একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা নোটস “চারণ কবি”
চারণ কবি থেকে MCQ
১. কবি ভারভারা রাও এর পুরো নাম কি!
উঃ- পেন্ড্যালা ভারভারা রাও।
২. ভারভারা রাও কোন ভাষার কবি ছিলেন?
উঃ- তেলেগু।
৩. কবি ভারভারা রাও কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে?
উঃ- ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে, তেলেগু সাহিত্যে।
৪. কবি ভারভারা রাও কেন্দ্রীয় সরকারের কোন বিভাগে চাকরি করতেন?
উঃ- ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়ে প্রকাশনা সহকারী হিসেবে কাজ করতেন।
৫. পরবর্তীকালে তিনি কোন চাকরি নিয়েছিলেন?
উঃ- CKAM College -এ তেলেগু ভাষা এবং সাহিত্যে প্রভাষক হিসেবে যোগদান করেন ও পরবর্তীকালে ওই কলেজের অধ্যক্ষ হন।
৬. ভারভারা রাও প্রতিষ্ঠিত সাহিত্য দলটির নাম কি?
উঃ- সাহিথিমিথরুলু (সাহিত্যের বন্ধু)।
৭. ভারভারা রাও এর প্রথম কবিতা সংকলন কোনটি?
উঃ- চালি নেগাল্লু (ক্যাম্প ফায়ার)।
৮. ভারভারা রাও এর কয়েকটি উল্লেখযোগ্য কবিতা সংকলনের নাম লেখ।
উঃ- জীবনাহি (পালস), ওরেগিম্পু (মিছিল), স্বেচ্ছা (স্বাধীনতা), ভারভারা রাওকবিতাম (ভারভারা রাও এর কবিতা)।
৯. “নিয়মকানুন যখন সব লোপাট”- এর অর্থ কি?
উঃ- দেশ বা সমাজের বুক থেকে ন্যায়নীতি বা নিয়মকানুন গুলিকে অমান্য করে তাদের বিলুপ্ত করা।
১০. “আর সময়ের ঢেউ তোলা”- কারা সময়ের ঢেউ তুলেছে?
উঃ- কালো মেঘের দল।
১২. “সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল”- বলতে কী বোঝানো হয়েছে?
উঃ- সুস্থ সমাজকে অস্থির করে তোলা শোষক শক্তি যারা সামাজিক ন্যায়-নীতি বা আইন-কানুনকে ধ্বংস করে অন্যায়-অনাচারের মাধ্যমে সমাজকে অস্থির করে তুলেছে।
১৩. “ফাঁস লাগাচ্ছে গলায়”- কারা, কোথায় ফাঁস লাগাচ্ছে?
উঃ- শাসক শক্তি সাধারণ মানুষের গলায় ফাঁস লাগাচ্ছে।
১৪. “ফাঁস লাগাচ্ছে গলায়”- একথার অর্থ কী?
উঃ- যারা সত্য ভাষণের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করে, শাসক শক্তির দ্বারা তাদের কণ্ঠরোধ করছে।
১৫. “চুঁইয়ে পড়ছে না”- কী চুঁইয়ে পড়ছে না?
উঃ- রক্ত।
১৬. রক্ত ছাড়া আর কী চুঁইয়ে পড়ছে না?
উঃ- চোখের জল।
১৭. ঘূর্ণিপাকে কী বাজ হয়ে উঠছে?
উঃ- বিদ্যুৎ।
১৮. “ফাঁস লাগাচ্ছে গলায়”- কারা কাদের গলায় ফাঁস লাগাচ্ছে?
উঃ- অত্যাচারী শাসক শক্তি সাধারণ মানুষের গলায় ফাঁস লাগাচ্ছে।
১৯. “কোনো চোখের জলও নয়”- কাদের চোখের জলের কথা বলা হয়েছে?
উঃ- সাধারন মানুষদের।
২০. “ঝিরিঝিরি বৃষ্টি”- ঝিরিঝিরি বৃষ্টি কিসে পরিণত হয়েছে?
উঃ- প্রলয় ঝড়ে।
২১. ঝিরঝিরিয়ে বৃষ্টি এবং প্রলয় ঝড় কিসের প্রতীক?
উঃ- ঝিরিঝিরি বৃষ্টি জনমানসে সঞ্চিত ক্ষোভ এবং প্রলয় ঝড় গণবিস্ফোরণের প্রতীক।
২২. কার বেদনাশ্রুর কথা বলা হয়েছে? “বেদনাশ্রু” শব্দের অর্থ কি?
উঃ- মায়ের বেদনাশ্রুর কথা বলা হয়েছে।
“বেদনাশ্রু” শব্দের অর্থ চোখের জল।
২৩. জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কে?
উঃ- কোনো লিপিকার ঝড়, স্বর।
২৪. “লিপিকার স্বর” বলতে কী বোঝানো হয়েছে?
উঃ- অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদী কন্ঠ।
২৫. “যখন কাঁপন লাগে”- কোথায় কাঁপন লাগে?
উঃ- জিভে।
২৬. বাতাসকে কে মুক্ত করে দেয়?
উঃ- সুর।
২৭. আলোচ্য কবিতায় গান কিসের ভূমিকা গ্রহণ করে?
উঃ- যুদ্ধের শাস্ত্রের।
২৮. “কবিকে কখন ভয় পায় ওরা”- ওরা কারা? ভয় পেয়ে তারা কি করে?
উঃ- ওরা হলো রাষ্ট্রশক্তি।
ভয় পেয়ে রাষ্ট্রশক্তি কবিকে কয়েদ করে।
২৯. কোথায় শক্ত করে কি জড়িয়ে দেয়?
উঃ- গর্দানে শক্ত করে ফাঁস জড়িয়ে দেয়।
৩০. “শ্বাস ফেলছেন”-কে কোথায় শ্বাস ফেলছেন?
উঃ- কবি জনগণের ওপর শ্বাস ফেলছেন।
৩১. “মিলিয়ে যাচ্ছে মাটিতে”- কি কেন মিলিয়ে যাচ্ছে?
উঃ- ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মাটিতে মিলিয়ে যাচ্ছে।
৩২. “স্পর্ধা জানাচ্ছে”-কে কাকে স্পর্ধা জানাচ্ছে?
উঃ- ফাঁসির মঞ্চ স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে।
৩৩. ফাঁসুরে শব্দের সঙ্গে কোন বিশেষণ ব্যবহার করা হয়েছে?
উঃ- তুচ্ছ।
৩৪. ফাঁসুরেকে কি করা হচ্ছে?
উঃ- ফাঁসুরেকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে।
৩৫. কবি কি নিয়ে শ্বাস ফেলেন?
উঃ- সুর নিয়ে।
৩৬. কবি অন্যায়ের প্রতিবাদ করেন কেন?
উঃ- কবি সত্যভাষণে বিশ্বাসী তাই।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | একাদশ শ্রেণি | প্রথম সেমিস্টার | বাংলা নোটস |