একাদশ শ্রেণীর পাশ্চাত্য দর্শনের “দর্শনের স্বরূপ ও শাখাসমূহ” অধ্যায়ের নোটস।\
দর্শনের স্বরূপ ও শাখাসমূহ
১. “দর্শন হলো বস্তুর স্বরূপ সম্পর্কিত জ্ঞান”- একথা কে বলেছেন?
উঃ- প্লেটো।
২. “দর্শন হল নিত্যের এবং বস্তুর মূল স্বরূপের জ্ঞানলাভের অনুসন্ধান”- একথা কে বলেন?
উঃ- প্লেটো।
৩. “দর্শন হল জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার বিচার বা সমালোচনা”- একথা কে বলেছেন?
উঃ- বিচারবাদী দার্শনিক কান্ট।
৪. “দর্শন হল জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান”- কে বলেছেন?
উঃ- ফিকতে।
৫. “দর্শন হল সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান”- উক্তিটি কার?
উঃ- কোঁতে।
৬. “দর্শন হল বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান”- কথাটি কে বলেছেন?
উঃ- হারবার্ট স্পেনসার।
৭. “দর্শন হল সকল বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি”- কথাটি কার?
উঃ- অধ্যাপক পলসন।
৮. “দর্শন আকস্মিক নয়, অলৌকিক কিছু নয় বরং অনিবার্য ও স্বাভাবিক”- উক্তিটি কার?
উঃ- পেরি।
৯. “দর্শন হল বিজ্ঞানের মূল প্রত্যয়গুলির বিচারমূলক আলোচনা”- উক্তিটি কার?
উঃ- রাসেল।
১০. “দর্শন হল সত্যের প্রতি অনুরাগ”- উক্তিটি কার?
উঃ- মারভিন।
দর্শন শব্দের অর্থ | ভারতীয় দর্শন | Class -11, Semester 1 | P-1, Philosophy Notes
১১. “দর্শন হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি”- কথাটি কারা বলেছেন?
উঃ- ভারতীয় দার্শনিক সম্প্রদায়।
১২. “দর্শন হল বিশুদ্ধ সত্তার জ্ঞান”- উক্তিটি কার?
উঃ- অ্যারিস্টটল।
১৩. “সংশয় হল দর্শনের জনক”/ “সংশয় থেকে দর্শনের সৃষ্টি” – উক্তিটি কার?
উঃ- ডেকার্ট।
১৪. “বিস্ময় হল দর্শনের জনক”- উক্তিটি কার?
উঃ- প্লেটো।
১৫. “দর্শন হল ভাষার সমালোচনা”- কথাটি কে বলেছেন?
উঃ- এ.জে আয়ার।
১৬. দর্শনের প্রধান শাখা গুলি কি কি?
উঃ- অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, সমাজদর্শন, রাষ্ট্রদর্শন, মূল্যবিদ্যা, যুক্তিবিদ্যা।
১৭. অধিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি?
উঃ- Metaphysics
১৮. “Metaphysics” শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে?
উঃ- “Meta” ও “physics” দুটি গ্রীক শব্দ থেকে।
১৯. “Meta” শব্দের অর্থ কি?
উঃ- পরে বা অতিক্রান্ত হওয়া।
২০. “Physics” শব্দের অর্থ কি?
উঃ- দৃশ্যমান জগত।
ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ | Class XI Philoshopy Notes, Semester-I | Part- I
২১. দৃশ্যমান জগতের অতীত আলোচনাকে কি বলা হয়?
উঃ- অধিবিদ্যা।
২২. ইন্দ্রিয় গ্রাহ্য জগতের আড়ালে অতীন্দ্রিয় জগতের আলোচনা করে কে?
উঃ- অধিবিদ্যা।
২৩. “দর্শন ও অধিবিদ্যা অভিন্ন”- কথাটি কে বলেছেন?
উঃ- প্লেটো।
২৪. জ্ঞান বিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি?
উঃ- Epistemology।
২৫. “Epistem” কথার অর্থ কি?
উঃ- জ্ঞান।
২৬. জ্ঞানের উৎস, জ্ঞানের শর্ত, সীমা, বৈধতা ইত্যাদি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় দর্শনের কোন শাখায়?
উঃ- জ্ঞান বিদ্যায়।
২৭. “দর্শন ও জ্ঞান বিদ্যা অভিন্ন”- কে বলেছেন?
