ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ | Class XI Philoshopy Notes, Semester-I | Part- I

ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ থেকে নতুন সিলেবাস অনুযায়ী সমস্ত প্রশ্ন-উত্তর। Part- I

ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ
ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ

ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ

1. ভারতীয় দর্শন কয় ভাগে বিভক্ত ও কি কি?

উঃ- দুই ভাগে বিভক্ত। যথা আস্তিক দর্শন ও নাস্তিক দর্শন।

2. আস্তিক দর্শন কয় ভাগে বিভক্ত ও কি কি?

উঃ- দুই ভাগে বিভক্ত।যথা- বেদস্বতন্ত্র ও বেদানুগত। 

3. ষড়্ দর্শন বলতে কী বোঝায়?

উঃ- ভারতীয় দর্শনে বেদের প্রামাণ্যে বিশ্বাসী সাংখ্য, যোগ, ন্যায়,বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত এই ছয়টি দার্শনিক সম্প্রদায়কে একত্রে ষড়্ দর্শন বলে।

4. নাস্তিক দর্শন কয় ভাগে বিভক্ত ও কি কি? 

উঃ- দু’ভাগে বিভক্ত। যথা- চরমপন্থী ও নরমপন্থী। 

5. ভারতীয় দর্শনে মোট দার্শনিক সম্প্রদায় কয়টি ও কি কি? 

উঃ- মোট নয়টি।যথা- চার্বাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য, যোগ,ন্যায়, মীমাংসা, বৈশেষিক ও বেদান্ত। 

6. চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতার নাম কি?

উঃ- কারো মতে চার্বাক ঋষি, কারো মতে চর্ব ধাতু, কারো মতে চারু + বাক, কারো মতে দেবগুরু বৃহস্পতি।

 7. বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতার নাম কি?

উঃ- গৌতম বুদ্ধ।

8. জৈন দর্শনের প্রতিষ্ঠাতার নাম কি? 

উঃ- মহাবীর।

9.সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতার নাম কি? 

উঃ- কপিলমুনি। 

10. যোগ দর্শনের প্রতিষ্ঠাতার নাম কি?

উঃ- মহর্ষি পতঞ্জলি।

দর্শন শব্দের অর্থ | ভারতীয় দর্শন | Class -11, Semester 1 | P-1, Philosophy Notes

11. ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতার নাম কি?

উঃ- মহর্ষি গৌতম। 

12. বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতার নাম কি?

উঃ- মহর্ষি কণাদ। 

13. মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা নাম কি?

উঃ- মহর্ষি জৈমিনি। 

14. বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতার নাম কি?

উঃ- মহর্ষি বাদরায়ন। 

15. ভারতীয় দর্শনে “আস্তিক” ও “নাস্তিক” শব্দটির অর্থ নির্ধারণের ভিত্তি কি?

উঃ- বেদ।

16. কোন আস্তিক দর্শন বেদে বিশ্বাস করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে না?

উঃ- সাংখ্য ও মীমাংসা দর্শন।

17. কোন আস্তিক দর্শন সরাসরি বেদের ওপর  প্রতিষ্ঠিত? 

উঃ- মীমাংসা ও বেদান্ত।

18. ভারতীয় দর্শন সম্প্রদায়ের বিভাজনের ভিত্তি কি?

উঃ- বেদ। 

19. ভারতীয় দর্শনের কয়টি বিভাগ আছে?

উঃ- দুইটি। 

20. ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় সংখ্যা কয়টি? 

উঃ- ৬টি।

ন্যায় দর্শন প্রশ্ন-উত্তর | ভারতীয় দর্শনের চতুর্থ অধ্যায় | একাদশ শ্রেণি |

21. আস্তিক সম্প্রদায়ভুক্ত দর্শন গুলি কোন দর্শন নামে পরিচিত?

উঃ- ষড়্ দর্শন। 

22. ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ভুক্ত কিসে বিশ্বাসী?

উঃ- বেদে।

23. আস্তিক দর্শনে শব্দ প্রমাণ কোনটি?

