“ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার/একলাই
না কি?”- আলেকজান্ডার কে? এই প্রশ্নের তাৎপর্য কি? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। দ্বাদশ শ্রেণি। Note With PDF।
গ্রীক বীর আলেকজান্ডার ছিলেন প্রবল প্রতাপান্বিত
গ্রীক সম্রাট। তার পিতার নাম ফিলিপ। 330 খ্রীষ্টপূর্বাব্দে পারস্য সম্রাট দরায়ূসকে
পরাজিত করে তিনি কাবুল পৌঁছান। 326 খ্রিস্টপূর্বে তিনি সিন্ধু অতিক্রম করে ভারত আক্রমণ
করেন। বহু ছোট ছোট রাজা তার বশ্যতা স্বীকার করে। কিন্তু
রাজা পুরুর সঙ্গে কঠিন সংগ্রামে তাকে
জয়ী হতে হয়। সামরিক কৌশল এবং পদ্ধতির জন্য তিনি পৃথিবী বিখ্যাত।
কবি গুরু বলেছেন- “কথা কও ,কথা কও, অনাদি অতীত”।
কবি বের্টোল্ট ব্রেখ্ট-এর “পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন” কবিতায় সেই
সুদূর অতীত যেন আপন সুরে কথা বলে ওঠে।ইতিহাসের পাতায় লিপিবদ্ধ সেই অতীতের কথা থেকে
আমাদের সামনে খুলে যায় এক অনাবিষ্কৃত অধ্যায়। স্পষ্ট হয়ে ওঠে ইতিহাসের এক দেশদর্শীতা
বা সীমাবদ্ধতা। প্রসঙ্গক্রমে কবি আলেকজান্ডারের ভারত বিজয়ের কাহিনী উল্লেখ করে লেখেন
যে-
গ্রীক বীর আলেকজান্ডার
ভারত জয় করেছিলেন। এই বিজয়ের উজ্জ্বল ইতিহাসের অন্তরালে ঢাকা পড়ে গেছে কত সৈনিকের
আত্মত্যাগের সুমহান ঘটনা। যে আত্মত্যাগ ছাড়া আলেকজান্ডারের ভারত জয় অসম্ভব হয়ে উঠত
অথচ ইতিহাসে সেইসব নেপথ্য নায়কদের নাম উল্লেখ পর্যন্ত নেই। চির চলমান ইতিহাসে তারা
উপেক্ষিতই রয়ে গেল।
আমরা জানি, যে কোন সৃষ্টি, উত্থান অথবা নির্মাণ-
সবকিছুর মূলে লুকিয়ে থাকে শ্রমজীবী মানুষের আত্মত্যাগ। তাদের দুই হাতের আঙ্গুলের ছোঁয়ায়
তিল তিল করে গড়ে ওঠে সভ্যতার তিলোত্তমা রূপ। কিন্তু কেউ তাদের রক্ত, ঘাম আর চোখের
জলের কথা মনে রাখেনা। প্রচলিত ইতিহাস রাজা,বাদশা সম্রাট বা প্রভুত্বকামী শক্তির গৌরব
ঘোষণা করে। তাই সাত দরজাওয়ালা থিবস হোক, ঝকঝকে লিমা বা চীনের প্রাচীর- এসবের আসল কারিগরদের
সম্পর্কে ইতিহাস কঠোরভাবে নীরব থাকে।উদ্ধৃত প্রশ্নটির মাধ্যমে কবি ইতিহাসের সেই একদেশদর্শিতার
কলঙ্কময় দিকটির প্রতি সচেতন পাঠকের মনোযোগ আকর্ষণ করতে চেয়েছেন।
- বিভাব নাটকে শম্ভু মিত্রের নাট্য ভাবনা এবং নাট্যরীতির অভিনবত্ব সম্পর্কে আলোচনা করো।
- “নামের দিক থেকে আমাদের একটা সামান্য আপত্তি আছে”- মন্তব্যের কারণ আলোচনা করো।
- রূপনারাণের কূলে কবিতার ভাববস্তু আলোচনা করো
- ভারতবর্ষের গল্পে গ্রাম্য জীবনের চিত্র আলোচনা করো
- ভাতে হাত ডুবিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে”- সে সর্বনাম টি কাকে নির্দেশ করছে ? এই প্রসঙ্গে তাঁর ভাত খাওয়ার সুখ ও মর্মান্তিক দুঃখ-কষ্টের মিশ্র অনুভূতি নিজের ভাষায় লেখ
- নিখিলের চরিত্রটি আলোচনা করো | কে বাঁচায়, কে বাঁচে |
- “আমি কি তা দেখতে পাচ্ছিস নে”-উক্তিটির আলোকে গল্পটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখ।