শৈলীবিজ্ঞান
শৈলীবিজ্ঞানের
পরিভাষা:
১. “Style is the
man himself”- বলেছেন ফরাসি ভাষা বিজ্ঞানী অঁরি বুফো।
২. আদর্শ
গঠন বা Norm
কি?
বাংলা
বাক্যের গঠনরীতি অনুযায়ী বাক্যে কর্তা, কর্ম,
ক্রিয়া ক্রমান্বয়ে অবস্থান করে। উদাহরণ- রবীন্দ্রনাথ
গীতাঞ্জলি রচনা করেন।
৩. বিচ্যুতি
বা Deviation
কী?
বাংলা
বাক্যের গঠনরীতি অনুযায়ী ক্রিয়া বাক্যের শেষে বসে।কিন্তু ক্রিয়াপদটি যদি মাঝে
বা প্রথমে বসে তাহলে তাকে বিচ্যুতি বলে। উদাহরণ-গীতাঞ্জলি রচনা করেন রবীন্দ্রনাথ।
৪. সমান্তরালতা
বা Parallelism
কি?
একই ধরনের
বা প্যাটার্নের একাধিক বাক্য, বাক্যাংশ বা পদের
পরপর অবস্থানকে সমান্তরালতা বলে।
উদাহরণ-
লভিয়াছে বুঝি ঠাঁই আমার চোখের
অশ্রুপুঞ্জে নিখিলের ভাই বোন। আমার গানেতে জাগিছে তাদের বেদনা পীড়ার দান। আমার প্রাণেতে
জাগিছে তাদের নিপীড়িত ভগবান। আমার
হৃদয়-যূপেতে তাহারা করিছে রক্তস্নান। আমার মনের চিতানলে জ্বলে লুটিয়ে যেতেছে
চাই।
৫. প্রমুখন Foregrounding কি?
অনেক সময়
পংক্তি বা বাক্যের অর্থ সরাসরি বোঝা যায় না। গভীর চিন্তার মধ্যে দিয়ে শব্দ ও
বাক্যের অর্থ উদ্ধার করতে হয়। শিল্পী বা সাহিত্যিকের আপন বক্তব্য প্রকাশের এই
বিশেষ কৌশল হলো প্রমুখন। অর্থাৎ কবি বা শিল্পীর বক্তব্যকে সামনে এনে হাজির করার
কৌশলকেই প্রমুখন বলা হয়।যেমন- “যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে
তারা”- পংক্তিতে অন্ধ হয়েও সবচেয়ে বেশি দেখে এই বক্তব্যকেই কৌশলে পাঠকের
সামনে হাজির করা হয়েছে।
৬. নির্বাচন
Rhetorical
choice কি?
কবিতায় কবি
এমন শব্দ চয়ন করেন যার পরিবর্তে একই অর্থবিশিষ্ট অন্য শব্দ ব্যবহার করলে রচনাটির
সৌন্দর্য মাধুর্য বিনষ্ট হয়। এই ধরনের শব্দচয়নকে নির্বাচন বলে।
নির্বাচন দুই রকমের-
ক. বৈকল্পিক
নির্বাচন: সমার্থক শব্দগুলির একটি বেছে নেওয়া
উদাহরণ: সকল
আকাশ বেড়ায় ঘুরে ঘুরে।
খ. আন্বয়িক
নির্বাচন: কোন শব্দ কার আগে বা পরে বসবে তা বেছে নেওয়া
৭. কোড বদল Code switching বা সংকেত বদল কি?
একটি
ভাষারীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্য খন্ড ব্যবহারকে কোডবদল বা সংকেত বদল
বলে।
৮. শৈলী বা Style কী?
সাহিত্যকে
বিশিষ্ট করে তোলার জন্য তাকে যে বিশেষ রূপে বা ফর্মে গড়তে হয়, সেইরূপ বা রচনারীতিই হল শৈলী।
“রীতিরাত্মা কাব্যস্য”- কথার অর্থ রীতিই কাব্যের আত্মা। বিশিষ্ট পদ রচনা
হল রীতি আর তার বিশেষ গুণ হল আত্মা।
- বাংলা ভাষার উৎপত্তি সরলপথরেখা আলোচনা কর।
- সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা কতটা যুক্তিযুক্ত?
- “চার ভাষাবংশের দেশ ভারত”- আলোচনা করো |
- বাংলা ভাষার তিনটি পর্যায় বা স্তর আলোচনা করো |