সত্যাপেক্ষ অষ্টম অধ্যায় সমস্ত প্রশ্ন-উত্তর PDF | দর্শন দ্বাদশ শ্রেণি | ক্লাসঘর |

সত্যাপেক্ষ বচন কাকে বলে? সত্যাপেক্ষ বচন কয় প্রকার ও কি কি? সত্যাপেক্ষ– অষ্টম অধ্যায় সমস্ত প্রশ্ন-উত্তর | দর্শন  দ্বাদশ শ্রেণি | ক্লাসঘর | 


 সত্যাপেক্ষ 


1. সত্যাপেক্ষ বচন কাকে বলে?

     যে যৌগিক বচনের সত্যমূল্য তার অঙ্গ বাক্যের সত্যমূল্যের উপর নির্ভর করে
তাকে সত্যাপেক্ষ বচন বলে।

2. সত্যাপেক্ষ বচন কয় প্রকার ও কি কি?

     তিন প্রকার। যথা-স্বতঃসত্য, স্বতঃমিথ্যা আপতিক বচন

স্বতঃসত্য বচন– যে যৌগিক বচনে সত্যসারণীর মূল স্তম্ভের সারিগুলি সত্য হয়
তাকে বলে স্বতঃসত্য বচন।

স্বতঃমিথ্যা বচন– যে যৌগিক বচনে সত্যসারণীর মূল স্তম্ভের  সারি গুলি মিথ্যা হয় তাকে বলে স্বতঃমিথ্যা বচন।

আপতিক বচন- যে যৌগিক বচনে সত্যসারণীর মূল স্তম্ভের সারি গুলিতে সত্য-মিথ্যার
মিশ্রণ থাকে তাকে আপতিক বচন বলে।

3.  যোজক কি?

    যে চিহ্ন বা অংশ দ্বারা  যৌগিক বচনের দুটি উপাদান বাক্য যুক্ত করা হয় তাকে বলে যোজক।যেমন- যদি
তবে, অথবা, ও, এবং ইত্যাদি।

4. ধ্রুবক কি?

    যৌগিক বচনের যোজক জ্ঞাপক চিহ্নকে ধ্রুবক বলে। 

যেমন- “v” , “. “

5. সত্যাপেক্ষক কাকে বলে?

     সত্যাপেক্ষ বচনের  আকারকে সত্যাপেক্ষক বলে।

6. গ্রাহক কাকে বলে?

     যে প্রতীক চিহ্নের স্থানে আমরা কোন পদ বা বচন বসাই তাকে গ্রাহক বলে।

7. গ্রাহক কয় প্রকার ও কি কি?

    দুই প্রকার। যথা- পদ গ্রাহকবচন গ্রাহক।

পদ গ্রাহক- যে প্রতীক চিহ্ন আমরা কোন পদের পরিবর্তে ব্যবহার করি তাকে পদ
গ্রাহক বলে। 

    যেমন- সকল মানুষ হয় মরণশীল।

       এখানে “মানুষ” পদের পরিবর্তে P এবং “মরণশীল” পদের পরিবর্তে
Q বসাতে পারি। তাই P ও Q হল পদগ্রাহক প্রতীক।

বচন গ্রাহক প্রতীক- যখন কোন প্রতীক চিহ্নের স্থানে আমরা কোন পদ বা বচন বসাই
তখন সেটি হল বচনগ্রাহক প্রতীক।

 যেমন-  P v Q

     
রাম যাবে অথবা শ্যাম যাবে।

8. যৌগিক বচন কয় প্রকার ও কি কি?

    পাঁচ প্রকার। যথা- নিষেধক, সংযৌগিক, প্রাকল্পিক, বৈকল্পিকদ্বি-প্রাকল্পিক।

9. নিষেধক বচন কাকে বলে?

    যে যৌগিক বচনে মূল বক্তব্যকে অস্বীকার করা বোঝায়, তাকে নিষেধক বচন বলে।

 যেমন- আমি স্কুলে
যাব না।

বচন– এমন নয় যে আমি স্কুলে যাব।

বচনের আকার   P (একে বলে
curl/negation)

10. সংযৌগিক বচন বা আপতিক বচন কাকে বলে
উদাহরণ দাও।

     যে বচনে এবং, ও,
কিন্তু জাতীয় যোজক দ্বারা দুটি উপাদান বাক্য যুক্ত করা হয় তাকে সংযৌগিক বচন বলে।

 যেমন- রাম যাবে এবং
শ্যাম যাবে।

প্রতীকী আকার – P. Q ( . একে বলে dot)

11. প্রাকল্পিক বচন কী?

    যে বচনে “যদিতবে” জাতীয় যোজক দ্বারা দুটি উপাদান বাক্য যুক্ত
করা হয়, তাকে প্রাকল্পিক বচন বলে।

 যেমন- যদি রাম আসে
তবে শ্যাম যাবে।

12. বৈকল্পিক বচন কি?

     যে বচনে “হয়
বা না হয়”, “কিংবা”, “অথবা”- এই জাতীয় যোজক দ্বারা দুটি
উপাদান বাক্য যুক্ত করা হয় তাকে বৈকল্পিক বচন বলে।

 যেমন- রাম যাবে অথবা
শ্যাম যাবে।

প্রতীকী আকার- P v Q (v একে বলে vel)

সত্য সারণী গঠনের নিয়ম-

i. যৌগিক বচনে একটি উপাদান বাক্য থাকলে সত্য সারণীর দুটি সারি হয়। যার
উপাদান বাক্যের নিচে একটি T এবং একটি F উপরনিচ পরপর বসে।

ii. যৌগিক বচনে দুটি উপাদান বাক্য থাকলে সত্য সারণীর চারটি সারি হয়। যার
প্রথমটির নিচে দুটি T এবং দুটি F এবং দ্বিতীয়টির নিচে একটি Tও একটি F পরপর বসে।

iii. তিনটি উপাদান বাক্য থাকলে আটটি সারি হবে। যার প্রথমটির নিচে চারটি T
এবং চারটি F, দ্বিতীয়টির নিচে দুটি Tএবং দুটি F এবং তৃতীয়টির নিচে একটি T ও একটি
F হবে।

সংকেত কি?

    সংকেত হলো একটি কৃত্রিম চিহ্ন।

নির্দেশক স্তম্ভ কি?

    যে স্তম্ভের নির্দেশ অনুসারে সত্যসারণীর মূল স্তম্ভের সত্য মূল্য নির্ধারণ
করা হয়,
  তাকে নির্দেশক স্তম্ভ বলে।

ফল স্তম্ভ বা প্রধান স্তম্ভ কি?

    সত্য সারণির যে স্তম্ভটি থেকে সত্য মূল্য নির্ধারণ করা হয়, তাকে ফল স্তম্ভ
বলে।

প্রাতিকল্পিক বচন কাকে বলে?

     যে বচনে সংযৌগিক
বচনাকারকে অস্বীকার করা হয়, তাকে প্রাতিকল্পিক বচন বলে।

সংযোগী কি?

     সংযৌগিক বচনের উপাদান
বচনগুলি কে সংযোগী।

সংকেত কি?

     সংকেত হলো একটি প্রতিনিধিত্বমূলক
চিহ্ন যার সাহায্যে বাক্য বা বচন বা তার কোন অংশকে নির্দেশ করা হয়।

প্রতীক কি?

    কোন কিছু ব্যক্ত করার বা কোন কিছু নির্দেশ করার জন্য যে চিহ্ন বা সংকেত
ব্যবহৃত হয় তাই হল প্রতীক।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top