সাধারন বিরোধিতা ও অ্যারিস্টোটলের বিরোধিতার পার্থক্য | Philosophy Note PDF | ClassGhar |


সাধারন বিরোধিতা ও অ্যারিস্টোটলের বিরোধিতার পার্থক্য


সাধারন বিরোধিতা
অ্যারিস্টোটলের বিরোধিতার পার্থক্য 


 

সাধারন বিরোধিতা

অ্যারিস্টোটলের বিরোধিতা

1

সাধারণ
বিরোধিতা চার প্রকার।

যথা
বিপরীত ,অধীন বিপরীত ,অসম এবং বিরুদ্ধ বিরোধিতা

 

অ্যারিস্টোটলের
বিরোধিতা দুই প্রকার। যথাবিপরিত বিরুদ্ধ

 

2

এই
বিরোধিতায় (A+E) বচনের মধ্যে উপরের বাহুতে বিপরীত বিরোধিতা দেখানো হয়েছে

এই
বিরোধিতারয় উপরের বাহুতে A+O  বচনের
মধ্যে বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা দেখানো হয়েছে

 

3

এখানে
(A+O)বচনের মধ্যে কোনাকুনি দীর্ঘতম লাইনের মাধ্যমে বিরুদ্ধ বিরোধিতার স্বীকৃত হয়েছে।

 

এখানে(A+E)
বচনের মধ্যে কোনাকুনি দীর্ঘতম লাইনের মাধ্যমে বিপরীত বিরোধিতা স্বীকৃত হয়েছে।

 

4

এখানে
অধীন বিপরীত বিরোধিতা স্বীকৃত হয়েছে।

এখানে অধীন বিপরীত বিরোধিতা অস্বীকৃত হয়েছে

5

এই
বিরোধিতায় অসম বিরোধিতা পরিমাণের ভিত্তিতে স্বীকৃত হয়েছে

 

এখানে
অসম বিরোধিতায় সম্বন্ধযুক্ত দুটি বচন এর মধ্যে গুণের পার্থক্য না থাকায় এর দুটি বচন একসঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে, তাই এটি অস্বীকৃত হয়েছে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *