রূপমূল বা রূপিমের সংজ্ঞা | এর শর্ত বা বৈশিষ্ট্য
রূপমূল বা
রূপিম হলো এক বা একাধিক স্বনিমের সমন্বয়ে গঠিত এমন অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক যা
পৌনঃপুনিক এবং যার অংশবিশেষের সঙ্গে অন্য শব্দের ধ্বনিগত ও অর্থগত সাদৃশ্য নেই।
উপরের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে রূপিমের চারটি শর্ত
লক্ষ্য করা যায়-
১. রূপিম এক
বা একাধিক ধ্বনির সমন্বয়ে গঠিত ক্ষুদ্রতম একক।
যেমন-
“আম” এই ধ্বনি সমষ্টি ভাষার একটি ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। একে ভাগ করা
যায় না অথবা ভাগ (আম-আ+ম) করলে তা অর্থহীন হয়ে পড়ে। তাই “আম” একটি
রূপিম বা রূপমূল। কিন্তু “আমসত্ত্ব” শব্দটিকে “আম” এবং
“সত্ত্ব” এই দুটি অর্থপূর্ণ ক্ষুদ্রতম এককে ভাগ করা যায়। তাই যেহেতু
“আমসত্ত্ব” ক্ষুদ্রতম একক নয় তাই তা রূপমূল নয়।
২. রূপমূল
একটি অর্থপূর্ণ হতে হবে।
যেমন-
“আম” একটি ক্ষুদ্রতম এবং অর্থপূর্ণ। “আমের” শব্দটি ভাঙলে পাই
আম+এর। এখানে “এর”এককটিও একটি রূপমূল। কারণ সাধারণভাবে “এর”
এককটির অর্থ বুঝিয়ে দেওয়া যায় না। কিন্তু আমরা মনে মনে অনুভব করতে পারি যে
“এর” একটি সম্বন্ধ পদের অর্থ বহন করছে। এই অর্থে প্রত্যয়,বিভক্তি, উপসর্গ ও রূপমূল।
৩. রূপমূল
একটিকে ভাষার মধ্যে বার বার ফিরে আসতে হবে অর্থাৎ তা পৌনঃপুনিক। যেমন- আম, আমসত্ত্ব, আমের প্রভৃতি
বিভিন্ন শব্দে “আম” এককটি বার বার ব্যবহৃত হয়েছে।
আবার
“আমের” শব্দের “এর” এককটির আমের,রামের, জামের প্রভৃতি
শব্দে পৌনঃপুনিক ব্যবহার ঘটেছে। তবে অনন্যসাধারণ রূপিম গুলি পৌনঃপুনিক নয়।
৪. রূপমূল
এককটির অংশবিশেষের সঙ্গে অন্য এককের ধ্বনিগত ও অর্থগত মিল থাকবে না।
যেমন-
“মাতৃচরণ” এবং “মায়ের চরণ” শব্দের তুলনায় দেখা যায়, “মাতৃচরণ” শব্দের “চরণ” অংশটি “মায়ের
চরণ” শব্দের সঙ্গে ধ্বনিগত ও অর্থগত মিল আছে। তাই “মাতৃ চরণ”
শব্দটি সবটা একটা রূপিম নয়।
উপরিউক্ত বৈশিষ্ট্য অনুযায়ী বলা যায় সব রূপিম শব্দ নয়
কারণ শব্দ ক্ষুদ্রতম একক না ও হতে পারে।আবার সব দল বা অক্ষর ও রূপিম নয় কারণ সব
অক্ষর অর্থপূর্ণ না ও হতে পারে। কিন্তু রূপমূল অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক
স্বাধীনভাবে
বা অন্য এককের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়।
- শব্দার্থের উপাদানমূল তত্ব নিয়ে আলোচনা করো
- বাংলা ভাষার উৎপত্তি সরলপথরেখা আলোচনা কর।
- সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা কতটা যুক্তিযুক্ত?
- “চার ভাষাবংশের দেশ ভারত”- আলোচনা করো |
- বাংলা ভাষার তিনটি পর্যায় বা স্তর আলোচনা করো |
- শৈলীবিজ্ঞান | শৈলীবিজ্ঞানের পরিভাষা |
- ভাষাবিজ্ঞান | সংজ্ঞা, ভাষার দিক, ভাষার মাত্রা, ভাষার পরিবর্তন |
- ভাষাবিজ্ঞানে প্রধান তিনটি শাখা আলোচনা করো