একাদশ শ্রেণী 2nd সেমিস্টারের বাংলা গানের ইতিহাস থেকে প্রশ্ন-উত্তর আলচনা

বাংলার গানের ইতিহাস
1. কার নেতৃত্বে ইয়ুথ ক্যালকাটা সোসাইটির যাত্রা শুরু হয়?
উঃ- রুমা গুহ ঠাকুরতা।
2. মান্নাদে-র প্রকৃত নামকী? শৈশবে ও পরে তিনি কাদের কাছে সংগীতের তালিম নেন?
উঃ- মান্নাদের প্রকৃত নাম প্রবোধ চদ্ৰ দে।
∆ শৈশবে তিনি তাঁর কাকা সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্ৰ দে-র কাছে এবং পরে দবীর খাঁ-র কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন।
3. কিশোর কুমারের প্রকৃত নাম কী?
উঃ- আভাস কুমার গাঙ্গুলি।
4. বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ডের নাম কী?
উঃ- গৌতম চট্টোপাধায়ের মহীনের ঘোড়াগুলি।
5. ফিউশান মিউজিক বলতে কী বোঝ?
উঃ- বিংশ শতকে ৬-৭-এর দশকের মূলত পণ্ডিত রবিশংকরের উদ্যোগে পাশ্চাত্য যন্ত্র সংগীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মিলনে এক নতুন ধরনের সাংগীতিক ধারার জন্ম হয়। একে ফিউশান মিউজিক বলে।
6. জনপ্রিয় মাইহার ব্যাণ্ডের শ্রষ্টা কে?
উঃ- ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
7. ঋত্বীক ঘটক পরিচালিত ‘কোমলগান্ধার’ ছবিটির সংগীত পরিচালক কে?
উঃ- জ্যোতিরিন্দ্র মৈত্র।
8. “ভারতবর্ষ সূর্যের এক নাম”, “ভারত আমার ভারতবর্ষ”- গানগুলি কে লিখেছেন?
উঃ- শিবদাস বন্দ্যোপাধ্যায়।
9. “We shall Overcome” -গানটির বঙ্গীকরণ কী? এটি কার রচনা?
উঃ- “আমরা করব জয়”।
∆ এটি রচনা করেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়।
10. শচীন দেব বর্মনের কন্ঠে গাওয়া ও সূর দেওয়া কয়েকেটি গানের নাম লেখ।
উঃ- “আমি টাকডুম টাকডুম বাজাই”, “শুন গো দখিন হাওয়া” প্রভৃতি।
11. অখিলবন্ধু ঘোষের গাওয়া কয়েকটি বিখ্যাত গানের নাম লেখ?
উঃ- “ও দয়াল বিচার কর”, “ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়”।
12. হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে গাওয়া কয়েকটি বিখ্যাত গানের নাম লেখ?
উঃ- “আমায় প্রশ্ন করে”, “নীড় ছোটো ক্ষতি নেই”, “ও নদী রে”।
13. মান্না দে-র কন্ঠে গাওয়া কয়েকটি বিখ্যাত বাংলা গানের নাম লেখ?
উঃ- ” কফি হাউসের সেই আড্ডা, “হাজার টাকার ঝাড়বাতিটা”, “আমি যে জলসাঘরে”।
14. শ্যামল মিত্রের কন্ঠে গাওয়া কয়েকটি বাংলা গান লেখ।
উঃ- “গানে ভুবন ভরিয়ে দেবো”, “তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন”।
15. নির্মলেন্দু চৌধুরী কোন ধারার বাংলা গানের জন্য বিখ্যাত? তাঁর কণ্ঠে- গাওয়া কয়েকটি বিখ্যাত বাংলা গানের নাম লেখ। নির্মলেন্দু-র সংকলিত গানের সংকলনটির নাম কী?
উঃ- লোক সঙ্গীত ধারা।
∆ “ভালো কৈরা বাজাও দোতারা”, “সোহাগ চাঁদ বদনী”, “বলি ও ননদী” প্রভৃতি।
∆ এপার বাংলা ওপার বাংলার গান।
16. গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্ঠে গাওয়া কয়েকটি বিখ্যাত গানের নাম লেখ।
উঃ- “বন্য বন্য এ অরণ্য”, “তখন তোমার একুশ বছর বোধ হয়”।
17. নির্মলা মিশ্রের কন্ঠে গাওয়া কয়েকটি বিখ্যাত বাংলা গানের নাম লেখ।
উঃ- “এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না”, “তোমার আকাশ দুটি চোখে”।
18. হৈমন্তী শুক্লার কন্ঠে গাওয়া কয়েকটি বাংলা গানের নাম লেখ।
উঃ- “আমার বলার কিছু ছিল না”, “চাঁদের পানে চেয়ে চেয়ে”।
19. কিশোর কুমারের লেখা কয়েকটি বাংলা গানের নাম লেখ।
উঃ- “আজ এই দিনটাকে”।
20. “এই পথ যদি না শেষ হয়”- গানটি কাদের কন্ঠে গাওয়া?
উঃ- হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়।
21. কয়েকজন প্রসিদ্ধ কীর্তনিয়ার নাম লেখ।
উঃ- কীর্তন সম্রাট নরোত্তম জানা, রাধারমন কর্মকার।
22. প্রথম বাংলা খেয়াল গানের চর্চা কে শুরু করেন? বাংলা খেয়াল গানের ধারায় একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নাম লেখ।
উঃ- রঘুনাথ রায়।
∆ উল্লেখযোগ্য ব্যক্তি হলেন তারাপদ চক্রবর্তী।
23. রাগপ্রধান নামকরণ কে করেন?
উঃ- সুরেশচন্দ্র চক্রবর্তী।
24. বাংলা সঙ্গীতের মধ্যে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম গীত শৈলী কোনটি?
উঃ- ধ্রুপদ সঙ্গীত।
25. গরু বা মহিষের গাড়ির চালককে উদ্দেশ্য করে যে গান গাওয়া হতো তাকে কি বলে?
উঃ- গাড়োয়ালি।
26. নিখিল ব্যানার্জি যে বাদ্যযন্ত্রটি বাজাতেন তার নাম কি ?
উঃ- সেতার।
27. বিষ্ণুপুর ঘরানা কোন আমলে প্রসিদ্ধ লাভ করে?
উঃ- মল্ল বংশের রাজা রাজ মল্লের সময়।