বুলীয় ভাষ্য ও ভেনচিত্র | দ্বাদশ শ্রেণি সপ্তম অধ্যায় প্রশ্ন-উত্তর PDF সহ | ClassGhar |

 বুলীয় ভাষ্যও ভেনচিত্র। দ্বাদশ শ্রেণি সপ্তম অধ্যায় প্রশ্ন-উত্তর আলোচনা PDF সহ। বুলীয় ভাষ্য ও ভেনচিত্র অধ্যায়ে বুলীয় ভাষ্য কী? ভেনচিত্র কি?


 বুলীয় ভাষ্য ও ভেনচিত্র

       1.   আধুনিক বুলীয় ভাষ্যের  জনক কে?

Ans:-  জর্জ
বুল।

       2.  বুলীয় ভাষ্য কী?

Ans:-
বুলের নামানুসারে নিরপেক্ষ বচনের ভাষ্যকে বুলিও ভাষ্য বলে।

       3.   আধুনিক যুক্তি বিজ্ঞানের ভিত্তি কি?

Ans:-  বুলীয়
ভাষ্য।

       4.   ভেনচিত্র কি?

 Ans:- যুক্তি
বিজ্ঞানী
  জনভেন নিরপেক্ষ বচনকে
চিত্রের মাধ্যমে উপস্থাপন করার যে পদ্ধতি আবিষ্কার করেন তা ভেনচিত্র নামে পরিচিত।

        5.   শূন্যগর্ভ শ্রেণি বলতে কী বোঝো?

Ans:- যে
শ্রেণীর অন্তর্গত কোন ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই ,তাকে শূন্যগর্ভ শ্রেণি
বলে। যেমন- মৎস্যকন্যা, পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি।

        6.  নিশূণ্য /অশূণ্য /সাত্ত্বিক শ্রেণী বলতে কি বোঝো?

Ans:- যে
শ্রেণীর অন্তর্গত অন্তত একজন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব নির্দেশ করা বোঝায় তাকে অশূণ্য
শ্রেণী বলে। যেমন- চেয়ার,টেবিল, বই, মানুষ ইত্যাদি।

        7.   পরিপূরক শ্রেণী কাকে বলে?

Ans:- মূল
শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। যেমন- “মানুষ”- এই শ্রেণীর
পরিপূরক শ্রেণী হল অ-মানুষ।

        8.  একক শ্রেণী কাকে বলে?

Ans:-  যে শ্রেণি কেবলমাত্র একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব নির্দেশ করে তাকে
একক শ্রেণী বলে। যেমন- একজন মানুষ, একটি ফুল ইত্যাদি।

        9.     নিঃশূন্য বচন কাকে বলে?

Ans:- যে
বচনের উভয় পদ দ্বারা কমপক্ষে একজন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব বোঝায় তাকে নিঃশূন্য
বচন বলে। যেমন- বিজ্ঞ মানুষ।

        10.   অস্তিত্ব মূলক তাৎপর্য কি?

 Ans:- কোন বচনের মাধ্যমে যদি অন্তত কোনোএকটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব বোঝায়
তাকে অস্তিত্ব মূলক তাৎপর্য বলে।

1        11.   অস্তিত্ব মূলক দোষ কি?

 Ans:- যে বচন এর অস্তিত্ব মূলক স্বীকৃতি নেই সেই বচনকে আশ্রয় করে যদি এমন বচন
নিঃসৃত হয় যার অস্তিত্ব মূলক তাৎপর্য আছে তখন সেই যুক্তিতে যে দোষ দেখা যায় তাকে
অস্তিত্ব মূলক দোষ বলে।

          12.   কোন কোন বচন এর অস্তিত্ব মূলক স্বীকৃতি নেই বা সাত্বিক
ব্যঞ্জনা নেই?

Ans:- A
ও E বচনের(শূন্য শ্রেণি)।

        13.   কোন কোন বচন এর অস্তিত্ব মূলক স্বীকৃতি বা সাত্বিক ব্যঞ্জনা
আছে ?

Ans:- I
ও O বচনের (অশূন্য বচন)

        14.   শূন্যগর্ভ শ্রেণি বোঝাতে কি প্রতীক ব্যবহৃত হয় ?

Ans:- 0
(zero)

        15.   শূন্যগর্ভ শ্রেণির প্রথম প্রবক্তা কে?

Ans:-  জর্জ বুল।

        16.   পরস্পর ছেদী বৃত্ত কাকে বলে?

Ans:-  দুটি বৃত্ত যখন পরস্পর পরস্পরকে ছেদ করে তখন তাদের পরস্পর ছেদী বৃত্ত বলে।

        17.   আধুনিক ব্যাখ্যা অনুযায়ী কোন বচন শূন্য বচন  হয়?

Ans:- A
ও E বচন। এককথায় সামান্য বচন।

        18.   বুলীয় ভাষ্যের  ধারণাটির উৎস কি?

Ans:- বচনের
অস্তিত্ব মূলক তাৎপর্য ।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top