উঃ- কান্ট।
২৮. নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি?
উঃ- Ethics।
২৯. “Ethics” কোন শব্দ থেকে এসেছে?
উঃ- গ্রিক শব্দ ” ethica” থেকে।
৩০. “Ethica” শব্দটি কোথা থেকে এসেছে?
উঃ- ল্যাটিন শব্দ “ethos” থেকে।
৩১. “Ethos” এর অর্থ কি?
উঃ- আভাস, রীতিনীতি, আচার-আচরণ।
৩২. দর্শনের কোন শাখা মানুষের জীবনের নৈতিক চরিত্র, আচার-আচরণ, অভ্যাস, রীতিনীতি, ভালো-মন্দ ইত্যাদি দিক নিয়ে আলোচনা করে?
উঃ- নীতিবিদ্যা।
৩৩. যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি?
উঃ- Logic।
৩৪. “Logic” শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উঃ- গ্রিক শব্দ “logike” থেকে।
৩৫. “Logike” শব্দটি কোথা থেকে এসেছে?
উঃ- ল্যাটিন শব্দ ” logos” থেকে।
৩৬. “Logos” শব্দের অর্থ কি?
উঃ- চিন্তা বা ভাষা।
৩৭. ভাষায় প্রকাশিত চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞানকে কি বলা হয় ?
উঃ- যুক্তিবিদ্যা।
৩৮. “জন্মগতভাবে প্রতিটি মানুষ দার্শনিক”- এটি কোন অর্থে বলা যায়?
উঃ- ব্যাপক অর্থে।
৩৯. “Philosophy” শব্দের প্রথম উদ্ভাবক কে?
উঃ- পিথাগোরাস।
৪০. দর্শন কে “first philosophy” বলেছেন কে?
উঃ- অ্যারিস্টটল।
চার্বাক কর্তৃক অনুমান, প্রমাণ, খন্ডন | Philosophy Notes, Class XI, New Syllabus
৪১. “জীবনের প্রয়োজনবোধ থেকেই দর্শনের উৎপত্তি”- উক্তিটি কার?
উঃ- ক্যানিংহাম।
৪২. দর্শনের আলোচ্য বিষয় কি?
উঃ- সমগ্র বিশ্ব জগৎ, জীবন ও অভিজ্ঞতা।
৪৩. “Theatetus” নামক গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো।
৪৪. আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কে?
উঃ- ডেকার্ট।
৪৫. কোন দেশকে পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয়?
উঃ- গ্রীস।
৪৬. দর্শন শাস্ত্রের আদি পুরুষ কে?
উঃ- থেলস।
৪৭. বিশ্ব জগতের মূল উপাদান কোনটি?
উঃ- জল।
৪৮. “জল হল জগতের মৌল উপাদান” কথাটি কে বলেছেন?
উঃ- থেলস।
৪৯. “আমি চিন্তা করি,সুতরাং আমি আছি”- কথাটি কে বলেছেন?
উঃ- ডেকার্ত।
৫০. “Metaphysics” শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অ্যারিস্টটল।
৫১. “Introduction to logic” -গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- কোপি।
৫২. “A system of logic” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- মিল।
৫৩. “নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শ নিষ্ঠ বিজ্ঞান”- উক্তিটি কার?
উঃ- লিলি।
৫৪. “সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল”- উক্তিটি কার?
উঃ- গিসবার্ট।
৫৫. ” The republic” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- প্লেটো।
৫৬. ” The critique of pure reason”-গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- কান্ট।
৫৭. “An essay concerning human understanding” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- লক।
৫৮. “যা সত্তা, তা বৌদ্ধিক এবং যা বৌদ্ধিক তাই সত্তা”- উক্তিটি কার?
উঃ- হেগেল।
৫৯. “দর্শন হল শাশ্বত বিষয়ের জ্ঞান”- উক্তিটি কার?
উঃ- হেগেল।
৬০. “দর্শন হল জাগতিক বস্তুসমূহের সার্বিক ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টা”- একথা কে বলেছেন?
উঃ- ওয়েবার।
ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ | Class XI Philosophy Notes | Semester- I
৬১. “দর্শনের কাজ হলো সংজ্ঞাকরণ”- এটি কে বলেছেন?
উঃ- এয়ার।
৬২. “দর্শন হলো ভাষাগত সমালোচনা”-উক্তিটি কার?