উঃ- বেদ।

24. একটি বেদ বিরোধী দর্শন এর উদাহরণ দাও।

উঃ- বৌদ্ধ দর্শন।

25. ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি? 

উঃ- দুইটি।

26. বেদের ওপর সাক্ষাৎ ভাবে প্রতিষ্ঠিত নয় কোনটি?

উঃ- বেদস্বতন্ত্র। 

27. দুই প্রকার মুক্তির উদাহরণ দাও।

উঃ- জীব মুক্তি ও বিধেহ মুক্তি। 

28. ন্যায় দর্শন কি নামে পরিচিত?

উঃ- অক্ষপাদ দর্শন বা প্রমাণ শাস্ত্র।

29. বৈশেষিক দর্শন কি নামে পরিচিত?

উঃ- প্রমেয় শাস্ত্র।

30. ন্যায় দর্শনের দুটি শাখার উদাহরণ দাও।

উঃ- প্রাচীন ন্যায় ও নব্য ন্যায়। 

31.”ন্যায় ভাষ্য”- এর রচয়িতা কে? 

উঃ- বাৎসায়ন।

32. ন্যায় দর্শনের মূল গ্রন্থ কোনটি?

উঃ- ” ন্যায় সূত্র”।

33. “ন্যায় সূত্র’- গ্রন্থটির রচয়িতা কে?

উঃ- মহর্ষি গৌতম। 

34.”ব্রহ্মসূত্র” গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ- মহর্ষি বাদরায়ন। 

35.”সর্বদর্শন সংগ্রহ” গ্রন্থের রচয়িতা কে?

উঃ- মাধবাচার্য। 

36.ভারতীয় দর্শনে নাস্তিক শিরোমনি কাদের বলা হয়? 

উঃ- চার্বাকদের। 

37. জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?

উঃ- ঋষভ দেব।

38. জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন?

উঃ- মহাবীর। 

39. বৌদ্ধ দর্শনে কার্যকারণ শৃঙ্খলকে কি বলা হয়?

উঃ- দ্বাদশনিদান বা ভবচক্র। 

40. দ্বাদশনিদান কি কি?

উঃ-  জরা-মরণ, জাতি,ভব, উপাদান, তৃষ্ণা, বেদনা, স্পর্শ, ষড়ায়তন, নাম- রূপ,বিজ্ঞান, সংস্কার ও অবিদ্যা। 

41. বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব কি নামে পরিচিত?

উঃ- প্রতীত্যসমুৎপাদবাদ।

42. আর্য সত্য চতুষ্টয় মেনেছেন কারা?

উঃ- বৌদ্ধরা।

43. বৌদ্ধদের আত্মা সম্পর্কে মতবাদ কি নামে পরিচিত? 

উঃ- নৈরাত্মবাদ বা অনাত্মবাদ।

44. বৌদ্ধ মতে পঞ্চস্কন্ধের সমষ্টিকে কি বলা হয়?

উঃ- আত্মা। 

45. বৌদ্ধমতে পঞ্চস্কন্ধ কি কি? 

উঃ- রূপ-দেহ, বেদনা- সুখ-দুঃখের অনুভূতি, সংজ্ঞা- প্রত্যক্ষ অনুভূতি, সংস্কার- পূর্বজন্মের অভিজ্ঞতার ছাপ, বিজ্ঞান- চেতনা।

 46. বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্য কি কি?

উঃ- জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির উপায় আছে। 

47. বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্যকে একত্রে কি বলা হয়? 

উঃ- চত্বারিআর্যসত্তানি।

48. বৌদ্ধ ধর্মের কয়টি শাখা ও কি কি?

উঃ- দুটি।যথা- হীনযান ও মহাযান।

49. বৌদ্ধ সম্প্রদায় কয়টি ও কি কি?

উঃ- চারটি। যথা-বৈভাষিক, সৌতান্ত্রিক, মাধ্যমিক, যোগাচার। 

50. বৈশেষিক মতে পদার্থ কয়টি?

