মূর্তি কি? মূর্তি কথাটির যুক্তি বিজ্ঞানে কয়টি অর্থে ব্যবহৃত হয়? দৃষ্টান্তসহ ব্যাখ্যা কর | Note with PDF |






মূর্তি কি? মূর্তি কথাটির যুক্তি বিজ্ঞানে কয়টি অর্থে
ব্যবহৃত হয়? দৃষ্টান্তসহ ব্যাখ্যা কর।

মূর্তি- ন্যায়ের বচন
গুলির গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের
  আকারকে মূর্তি
বলে।

মূর্তি কথাটির
যুক্তি বিজ্ঞানে দুটি অর্থে ব্যবহৃত হয়। যথা- ব্যাপক অর্থে মূর্তি এবং সংকীর্ণ অর্থে
মূর্তি।

  • ব্যাপক অর্থে মূর্তি– ন্যায়ের দুটি আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ে
    যে আকার হয় তাকে ব্যাপক অর্থে মূর্তি বলে।

       এই ব্যাপক অর্থে মূর্তির সংখ্যা হল 64 ×4 = 256

  •  সংকীর্ণ অর্থে
    মূর্তি
    – ন্যায়ের দুটি আশ্রয় বাক্যের গুণ ও পরিমাণ
    অনুসারে
      ন্যায়ের যে আকার হয় তাকে সংকীর্ণ অর্থে মূর্তি বলে।

               এখন চারটি নিরপেক্ষ বচনকে গুণ ও পরিমাণ অনুসারে দুটি আশ্রয় বাক্য রূপে
সাজালে দেখি এই অর্থে 16 টি জোড় আশ্রয় বাক্য হয়। সেগুলো নিম্নরূ-

(AA-A/I,
AE-E, AI-I, AO-O) (EA-E/O, EE-x, EI-O, EO-x) (IA-I, IE-x, II-x, IO-x) (OA-O,
OE-x, OI-x, OO-x)

         এইভাবে উক্ত ষোলটি মূর্তির মধ্যে ন্যায়ের  নিয়মবহির্ভূত চারটি মূর্তিকে সরাসরি বাদ দিয়ে বাকি  আটটি মূর্তিকে প্রত্যেক সংস্থানে পরীক্ষা করে দেখবো। সব সংস্থানে উক্ত  আটটি মূর্তি বৈধ হয় কিনা।

মূর্তিগুলো হলো– AA, AE, AI, AO, EA, EI, IA, OA

  • প্রথম সংস্থানের বৈধতা বিচার:-

(i)      A
A

A- সকল M হয়
P

A- সকল S হয়
M

 A- সকল S হয় P

 যুক্তিটিতে বৈধ হয়েছে, এর বৈধ মূর্তির নাম BARBARA

(ii)     A
E

A-   সকল M হয় P

E-    কোন S নয় M

E- কোন S নয় P

 যুক্তিটিতে অবৈধ মূর্তির সাধ্য দোষ ঘটেছে।

(iii)    A
I

A-   সকল M হয় P

I-     কোন কোন S হয় M

∴ I- কোন কোন S হয়
P

 যুক্তিটিতে বৈধ মূর্তির নাম DARII

(iv)    A
O

A-   সকল M হয় P

O- কোন কোন S নয়
M

            O- কোন
কোন S নয় P

যুক্তিটিতে অবৈধ
মূর্তির সাধ্য দোষ ঘটেছে।

(v)     E
A

E- কোনো M নয়
P

A-   সকল S হয় M

             E- কোনো কোনো
S নয় P

        যুক্তিটি বৈধ, মূর্তির নাম CELARENT

(vi)    E
I

E- কোনো M নয়
P

I- কোনো কোনো S
হয় M

O- কোনো কোনো
S নয় P

    যুক্তিটি বৈধ, মূর্তির নাম FERIO

(vii)    I
A

I-     কোন কোন M হয় P

A-   সকল S হয় M

∴ I- কোন কোন S হয় P

  যুক্তিটি অবৈধ, কারন যুক্তিটিতে অব্যপ্য হেতু দোষ ঘটেছে।

(viii)  
O A

O- কোনো কোনো
M নয় P

A-   সকল S হয় M

O- কোনো কোনো S নয় P

    
 
যুক্তিটিতে
অবৈধ হেতু দোষ ঘটেছে।

  • দ্বিতীয় সংস্থানের বৈধতা বিচার:-

(i)           
A A

A-   সকল P হয় M

A-   সকল S হয় M

∴ A- সকল S হয় P

  যুক্তিটি
বৈধ নয়, যুক্তিটিতে অব্যপ্য হেতু দোষ ঘটেছে।

(ii)         
A E

A-   সকল P হয় M

E- কোন S নয় M

E- কোন S নয় P

  যুক্তিটি বৈধ।
বৈধ মূর্তির নাম CAMESTRES

(iii)        
A I

A-   সকল P হয় M

I- কোন কোন S হয় M

∴ I- কোন কোন S হয়
P

  যুক্তিটিতে অব্যপ্য হেতু দোষ ঘটেছে।

(iv)        
A O

A-   সকল P হয় M

O- কোন কোন S নয়
M

O- কোন কোন S নয়
P

  যুক্তিটি বৈধ হয়েছে।
বৈধ মূর্তির নাম BAROCO

(v)         
E A

E- কোন P নয় M

A-   সকল S হয় M

E- কোন S নয় P

  যুক্তিটি বৈধ।
বৈধ মূর্তির নাম CESARE

(vi)        
E I

E- কোন P নয় M

I- কোন কোন S হয়
M

O- কোন কোন S নয়
P

  যুক্তিটি বৈধ।
বৈধ মূর্তির নাম FESTINO

(vii)       
I A

I- কোন কোন P হয়
M

A- সকল S হয় M

∴ I- 
কোন কোন S হয় P

  যুক্তিটিতে অব্যপ্য
হেতু দোষ ঘটেছে।

(viii)      O A

O- কোন কোন P নয়
M

A– সকল S হয় M

O- কোন কোন S নয়
P

অবৈধ্য সাধ্য দোষ ঘটেছে।



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top