The features of Learning |
শিখনের বৈশিষ্ট্যগুলি লেখ।
শিখনের
বৈশিষ্ট্যগুলি কি কি?
শিখনের বৈশিষ্ট্য:-
(1)
শিখন হল উদ্দেশ্যমুখী : কী শিখবো, কেন শিখবো—এই প্রশ্ন শিখনে দেখা দেয়। এই প্রশ্নের
উত্তর শিখনকে আরও কার্যকরী করে। তাই শিখনকে উদ্দেশ্যমুখী প্রক্রিয়া বলে।
(2)
শিখন হল বিকাশ : শিখন হল একটি ক্রমবিকাশমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের
জীবনে শিখনের প্রক্রিয়া চলতে থাকে। শিখনের ফলেই ব্যক্তির জ্ঞানের বিকাশ, সামাজিক বিকাশ
ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
(3)
শিখন হল অভিযোজন : শিখন প্রক্রিয়ার মাধ্যমে মানুষ পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে শেখে
এবং নতুন কোনো সমস্যায় পড়লে সমাধানের পথ খুঁজে বের করে।
(4)
শিখন হল চাহিদানির্ভর : শিখন ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক প্রভৃতি বিভিন্ন চাহিদা
থেকেই কার্যকরী হয় এবং চাহিদা পূরণে সাহায্য করে।
(5)
শিখন হল আচরণের পরিবর্তন : শিখন হল আচরণের পরিবর্তন। তবে যে-কোনো ধরনের
আচরণের
পরিবর্তনই শিখন নয়। যে আচরণ-পরিবর্তনে শিক্ষার্থীর অনুশীলনের প্রয়ােজন তাকেই শিখন
বলে।
(6)
শিখন ধারাবাহিক : একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত শিখন ধারাবাহিক। তবে শিখনের হারের পরিবর্তন
ঘটে। প্রথম দিকে শিখনের হার খুব বেশি থাকে, পরে তা হ্রাস পায়। এইভাবে একটা পর্যায়
আসে যখন অনুশীলন করলেও শিখন বৃদ্ধি পায় না।