সত্যাপেক্ষ বচন কাকে বলে? সত্যাপেক্ষ বচন কয় প্রকার ও কি কি? সত্যাপেক্ষ– অষ্টম অধ্যায় সমস্ত প্রশ্ন-উত্তর | দর্শন দ্বাদশ শ্রেণি | ক্লাসঘর |
সত্যাপেক্ষ
1. সত্যাপেক্ষ বচন কাকে বলে?
যে যৌগিক বচনের সত্যমূল্য তার অঙ্গ বাক্যের সত্যমূল্যের উপর নির্ভর করে
তাকে সত্যাপেক্ষ বচন বলে।
2. সত্যাপেক্ষ বচন কয় প্রকার ও কি কি?
তিন প্রকার। যথা-স্বতঃসত্য, স্বতঃমিথ্যা ও আপতিক বচন।
● স্বতঃসত্য বচন– যে যৌগিক বচনে সত্যসারণীর মূল স্তম্ভের সারিগুলি সত্য হয়
তাকে বলে স্বতঃসত্য বচন।
● স্বতঃমিথ্যা বচন– যে যৌগিক বচনে সত্যসারণীর মূল স্তম্ভের সারি গুলি মিথ্যা হয় তাকে বলে স্বতঃমিথ্যা বচন।
● আপতিক বচন- যে যৌগিক বচনে সত্যসারণীর মূল স্তম্ভের সারি গুলিতে সত্য-মিথ্যার
মিশ্রণ থাকে তাকে আপতিক বচন বলে।
3. যোজক কি?
যে চিহ্ন বা অংশ দ্বারা যৌগিক বচনের দুটি উপাদান বাক্য যুক্ত করা হয় তাকে বলে যোজক।যেমন- যদি
তবে, অথবা, ও, এবং ইত্যাদি।
4. ধ্রুবক কি?
যৌগিক বচনের যোজক জ্ঞাপক চিহ্নকে ধ্রুবক বলে।
যেমন- “v” , “. “
5. সত্যাপেক্ষক কাকে বলে?
সত্যাপেক্ষ বচনের আকারকে সত্যাপেক্ষক বলে।
6. গ্রাহক কাকে বলে?
যে প্রতীক চিহ্নের স্থানে আমরা কোন পদ বা বচন বসাই তাকে গ্রাহক বলে।
7. গ্রাহক কয় প্রকার ও কি কি?
দুই প্রকার। যথা- পদ গ্রাহক ও বচন গ্রাহক।
● পদ গ্রাহক- যে প্রতীক চিহ্ন আমরা কোন পদের পরিবর্তে ব্যবহার করি তাকে পদ
গ্রাহক বলে।
যেমন- সকল মানুষ হয় মরণশীল।
এখানে “মানুষ” পদের পরিবর্তে P এবং “মরণশীল” পদের পরিবর্তে
Q বসাতে পারি। তাই P ও Q হল পদগ্রাহক প্রতীক।
● বচন গ্রাহক প্রতীক- যখন কোন প্রতীক চিহ্নের স্থানে আমরা কোন পদ বা বচন বসাই
তখন সেটি হল বচনগ্রাহক প্রতীক।
যেমন- P v Q
রাম যাবে অথবা শ্যাম যাবে।
8. যৌগিক বচন কয় প্রকার ও কি কি?
পাঁচ প্রকার। যথা- নিষেধক, সংযৌগিক, প্রাকল্পিক, বৈকল্পিক ও দ্বি-প্রাকল্পিক।
9. নিষেধক বচন কাকে বলে?
যে যৌগিক বচনে মূল বক্তব্যকে অস্বীকার করা বোঝায়, তাকে নিষেধক বচন বলে।
যেমন- আমি স্কুলে
যাব না।
বচন– এমন নয় যে আমি স্কুলে যাব।
● বচনের আকার– P (একে বলে
curl/negation)
10. সংযৌগিক বচন বা আপতিক বচন কাকে বলে
উদাহরণ দাও।
যে বচনে এবং, ও,
কিন্তু জাতীয় যোজক দ্বারা দুটি উপাদান বাক্য যুক্ত করা হয় তাকে সংযৌগিক বচন বলে।
যেমন- রাম যাবে এবং
শ্যাম যাবে।
● প্রতীকী আকার – P. Q ( . একে বলে dot)
11. প্রাকল্পিক বচন কী?