উঃ- সাতটি। যথা- দ্রব্য,গুণ, কর্ম, সামান্য, বিশেষ,সমবায় ও অভাব।

দর্শন শব্দের অর্থ | ভারতীয় দর্শন | Class -11, Semester 1 | P-2, Philosophy Notes

51. ন্যায় মতে গুণ কয়টি ও কি কি? 

উঃ- চব্বিশটি। যথা-  রূপ, রস, ,গন্ধ, স্পর্শ, শব্দ, সংখ্যা, পরিমাণ,পৃথকত্ব, সংযোগ,বিভাগ, পরত্ব, অপরত্ব,দ্রব্যত্ব,স্নেহত্ব,বুদ্ধি, ইচ্ছা,দ্বেষ, গুরুত্ব, ধর্ম,অধর্ম,সংস্কার, সুখ,দুঃখ। 

52. আস্তিক কাদের বলা হয়?

উঃ- যে সম্প্রদায় বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করে। 

53. একটি আস্তিক দর্শন এর উদাহরণ দাও।

উঃ- বেদান্ত।

54. সাধারণ অর্থে যারা ঈশ্বর বিশ্বাসী নয় তাদের কি বলা হয়?

উঃ- নাস্তিক। 

55. বেদবিরোধী দর্শনকে কি দর্শন বলা হয়?

উঃ- নাস্তিক দর্শন।

56. একটি বেদবিরোধী দর্শন এর উদাহরণ দাও।

উঃ- বৌদ্ধ দর্শন।

57. চরমপন্থী নাস্তিক দর্শন কোনটি?

উঃ- চার্বাক দর্শন। 

58. আস্তিক দর্শন গুলির বিকাশ হয় কাদের কেন্দ্র করে? 

উঃ- বেদ ও উপনিষদকে কেন্দ্র করে। 

59. ভারতীয় দর্শনের উৎস হিসেবে ঘোষণা করা হয় কাকে?

উঃ- উপনিষদকে।

60. বেদের বিভাগ করেছেন কে? 

উঃ- ব্যাসদেব।

62. ব্যাসদেবের অপর নাম কি? 

উঃ- বেদব্যাস। 

63. বেদের প্রথম অংশের নাম কি? 

উঃ- সংহিতা।

64. বেদের শেষ অংশের নাম কি? 

উঃ- উপনিষদ।

65. উপনিষদকে কি বলা হয়?

উঃ- জ্ঞানকাণ্ড।

66.বেদানুগত দর্শন কি?

উঃ- বেদকে সরাসরিভাবে প্রামাণ্য বলে স্বীকার করে।

67. বেদের উপর সাক্ষাৎ ভাবে প্রতিষ্ঠিত নয় কারা? 

উঃ- বেদ স্বতন্ত্র। 

68. সাংখ্য দর্শনের প্রধান ভাষ্যকার কে?

উঃ- বাচস্পতি মিশ্র।

69. সাংখ্য দর্শন কি নামে পরিচিত? 

উঃ- নিরীশ্বর সাংখ্য।

70. কোন দর্শন দ্বৈতবাদী দর্শন?

উঃ- সাংখ্য দর্শন। 

71. সাংখ্যকে দ্বৈতবাদী কেন বলা হয়?

উঃ- কারণ তারা জগতের যে দুটি মূল তত্ত্বকে স্বীকার করেছেন তা হলো প্রকৃতি ও পুরুষ।

72. পুরুষ ও প্রকৃতির মধ্যে পার্থক্য কি?

উঃ- পুরুষ সচেতন ও প্রকৃতি অচেতন। 

73. সাংখ্য দর্শনে পুরুষ কি কি?

উঃ- নিত্য,শুদ্ধ ও মুক্তচৈতন্যস্বরূপ। 

74. ত্রিগুণের সাম্যাবস্থা কি নামে পরিচিত?

উঃ- প্রকৃতি।

75. ত্রিগুণ কি কি?

উঃ- সত্ত্ব, রজঃ ও তমঃ।

76. সত্ত্ব গুণের বৈশিষ্ট্য গুলি কি কি? 

উঃ- সুখ উৎপাদক, লঘুতা ও প্রকাশক। 

77.রজঃগুণ এর বৈশিষ্ট্য কি কি? 

