বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান লেখ | Clsass 12 Note |

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান


ঋত্বিক ঘটক


  
বাংলা সিনেমা স্বর্ণ যুগের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক ঋত্বিক ঘটক। 1952 খ্রিস্টাব্দে
তাঁর প্রথম চলচ্চিত্র ‘নাগরিক’ দ্বারা চলচ্চিত্রের তাঁর আবির্ভাব। কিন্তু আর্থিক কারণে
ছবিটি মুক্তি পায়নি। 1957 সালে মুক্তি পায় “অযান্ত্রিক” যেখানে একটি যন্ত্র ও তার
মালিকের অদ্ভুত মানবিক সম্পর্ক বন্ধনে চিত্র ধরা পড়ে। দেশভাগের পটভূমিকাতে তার ছবি
“কোমল গান্ধার”, বাস্তুহারাদের নিয়ে তার দুর্ধর্ষ দুটি ছবি “মেঘে ঢাকা তারা” ও  “সুবর্ণরেখা”।

   
 পূর্ববঙ্গের জেলেদের জীবন কাহিনী নিয়ে
তার ছবি “তিতাস একটি নদীর নাম”। সমকালীন বিতর্কিত রাজনীতি ছবি হল “যুক্তি তক্কো আর
গপ্পো” এটি তাঁর শেষ ছবি। সংখ্যায় খুবই অল্প তার পরিচালিত ছবি তালিকা, কিন্তু প্রতিটি
ছবি শিল্প নিষ্ঠুর এক নতুনত্বের সন্ধানী। আবেগে, মননে, সংলাপে, দৃশ্যের সংঘর্ষ নির্মাণে
তাঁর সিনেমা সম্পূর্ণ অভিনব। তিনি মাঝে মাঝে সিনেমার দৃশ্যের সাহায্যে এমন এমন কাব্য
মুহূর্তে তৈরি করেন যা দর্শকের মন কে নাড়িয়ে দেয়। তার সম্পর্কে সত্যজিৎ রায় বলেছেন-
“ঋত্বিক মনেপ্রাণে বাঙালি পরিচালক, বাঙালি শিল্পী, আমার থেকেও অনেক বেশি বাঙালি। আমার
কাছে এটাই তাঁর সবথেকে বড় পরিচয়। 
তিনি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার “রজতকমল” ছাড়াও “পদ্মশ্রী” পুরস্কারে সম্মানিত হন।

1 thought on “বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান লেখ | Clsass 12 Note |”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top