শিক্ষা আসলে কী
এবং কী নয়—
শিক্ষা সম্পর্কে
সুস্পষ্ট ধারণা গঠনের জন্য শিক্ষা কী এবং কী নয় তা জানা প্রয়োজন।
শিক্ষা কী:-
[1] শিক্ষা হল
একটি সামাজিক প্রক্রিয়া।
[2] শিক্ষা হল
অভিযোজন।
[3] শিক্ষা শ্বাশত
মূল্যবোধ আবিষ্কারে সাহায্য করে।
[4] শিক্ষা হল
একটি জীবনব্যাপী প্রক্রিয়া।
[5] শিক্ষা হল
আচরণের পরিবর্তন।
[B] শিক্ষা হল
জীবন।
শিক্ষা কী নয়:-
[1] শিক্ষা নিছক
বিদ্যালয়মুখী করার প্রক্রিয়া নয়।
[2] শিক্ষা নিছক
জ্ঞানার্জনের প্রয়াস নয়।
[3] শিক্ষা নিছকই
মনের প্রশিক্ষণ নয়।
[4] শিক্ষা নিছক
প্রচলিত প্রথাকে অনুসরণ করা নয়।
ওপরের আলোচনা থেকে
বলা যায় বর্তমানে শিক্ষা হল ব্যক্তিজীবনের সেইসব গুণের বিকাশ যার পুরা সে পরিবেশকে
আয়ত্তে এনে নিজের সম্ভাবনাগুলিকে বাস্তবায়িত করতে পারে।