বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসুর অবদান
বিজ্ঞানকে গবেষণার বিষয় করে যে সমস্ত বাঙালি সাধক বিজ্ঞান ক্ষেত্রে অসাধ্য
সাধন করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আচার্য জগদীশচন্দ্র বসু। 1858 খ্রিস্টাব্দে
13 ই নভেম্বর তিনি বাংলাদেশের বিক্রমপুর জেলার রাঢ়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার সময় থেকেই বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের
কাজে হাত লাগান। পদার্থবিজ্ঞানের একনিষ্ঠ গবেষক জগদীশচন্দ্র তার গবেষণার প্রথম পর্যায়ে
তারের যোগ সূত্র ছাড়াই শব্দ সংকেত প্রেরণের উপায় অনুসন্ধান করেন। বহু পরিশ্রম ও সাধনায়
সেই বিষয়ে তিনি সফল হন। তার আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে তার ছাড়াই এক স্থান থেকে
অন্য স্থানে শব্দসংকেত পাঠানো সম্ভব হয়। বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের সাহায্যেই তিনি
বিনা তারে এই শব্দসংকেত পাঠিয়েছিলেন। এই গবেষণার স্বীকৃতিস্বরূপ লন্ডন বিশ্ববিদ্যালয়
তাকে “ডক্টর অফ সায়েন্স” উপাধিতে সম্মানিত করেন।
জগদীশচন্দ্র বসুর গবেষণার অন্যতম বিষয় ছিল অন্যান্য জীবের মত উদ্ভিদেরও
প্রাণ আছে তা বিজ্ঞানসম্মত উপায়ে প্রমাণ করা। গাছ কে কষ্ট দিলে গাছ যে কষ্ট পায় অর্থাৎ
গাছের ও চেতনা বা অনুভূতি আছে তা তিনি হাতে-কলমে প্রমাণ করে দেখিয়েছেন। ব্রোমাইড নামক
এক প্রকার বিষের সংস্পর্শেই গাছ কিভাবে যন্ত্রণাকাতর হয় এবং মৃত্যুবরণ করে তা তিনি
সবার নজরে আনেন।
গবেষণার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি দেশ-বিদেশের নানা সম্মান
লাভ করেন। 1917 সালে বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য তিনি “বসু বিজ্ঞান মন্দির”
নামে কলকাতায় একটি সংস্থা তৈরি করেন। নিজ ব্যয়ে দেশীয় কারিগর দিয়ে বৈজ্ঞানিক গবেষণার
যন্ত্রপাতি তৈরি করান। আকাশ স্পন্দন ও আকাশ সম্ভব জগত, বিদ্যুৎ তরঙ্গ, জীব ও জড় ও ইত্যাদি বিষয়ে তার বিচিত্র মূল্যবান গবেষণা বিজ্ঞান ক্ষেত্রকে
প্রসারিত করে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ গুলির মধ্যে রয়েছে “Plant responses
as a means of psychological Investigation”, “phychology of
Photosynthesis”, “Nervous mechanism of plants” এবং অবশ্যই বাংলায়
লেখা মূল্যবান গ্রন্থ “অব্যক্ত”। কেস্কোগ্রাফ, স্পিগমোগ্রাফ, পোটোমিটার ও
ফটোসিন্থেটিক বাবলার নামক স্বয়ংলেখ যন্ত্র আবিষ্কার তার অসামান্য অবদান। বাঙালি বিজ্ঞান
সাধক হিসেবে তাঁর অবদান অবিস্মরণীয়।
- বিজ্ঞানচর্চায় বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো
- বাঙালি চিকিৎসাবিদ্যায় কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (বসু) এর অবদান
- বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো
- সংগীতে সলিল চৌধুরীর অবদান বর্ণনা করো
- বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান বর্ণনা করো
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান লেখ
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান
- বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান লেখ
- বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখ
- বাংলা চিত্রকলা চর্চায় যামিনী রায়ের অবদান লেখ
- চিত্রকলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখ
- বাংলা চিত্রকলা চর্চায় ধারায় রামকিঙ্কর বেইজের অবদান লেখ
- বাংলা গানের কাজী নজরুল ইসলামের অবদান লেখ
- বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথের অবদান লেখ
- বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের ভূমিকা লেখ
- বাংলা গানের ইতিহাসে মান্না দের অবদান লেখ
- বাংলা গানের ইতিহাসে অতুলপ্রসাদ সেনের ভূমিকা