উঃ- উইটগেনস্টাইন।
৬৩. দর্শন চিন্তার উৎপত্তি হয়েছে কোথা থেকে?
উঃ- জীবনবোধ থেকে।
৬৪. ভারতীয় দর্শনে “দর্শন” শব্দটির অর্থ কি?
উঃ- আত্মদর্শন।
৬৫. দর্শনকে কি শাস্ত্র বলা হয়?
উঃ- সর্বব্যাপক শাস্ত্র।
৬৬. দর্শনের আলোচ্য বিষয় কি?
উঃ- সমগ্র বিশ্ব জগৎ, জীবন ও অভিজ্ঞতা।
৬৭. “আমি চিন্তা করি সুতরাং আমি আছি”- উক্তিটি কার?
উঃ- ডেকার্ত।
৫৮. কার্ল মার্কসের আদর্শ কি?
উঃ- সমভোগবাদ।
৫৯. “সমভোগবাদ” ও “শ্রেণীহীন সমাজ”- একথাটি কার?
উঃ- কার্ল মার্কসের।
৬০. “আমি আছি বা অস্তিত্বশীল বলেই আমি চিন্তা করি”- উক্তিটি কার?
উঃ- অস্তিত্ববাদীদের।
নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য | Class XI Philosophy Notes | MCQ Notes |
৬১. “বিজ্ঞান ছাড়া দর্শন হলো বিদেহী আত্মা,নিছক কবিতা” – কথাটি কে বলেছেন?
উঃ- ওয়েবার।
৬২. দর্শনের মূল ভিত্তিভূমি কোনটি?
উঃ- বিজ্ঞান।
৬৩. পরম সত্যকে কি বলা হয়?
উঃ- তত্ত্ব।
৬৪. “দৃষ্টিবাদ” নামকরণ করেন কে?
উঃ- অগাস্ট কোঁৎ।
৬৫. নব্য বস্তুবাদী একজন দার্শনিকের নাম বল।
উঃ- মন্টেগু।
৬৬. নব্য বস্তুবাদের প্রবক্তা কে?
উঃ- পেরি।
৬৭. দর্শনের পরিভাষায় জগতের ইন্দ্রিয়গ্রাহ্য রূপকে কী বলা হয়?
উঃ- অবভাস।
৬৮. বস্তুর বাহ্যরূপকে কী বলা হয়?
উঃ- অবভাসিত রূপ।
৬৯. বস্তুর আন্তররূপটির অপর নাম কি?
উঃ- অবভাস।
৭০. “সত্যম্ , শিবম্, সুন্দরম্” – এই তিনটি মানবজীবনের কি?
উঃ- পরম আদর্শ।
৭১. চিন্তার আদর্শ কোনটি?
উঃ- সত্যতা।
৭২. ইচ্ছার আদর্শ কোনটি?
উঃ- শিব বা কল্যাণ।
৭৩. যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কোনটি?
উঃ- অনুমান।
৭৪. ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলা হয়?
উঃ- যুক্তি।
৭৫. কোন দার্শনিক দুইপ্রকার যুক্তি পদ্ধতির কথা বলেছেন?
উঃ- অ্যারিস্টটল।
৭৬. যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলে?
উঃ- অবরোহ যুক্তি।
৭৭. যে যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যের মধ্যে নিহিত থাকে না তাকে কি যুক্তি বলে?
উঃ- আরোহ যুক্তি।
৭৮. হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় না কোন যুক্তিতে?
উঃ- আরোহ যুক্তিতে।
৭৯. যে যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য হয় সেটি কি যুক্তি?
উঃ- আরোহ যুক্তি।
৮০. যে যুক্তিতে আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা তাকে কি বলে?
উঃ- অবৈধ যুক্তি।
ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য | Philosophy Class XI, 7th Chapter
৮১. “নীতিবিদ্যা ভালো, সঠিক, উচিত ইত্যাদি শব্দের অর্থ নিয়ে আলোচনা করে”- কথাটি কে বলেছেন?
উঃ- লিলি।
৮২. “নৈতিকতার জনক” কে?
উঃ- সক্রেটিস।
৮৩. নীতিবিদ্যা মানুষের কোন ধরনের আচরণের নৈতিক বিচার করে?
উঃ- ঐচ্ছিক ক্রিয়া।
৮৪. নীতিবিদ্যা ও সৌন্দর্যবিদ্যা কার অন্তর্গত?
উঃ- মূল্যবিদ্যার অন্তর্গত।
৮৫. “নীতিশাস্ত্র হল একটি বিজ্ঞান বা মানুষের অন্তর্নিহিত আদর্শের সাধারণ আলোচনা”- উক্তিটি কার?
উঃ- ম্যাকেঞ্জির।
৮৬. “নীতিবিদ্যা অধিবিদ্যার উপর প্রতিষ্ঠিত”- কথাটি কে বলেছেন?
উঃ- হেগেল।
৮৭. “নন্দন” শব্দটির অর্থ কি?
উঃ- আনন্দ দান করা।
৮৮. “এই দুর্গটি সাদা রঙের”- এটি কি ধরনের অবধারণ?
উঃ- বস্তুগত অবধারণ।
৮৯. “এই দুর্গটি সুন্দর”- এটি কি ধরনের অবধারণ?
উঃ- মূল্যগত অবধারণ।
৯০. সৌন্দর্য, শিল্প, সৌন্দর্য সৃষ্টি এবং উপভোগ নিয়ে আলোচনা করা হয় কোথায়?
উঃ- নন্দনতত্ত্বে।
৯১. “যে মানুষ সমাজে বাস করে না, সে হয় পশু, নয়তো দেবতা”- উক্তিটি কে করেছেন?
উঃ- অ্যারিস্টটল।
৯২. সমাজের উৎপত্তি, গঠন, অগ্রগতি, বিকাশ নিয়ে দর্শনের কোন শাখা আলোচনা করে?
উঃ- সমাজদর্শন।
৯৩. “সমাজদর্শন হল সমাজবিজ্ঞান এবং দর্শনের মিলনস্থল”- কথাটি কে বলেছেন?
উঃ- গিসবার্ট।
৯৪. একজন সমাজতাত্ত্বিক দার্শনিকের নাম বল।
উঃ- গিসবার্ট।
৯৫. রাষ্ট্রদর্শনের আলোচনার প্রথম ও প্রধান প্রবক্তা কে?
উঃ- অ্যারিস্টটল।
৯৬. বর্ণনামূলক আলোচনা কিসের আলোচনা? রাষ্ট্রবিজ্ঞানের।
৯৭. প্লেটো তাঁর কোন গ্রন্থে বলেছেন, “ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত রাষ্ট্রই হচ্ছে আদর্শ রাষ্ট্র”?
উঃ- The Republic।
৯৮. কে রাষ্ট্রদর্শন সম্পর্কিত আধুনিক আলোচনার প্রবক্তা?
উঃ- ম্যাকিয়াভেলি।
৯৯. তত্ত্বমূলক কাজ, সমালোচনামূলক কাজ এবং সমন্বয়মূলক এই তিনটি কি ধরনের কাজের উদাহরণ?
উঃ- রাষ্ট্রদর্শনের কাজ।
১০০. রাষ্ট্র সম্পর্কিত মৌলিক ধারণা এবং নীতি নিয়ে আলোচনা করা কি ধরনের কাজ?
উঃ- তত্ত্বমূলক কাজ।
১০১. বিভিন্ন সামাজিক বিজ্ঞানে স্বীকৃত সত্যগুলির যৌক্তিকতা বিচার করা কি ধরনের কাজের উদাহরণ?
উঃ- সমালোচনামূলক কাজ।
১০২. মানুষের ধর্মসম্বন্ধীয় অভিজ্ঞতার তাৎপর্য এবং মূল্য নিরূপণ করা কার কাজ?
উঃ- ধর্ম-দর্শনের।
১০৩. “ধর্ম হল আত্মাসমূহের বিশ্বাস”- উক্তিটি কার?
উঃ- এডওয়ার্ড বার্নেট টাইলর।
১০৪. “ধর্ম হল সাধারণ মানুষের দর্শন”- মতবাদটি কার?
উঃ- হেগেলের।
১০৫. “দর্শনের লক্ষ্য হল উপলব্ধি, সত্যের আবিষ্কার, বিচারবুদ্ধির পরিতৃপ্তি”- উক্তিটি কার?
উঃ- টমসনের।
১০৬. “ধর্মীয় বিশ্বাস ও যুক্তির সমর্থনে দার্শনিক আলোচনাই হল ধর্ম দর্শন”- উক্তিটি কার?
উঃ- হিক।
১০৭. গণিত, যুক্তিবিজ্ঞান ইত্যাদিকে কি বলা হয়?
উঃ- আকারগত বিজ্ঞান।