টীকা লেখ -“শিক্ষা একটি প্রক্রিয়া
অথবা, “শিক্ষা হল একটি প্রক্রিয়া ব্যাখ্যা করো”
শিক্ষা—একটি প্রক্রিয়া : শিশু যখন পৃথিবীতে জন্ম নেয়, তখন সে একবারে
অপরিণত এবং
অসহায় থাকে। কোন সাহায্য ছাড়া তার পক্ষে
পৃথিবীতে নিজের অস্তিত্ব বজায় রাখা কঠিন হয়ে ওঠে। শিক্ষাই
তাকে সমাজে মানিয়ে নেওয়ার এবং পৃথিবীতে
টিকে থাকার উপযোগী করে গড়ে তোলে। শিক্ষা শিশুকে তথ্য
সংগ্রহে এবং অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে।
সংগৃহীত তথ্য ও অর্জিত অভিজ্ঞতার সাহায্যে শিশু পরিবেশের
সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আর , শিক্ষা
যেহেতু প্রয়োজন অনুযায়ী ব্যক্তির মধ্যে নানা পরিবর্তন আনে ও
তার সামঞ্জস্যপূর্ণ ক্রমবিকাশে সাহায্য করে,
তাই শিক্ষাকে একটি প্রক্রিয়া বলা হয়।
এককথায়, শিক্ষা হল শিক্ষার্থী, শিক্ষক,
পাঠক্রম, শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য প্রভৃতি বিষয়ের মধ্যে
সংযোগসাধনের একটি প্রক্রিয়া।
এই প্রক্রিয়াটি একদিকে যেমন শিক্ষার্থীর
পরিপূর্ণ বিকাশে সাহায্য করে, অন্যদিকে পরিবর্তনশীল জগতের
সাথে তাকে প্রতিমুহূর্তে মানিয়ে নিতে শেখায়।
বিভিন্ন সময়ে শিক্ষাবিদরা শিক্ষাকে যেসব প্রক্রিয়া বলে ব্যাখ্যা
করেছেন সেগুলি হল :
[i] মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া, (i) বিকাশমূলক
প্রক্রিয়া, [i] সামঞ্জস্য বিধানের প্রক্রিয়া, [iv] ধারাবাহিক প্রক্রিয়া,
[v] জীবনব্যাপী প্রক্রিয়া, (vi) সামাজিক
প্রক্রিয়া, (vi) বহুমুখী প্রক্রিয়া, (vi) স্বয়ংক্রিয় প্রক্রিয়া, (ix) অভিজ্ঞতা
পুনর্গঠনের প্রক্রিয়া এবং (x) ঐতিহ্যের সংরক্ষণ,
উন্নয়ন ও সঞ্চালনমূলক প্রক্রিয়া।