত্য উপলব্ধি।

38.ভারতীয় দর্শনের লক্ষ্য কি?

উঃ- বিস্ময়কে নিরসন করা ও আচরণ নিয়ন্ত্রণ করা।

39.পাশ্চাত্য দর্শনের লক্ষ্য কি? 

উঃ- জ্ঞানতৃষ্ণা নিবৃত্ত করা। 

40.পাশ্চাত্য দর্শনের সত্যের যে দিকের ওপর জোর দেওয়া হয় সেটি কোন দিক?

উঃ- অনুসন্ধান।

41.ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কীরূপ?

উঃ- ব্যবহারিক। 

42.পাশ্চাত্য Philosophy-এর উৎপত্তি হয়েছে কোথা থেকে?

উঃ- বিস্ময়বোধ থেকে।

43.আধ্যাত্মিক অশান্তি এবং ব্যবহারিক প্রয়োজনবোধ থেকে কিসের উৎপত্তি হয়েছে?

উঃ- ভারতীয় দর্শন।

44.পাশ্চাত্য দর্শনের উদ্দেশ্য কি?

উঃ- তত্ত্বচর্চা।

45.সত্য বা তত্ত্বের চর্চা ও চর্যা কোন দর্শনের উদ্দেশ্য? 

উঃ- ভারতীয় দর্শন। 

46.তত্ত্বের আলোচনাকে কি বলা হয়?

উঃ- চর্চা।

47.”চর্চা” কথার অর্থ কি?

উঃ- জানা।

48.”চর্যা” কথার অর্থ কি? 

উঃ- করা।

49.”চর্যা” কি?

উঃ- চর্যা হল তত্ত্বলব্ধ জ্ঞান অনুসারে জীবন পরিচালনা করা। 

50.পাশ্চাত্য দর্শনে চর্চার মূল উদ্দেশ্য কি?

উঃ- বৌদ্ধিক চর্চা।

51. ভারতীয় দর্শনচর্চার মূল উদ্দেশ্য কি? 

উঃ- মানবসত্তার সামগ্রিক উন্নতি সাধন। 

52.ভারতীয় মতে দর্শন বলতে কী বোঝায়?

উঃ- চর্চা ও চর্যার সমন্বয়। 

53.ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন এর পার্থক্য কোন দিক দিয়ে?

উঃ- তত্ত্বের প্রয়োগের দিক থেকে।

54.ধর্মকে দর্শনের আওতায় আনা হয় কোন দর্শনে?

উঃ- ভারতীয় দর্শনে। 

55.ধর্ম ও দর্শনের সম্পর্ক স্বীকার করে না কোন দর্শন? পাশ্চাত্য দর্শন।

56. ভারতীয় দর্শনের মূল লক্ষ্য কি?

উঃ- মোক্ষলাভে সহায়তা করা। 

57.দুঃখ নিবৃত্তির উপায় অনুসন্ধান করেন কোন দার্শনিকরা?

উঃ- ভারতীয় দার্শনিকরা।

58.বেদ শব্দের অর্থ কি?

উঃ- ব্রহ্ম জ্ঞান। 

59.বেদের অপর নাম কি? 

উঃ- শ্রুতি।

60.বেদ কয়টি ও কি কি? 

চারটি।যথা-  ঋক,সাম, যজু ও অথর্ব।

61. বেদাঙ্গ কি?

উঃ- বেদ এর শব্দ ও অর্থবোধের জন্য বেদাঙ্গের সৃষ্টি হয়। 

62.বেদাঙ্গ কয়টি ও কি কি?

উঃ- ছয়টি।যথা- শিক্ষা,ছন্দ,কল্প, নিরুক্ত, জ্যোতিষ ও ব্যাকরণ। 

63.উপনিষদ শব্দটির অর্থ কি? 

উঃ- ব্রহ্ম জ্ঞানলাভের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসাই হলো উপনিষদ।

64.উপনিষদের অপর নাম কি? 