যে বচনে “যদি–তবে” জাতীয় যোজক দ্বারা দুটি উপাদান বাক্য যুক্ত
করা হয়, তাকে প্রাকল্পিক বচন বলে।
যেমন- যদি রাম আসে
তবে শ্যাম যাবে।
12. বৈকল্পিক বচন কি?
যে বচনে “হয়
বা না হয়”, “কিংবা”, “অথবা”- এই জাতীয় যোজক দ্বারা দুটি
উপাদান বাক্য যুক্ত করা হয় তাকে বৈকল্পিক বচন বলে।
যেমন- রাম যাবে অথবা
শ্যাম যাবে।
প্রতীকী আকার- P v Q (v একে বলে vel)
■ সত্য সারণী গঠনের নিয়ম-
i. যৌগিক বচনে একটি উপাদান বাক্য থাকলে সত্য সারণীর দুটি সারি হয়। যার
উপাদান বাক্যের নিচে একটি T এবং একটি F উপরনিচ পরপর বসে।
ii. যৌগিক বচনে দুটি উপাদান বাক্য থাকলে সত্য সারণীর চারটি সারি হয়। যার
প্রথমটির নিচে দুটি T এবং দুটি F এবং দ্বিতীয়টির নিচে একটি Tও একটি F পরপর বসে।
iii. তিনটি উপাদান বাক্য থাকলে আটটি সারি হবে। যার প্রথমটির নিচে চারটি T
এবং চারটি F, দ্বিতীয়টির নিচে দুটি Tএবং দুটি F এবং তৃতীয়টির নিচে একটি T ও একটি
F হবে।
● সংকেত কি?
সংকেত হলো একটি কৃত্রিম চিহ্ন।
● নির্দেশক স্তম্ভ কি?
যে স্তম্ভের নির্দেশ অনুসারে সত্যসারণীর মূল স্তম্ভের সত্য মূল্য নির্ধারণ
করা হয়, তাকে নির্দেশক স্তম্ভ বলে।
● ফল স্তম্ভ বা প্রধান স্তম্ভ কি?
সত্য সারণির যে স্তম্ভটি থেকে সত্য মূল্য নির্ধারণ করা হয়, তাকে ফল স্তম্ভ
বলে।
● প্রাতিকল্পিক বচন কাকে বলে?
যে বচনে সংযৌগিক
বচনাকারকে অস্বীকার করা হয়, তাকে প্রাতিকল্পিক বচন বলে।
● সংযোগী কি?
সংযৌগিক বচনের উপাদান
বচনগুলি কে সংযোগী।
● সংকেত কি?
সংকেত হলো একটি প্রতিনিধিত্বমূলক
চিহ্ন যার সাহায্যে বাক্য বা বচন বা তার কোন অংশকে নির্দেশ করা হয়।
● প্রতীক কি?
কোন কিছু ব্যক্ত করার বা কোন কিছু নির্দেশ করার জন্য যে চিহ্ন বা সংকেত
ব্যবহৃত হয় তাই হল প্রতীক।
- নিরপেক্ষ বচনের ভেনচিত্র Note with PDF.
- বুলীয় ভাষ্য ও ভেনচিত্র প্রশ্ন-উত্তর PDF সহ.
- বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? এর বৈধতার নিয়ম কি? এর নিয়ম লঙ্ঘন জনিত দোষ গুলি কিকি? ষষ্ঠ অধ্যায়- মিশ্র ন্যায় বা যৌগিক যুক্তি.
- সহকার্যকে কারণ বলার দোষ | ষষ্ঠ অধ্যায়- মিশ্র ন্যায় বা যৌগিক যুক্তি |
- আরোহমূলক দোষ | কাকতালীয় দোষ বা অনিয়ত ঘটনাকে কারণ বলার দোষ
- অবৈধ সামান্যীকরণ দোষ / অপর্যবেক্ষণ দোষ | ষষ্ঠ অধ্যায়- মিশ্র ন্যায় বা যৌগিক যুক্তি
- [PDF] প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি কি? মিশ্র ন্যায় বা যৌগিক যুক্তি
- সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে? ইহা কয় প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা সহ ব্যাখ্যা করো | ন্যায়ের যুক্তি গঠনের সিদ্ধান্ত নির্ণয় করার উপায় |