উঃ- দুঃখ উৎপাদক ও চঞ্চলতা। 

78. তমোগুণ এর প্রকাশক কি কি?

উঃ- ভারী ও আলস্যতা।

79. মোহের কারণ কি? 

উঃ- তমঃ গুণ। 

80. পুরুষ বলতে কী বোঝায়?

উঃ- সচেতন আত্মা।

81. সাংখ্য দর্শনে মোট স্বীকৃত তত্ত্ব কয়টি? 

উঃ- 25 টি। 

82. সৎকার্যবাদী দর্শন কাকে বলা হয়? 

উঃ- সাংখ্য।

83. মুক্তিকে কৈবল্য বলা হয় কোন দর্শনে?

উঃ- সাংখ্য দর্শনে। 

84. সাংখ্য দর্শনে কাকে প্রসবধর্মী বলা হয়?

উঃ- প্রকৃতি। 

85. কোন আস্তিক দর্শন বেদে বিশ্বাসী হয়েও সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয়? 

উঃ- যোগ।

86. যোগ দর্শন অন্য কি নামে পরিচিত? 

উঃ- সেশ্বর সাংখ্য।

87.”পাতঞ্জল দর্শন” কোন দর্শনকে বলা হয়? 

উঃ- যোগ দর্শন। 

88. যোগ দর্শনের প্রধান গ্রন্থ কোনটি?

উঃ- যোগসুত্র। 

89. যোগ দর্শনের প্রধান ভাষ্যকার কে?

উঃ- বেদব্যাস। 

90. বেদব্যাস রচিত ভাষ্যগ্রন্থ কোনটি?

উঃ- ব্যাসভাষ্য।

91. যোগ দর্শনের সঙ্গে মিল লক্ষ্য করা যায় ভারতীয় কোন দর্শনের?

উঃ- সাংখ্য দর্শনের। 

92. যোগ দর্শনের লক্ষ্য কি?

উঃ- চিত্ত বা মনের চাঞ্চল্য নিবৃত্তি।

93. চিত্তবৃত্তি নিরোধ কোন দর্শনের লক্ষ্য?

উঃ- যোগ।

94. যোগ সাধনা কোন দর্শনের উদ্দেশ্য?

উঃ- যোগ।

95.অষ্টযোগাঙ্গ কোন দর্শনে স্বীকৃত? 

উঃ- যোগ।

96. যোগাঙ্গ কি?

উঃ- অষ্টাঙ্গ যোগ।

97. পতঞ্জলির মতে যোগ কি?

উঃ- চিত্তবৃত্তি নিরোধ।

98. যোগ মতে পঞ্চ ক্লেশ কী?

উঃ- অবিদ্যা,অস্মিতা, রাগ,দ্বেষ, অভিনিবেশ।

99. পঞ্চ নিয়ম কি কি? 

উঃ- শৌচ, সন্তোষ, তপঃ,স্বাধ্যায়,ঈশ্বর-প্রাণিধান। 

100. পঞ্চবিংশতিতত্ত্ব ছাড়াও যোগদর্শনে অতিরিক্ত কোন তথ্য স্বীকৃত?

 উঃ- ঈশ্বর।

 101.যোগ দর্শনের মতে মুক্তি কি?

 উঃ- ধর্মজ্ঞান। 

102. যোগ দর্শনে কোন প্রমাণ স্বীকৃত নয়?

 উঃ- অনুপলব্ধি।

103. কোন দর্শনকে অক্ষপাত দর্শন বলা হয়?

 উঃ- ন্যায় দর্শনকে। 

104. ন্যায় দর্শনকে ন্যায় শাস্ত্র কেন বলা হয়? 

 উঃ- ন্যায় সম্পর্কে আলোচনা করা হয় বলে। 

105. ন্যায় দর্শনকে বস্তুবাদী দর্শন বলার কারণ কি?

উঃ- এই দর্শনে বস্তুর জ্ঞাননিরপেক্ষ সত্তা স্বীকার্য। 

106. ন্যায়ের মতে প্রতিটি জ্ঞানের আবশ্যিক শর্ত গুলি কি কি? 