উঃ- বেদান্ত।

 65.উপনিষদ কয়টি ও কি কি?

উঃ- 12 টি।যথা- ঈশ, কেন, কঠ, মুন্ডক, মান্ডক্য,প্রশ্ন, ছান্দোগ্য, বৃহদারণ্যক, ঐতরেয়, তৈত্তিরীয়, কৌষীতকী ও শ্বেতাশতর।

66.ভারতীয় দর্শনে মহাভূত কয়টি ও কি কি?

উঃ- পাঁচটি।যথা- ক্ষিতি -পৃথিবী বা মাটি, অপ্- জল, তেজ- আগুন, মরুৎ-বাতাস, ব্যোম- আকাশ। 

67.ভারতীয় দর্শনে পুরুষার্থ কাকে বলে?

উঃ- মানুষের জীবনের প্রকৃত আদর্শকে যে মানবিক মূল্যবোধের দ্বারা উপলব্ধি করা যায় তাকেই পুরুষার্থ বলে। 

68.পুরুষার্থ কয়টি ও কি কি?

উঃ- 4 টি।যথা- ধর্ম- ধারণ করা, অর্থ- জ্ঞানলাভের বিষয়, কাম – কামনা/ বাসনা, মোক্ষ- দুঃখ থেকে মুক্তি লাভ।

69.ত্রিবর্গ কি?

উঃ- ভারতীয় দর্শনে ধর্ম, অর্থ ও কাম এই তিনটি পুরুষার্থকে একত্রে ত্রিবর্গ বলা হয়।

70. ভারতীয় দর্শনে শ্রেষ্ঠ পুরুষার্থ কোনটি?

উঃ- মোক্ষ।

71.ভারতীয় দর্শনকে পরমপুরুষার্থ বলা হয় কেন?

উঃ- মোক্ষলাভ করলে মানুষের সমস্ত কামনা-বাসনার অবসান হয় এবং পুনর্জন্মের চক্র থেকে মানুষ মুক্তি পায়। 

72. ত্রিবিধ দুঃখ কোনগুলি?

উঃ- আধ্যাত্মিক,আধিভৌতিক, আধিদৈবিক দঃখ।

73.ভারতীয় দর্শনের আলোচনা পদ্ধতির স্তর কয়টি?

উঃ- তিনটি। 

74.দর্শন আলোচনার ত্রিস্তর কি কি? 

উঃ- পূর্বপক্ষ, খন্ডন, উত্তর পক্ষ। 

75.ভারতীয় দর্শনের মূল উৎস কি?

উঃ- বেদ।

76.ভারতীয় দর্শন চিন্তার ভিত্তি কি? 

উঃ- বেদ।

77.যারা বেদে বিশ্বাস করে তাদের কি বলা হয়?

উঃ- বৈদিক।

78.” বিদ” কথাটির অর্থ কি?

উঃ- জ্ঞান। 

79. “বেদ” শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? 

উঃ- “বিদ” ধাতুর সঙ্গে “ঘঞ” প্রত্যয় যোগ করে।

80. “বেদ” শব্দের মুখ্য অর্থ কি? 

উঃ- অতীন্দ্রিয় জ্ঞান বা প্রজ্ঞা।  

ভারতীয় দর্শন Part- 2 Click Here

3 thoughts on “দর্শন শব্দের অর্থ | ভারতীয় দর্শন | Class -11, Semester 1 | P-1, Philosophy Notes”

  1. Pingback: দর্শন শব্দের অর্থ | ভারতীয় দর্শন | Class -11, Semester 1 | P-2, Philosophy Notes - Class Ghar

  2. Pingback: ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ | Class XI Philoshopy Notes, Semester-I | Part- I - Class Ghar

  3. Pingback: ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ | Class XI Philosophy Notes | Semester- I   - Class Ghar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top