মূর্তি কি? দৃষ্টান্তসহ ব্যাখ্যা কর।
মূর্তি- ন্যায়ের বচন গুলির গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের আকারকে মূর্তি বলে।
- তৃতীয় সংস্থানের বৈধতা বিচার:
(i) A A
A- সকল M হয় P
A- সকল M হয় S
∴ I- কোন কোন S হয় P
∴ যুক্তিটি বৈধ। বৈধ মূর্তির নাম DARAPIT
(ii) A E
A- সকল M হয় P
E- কোন M নয় S
∴ E- কোন S নয় P
∴ যুক্তিটিতে অবৈধ সাধ্য দোষ ঘটেছে।
(iii) A I
A- সকল M হয় P
I- কোন কোন M হয় S
∴ I- কোন কোন S নয় P
∴ যুক্তিটি বৈধ। বৈধ মূর্তির নাম DATISI
(iv) A O
A- সকল M হয় P
O- কোন কোন M নয় S
∴ O- কোন কোন S নয় P
∴ যুক্তিটিতে অবৈধ সাধ্য দোষ ঘটেছে।
(v) E A
E- কোন M নয় P
A- সকল M হয় S
∴ O- কোন কোন S নয় P
∴ যুক্তিটি বৈধ। বৈধ মূর্তির নাম FELAPTON
(vi) E I
E- কোন M নয় P
A- কোন কোন M হয় S
∴ O- কোন কোন S নয় P
∴ যুক্তিটি বৈধ। বৈধ মূর্তির নাম FERISON
(vii) I A
i- কোন কোন M হয় P
A- সকল M হয় S
∴ i- কোন কোন S হয় P
∴ যুক্তিটি বৈধ, বৈধ মূর্তির নাম DISAMIS
(viii) O A
O- কোন কোন M নয় P
A- সকল M হয় S
∴ O- কোন কোন S নয় P
∴ যুক্তিটি বৈধ। বৈধ মূর্তির নাম BOCARDO
- চতুর্থ সংস্থানের বৈধতা বিচার:-
(i) A A
A- সকল P হয় M
A- সকল M হয় S
∴ i- কোন কোন S হয় P
∴ যুক্তিটি বৈধ, বৈধ মূর্তির নাম BRAMANTIP
(ii) A E
A- সকল P হয় M
E- কোন M নয় S
∴ E- কোন S নয় P
∴ যুক্তিটি বৈধ, বৈধ মূর্তির নাম CAMENES
(iii) A I
A- সকল P হয় M
I- কোন কোন M হয় S
∴ I- কোন কোন S হয় P
∴ যুক্তিটিতে অব্যপ্য হেতু দোষ ঘটেছে।
(iv) A O
A- সকল P হয় M
O- কোন কোন M নয় S
∴ O- কোন কোন S নয় P
(v) E A
E- কোন P নয় M
A- সকল M হয় S
∴ O- কোন কোন S নয় P
∴ যুক্তিটি বৈধ। বৈধ মূর্তির নাম FESAPO
(vi) E I
E- কোন P নয় M
I- কোন কোন M হয় S
∴ O- কোন কোন S নয় P
∴ যুক্তিটি বৈধ, বৈধ মূর্তির নাম FRESISON
(vii) I A
I- কোন কোন P হয় M
A- সকল M হয় S
∴ I- কোন কোন S হয় P
∴ যুক্তিটি বৈধ, বৈধ মূর্তির নাম DIMATIS
(viii) O A
O- কোন কোন P নয় M
A- সকল M হয় S
∴ O- কোন কোন S নয় P
∴ যুক্তিটিতে অব্যপ্য সাধ্য দোষ ঘটেছে।