উঃ- প্রমেয়, প্রমাতা, প্রমাণ। 

107. ন্যায় মতে ঈশ্বর কি?

উঃ- জগতের স্রষ্টা,রক্ষাকর্তা ও সংহারকর্তা।

108. ন্যায় মতে মুক্তির অপর নাম কি?

উঃ- অপবর্গ।

109. ন্যায় মতে অপবর্গ মুক্তি কি?

উঃ- দুঃখের আত্যন্তিক নিবৃত্তি।

110. দুঃখের মূল কারণ কি?

উঃ- মিথ্যা জ্ঞান।

111. ” আত্মার প্রত্যক্ষ সম্ভব “-এই মত কাদের?

উঃ- নব্য ন্যায়ের।

112. “আত্মার প্রত্যক্ষ সম্ভব নয়, তা অনুমানসিদ্ধ”- একথা বলেন কারা?

উঃ- প্রাচীন ন্যায়।

113. বৈশেষিক দর্শনের প্রধান গ্রন্থের নাম কি?

উঃ- বৈশেষিক সূত্র।

114. বৈশেষিক দর্শনের প্রধান ভাষ্যকার কে?

উঃ- প্রশস্ত পাদ।

 115. প্রশস্তপাদ রচিত ভাষ্য গ্রন্থ কোনটি?

উঃ- পদার্থ-ধর্ম- সংগ্রহ। 

116. সমানতন্ত্র দর্শন কোনটি?

উঃ- ন্যায় বৈশেষিক।

 117. ন্যায় ও বৈশেষিক দর্শনের মধ্যে একটি পার্থক্য লেখ।

উঃ- ন্যায় দর্শন চারটি এবং বৈশেষিক দর্শন দুটি প্রমাণ স্বীকার করে।

118. কোন দর্শনকে “প্রমেয়শাস্ত্র” বলা হয়?

উঃ- বৈশেষিক দর্শনকে।

119. বৈশেষিক মতে প্রমাণ কয়টি?

উঃ- দুইটি।

120. বৈশেষিক মতে সপ্তম পদার্থ কোনটি?

উঃ- অভাব।

121. ভাব পদার্থ কয়টি?

উঃ- ছয়টি।

122. বৈশেষিক মতে দ্রব্য কত প্রকার?

উঃ- নয় প্রকার। 

123. গুণ কি?

উঃ- একটি ভাব পদার্থ।

124. বৈশেষিক মতে ক্ষিতির বিশেষ গুণ কোনটি?

উঃ- গন্ধ। 

125. বৈশেষিক দর্শনের নাম বৈশেষিক হওয়ার কারণ কি? 

উঃ- “বিশেষ” পদার্থ স্বীকৃত বলে। 

126. কোন দার্শনিক অভাবকে পদার্থ রূপে স্বীকার করেন? 

উঃ- ন্যায় বৈশেষিক। 

127. বৈশেষিক মতে কর্ম কি?

উঃ- দ্রব্যাশ্রিত ভাব পদার্থ।

128. বৈশেষিক মতে কর্ম কত প্রকার?

উঃ- পাঁচ প্রকার।

129. পরমাণুবাদী দর্শন কাকে বলা হয়?

উঃ- বৈশেষিক দর্শনকে।

130. বৈশেষিক দর্শনে কিসের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়?

উঃ- পরাতত্ত্বের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

131. সাংখ্য পঞ্চবিংশতিতত্ত্ব যোগদর্শনে স্বীকৃত আছে কি?

উঃ- স্বীকৃত।

132. নিরীশ্বর সাংখ্য কি?

উঃ- সাংখ্য  দর্শন। কেননা এরা ঈশ্বর মানে না। এরা “প্রকৃতি ও  পুরুষ”- জগতের মূল তত্ত্ব স্বীকার করেছেন,তাই এরা দ্বৈতবাদী দর্শন।

ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ  Part- 2 Click Here

1 thought on “ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ | Class XI Philoshopy Notes, Semester-I | Part- I”

  1. Pingback: ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ | Class XI Philoshopy Notes, Semester-I | Part- 2 - Class Ghar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top