অবৈধ সামান্যীকরণ
দোষ / অপর্যবেক্ষণ দোষ। ষষ্ঠ অধ্যায়- মিশ্র ন্যায় বা যৌগিক যুক্তি। দ্বাদশ শ্রেণি দর্শন। Note with PDF.
অবৈধ সামান্যীকরণ দোষ / অপর্যবেক্ষণ দোষ-
আমরা জানি, কোনো ঘটনার প্রকৃত কার্য-কারণ সম্বন্ধ নির্ণয় করতে হলে ঘটনার
সদর্থক ও নঞর্থক-উভয় দৃষ্টান্ত ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার। কিন্তু অনেক সময় আমরা
কোন নঞর্থক দৃষ্টান্তকে গুরুত্ব না দিয়ে কতগুলো সদর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে অবাধ
অভিজ্ঞতার ভিত্তিতে ঘটনার কার্য-কারণ সম্বন্ধ অনুমান করলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে
অ-পর্যবেক্ষণ দোষ ঘটে। যেমন- আমি পর্যন্ত যতগুলো কাজ দেখেছি সবগুলো কালো। সুতরাং সব
কাক কালো।
যুক্তি– এটি একটি
লৌকিক আরোহ মূলক যুক্তি।
পদ্ধতি– এই যুক্তিতে
অন্বয়ী পদ্ধতি প্রয়োগে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে।
দোষ– উক্ত যুক্তিতে
অপর্যবেক্ষণ দোষ ঘটেছে বলা যায়।
ব্যাখ্যা– আমরা
জানি ,কোন ঘটনার প্রকৃত কার্য-কারণ সম্বন্ধ নির্ণয় করতে হলে ঘটনার সদর্থক এবং নঞর্থক
-উভয় দৃষ্টান্ত ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার। এখানে কতকগুলি কাককে কালো রংয়ের দেখে
অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কোন বিপরীত দৃষ্টান্তের কথা না ভেবে আমরা সিদ্ধান্ত করেছি
যে- সব কাক কালো।কিন্তু এটি ভুল।
কারণ- এখানে আমরা
শুধুমাত্র সদর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করেছি। কিন্তু কাক কালো ছাড়া অন্য রঙের যে
থাকতে পারে সেটা আমরা চিন্তা করিনি।অথচ জানা গেছে যে- অস্ট্রেলিয়ায় সাদা কাক আছে।
আমরা কিন্তু এই বিপরীত দৃষ্টান্তের কথা না ভেবে কতকগুলি কাক পর্যবেক্ষণ করে সব কাক
কালো এই সিদ্ধান্ত পর্যবেক্ষণ করায় যুক্তিটিতে অপর্যবেক্ষণ দোষ ঘটেছে।
উদাহরণ-
1. বহু লোক বিছানায়
শুয়ে মারা গেছে। সুতরাং বিছানায় শোয়া মৃত্যুর কারণ।
2. আমি এ পর্যন্ত
যতগুলি লালফুল দেখেছি সবগুলির গন্ধ নেই। সুতরাং লালফুল মাত্রেই গন্ধহীন।
3. বহুলোক সর্প
দংশনে মারা গেছে। সুতরাং সর্প দংশন মারাত্মক।
4. এই কলেজের যতজন
ছাত্রীকে চিনি তারা সবাই গান গায়।সুতরাং এই কলেজের সব ছাত্রী সুগায়িকা।
5. এ পর্যন্ত যত
সাদা ফুল দেখেছি সেগুলি রাতে ফোটে। অতএব সব সাদাফুল রাতে ফোটে।
6. টেলিগ্রাম অশুভ
কারণ টেলিগ্রাম মৃত্যু অথবা দুঃসংবাদ নিয়ে আসে।
7. আজকাল শিক্ষিতা
মহিলারা গৃহকর্মে বিমুখ। সুতরাং নারী শিক্ষায় উৎসাহ দেওয়া উচিত নয়।
- প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে?
এর গঠন কি? এটি কয় প্রকার ও কি কি? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি
কি? এর বৈধ মূর্তি কি? এর নিয়ম লঙ্ঘন জনিত দোষ গুলি কি কি? - সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে? ইহা কয় প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা সহ ব্যাখ্যা করো | ন্যায়ের যুক্তি গঠনের সিদ্ধান্ত নির্ণয় করার উপায় |
- বিভিন্ন সংস্থানের বৈধ মূর্তির নামগুলি কি কি?
- মূর্তি কি? মূর্তি কথাটির যুক্তি বিজ্ঞানে কয়টি অর্থে ব্যবহৃত হয়? দৃষ্টান্তসহ ব্যাখ্যা কর |