চার্বাক দর্শন গুরুপ্তপূর্ণ প্রশ্ন-উত্তর | একাদশ শ্রেণী ভারতীয় দর্শনের দ্বিতীয় অধ্যায় |

 চার্বাক দর্শন

 



1. চার্বাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয়
কেন?

    চার্বাকরা শুধুমাত্র জড় বস্তুর অস্তিত্ব
স্বীকার করেছেন বলে তাদের জড়বাদী বলা হয়।

 

2. চার্বাক দর্শনকে “লোকায়ত দর্শন”
বলা হয় কেন?

    চার্বাকদের চিন্তা এই প্রত্যক্ষ জগতে সীমাবদ্ধ
থাকায় তাদের দর্শনকে “লোকায়ত দর্শন” বলে।

 

3. চার্বাকরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ
বলে কেন?

    চার্বাক মতে প্রত্যক্ষ প্রমাণে ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সরাসরি সংযোগের
মাধ্যমে বস্তুর স্পষ্ট জ্ঞান লাভ সম্ভব বলে তারা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে।

 

4. চার্বাক মতে অনুমান প্রমাণ নয় কেন?

    চার্বাক মতে অনুমানের ভিত্তি রূপে হেতু ও
সাধ্যের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ প্রত্যক্ষ সম্ভব নয় বলে তারা অনুমান প্রমাণ অস্বীকার
করেন।

 

5. চার্বাকরা কোন মহাভূত অস্বীকার করেছেন
এবং কেন?

    চার্বাকরা ব্যোম অস্বীকার করেন। তাদের মতে
ব্যোম বা আকাশ হল শূণ্য।কাজেই ইন্দ্রিয়ের সঙ্গে যেহেতু তার প্রত্যক্ষ সম্ভব নয়, সেজন্য
তারা ব্যোম বা আকাশকে অস্বীকার করেন।

 

6. চার্বাক মতে আত্মা কি?

    চার্বাক মতে চৈতন্য বিশিষ্ট দেহই হল আত্মা।

 

7. চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন?

    চার্বাক মতে শব্দ অনুমান নির্ভর। এটি প্রত্যক্ষ
গ্রাহ্য নয়। তাই শব্দ প্রমাণ নয়।

 

8. চার্বাকরা বেদের প্রামাণ্য স্বীকার করেন
না কেন?

    চার্বাক মতে অপৌরুষেয় নয়। ধূর্ত, ভন্ড,
পুরোহিতরা নিজেদের জীবিকার সুবিধার্থে বেদ রচনা করেছেন। তাই বেদ প্রামাণ্য গ্রন্থ নয়।

 

9. চার্বাকরা জন্মান্তর বা পরলোক স্বীকার
করে না কেন?

    চার্বাক মতে মৃত্যুতেই দেহের বিনাশ ঘটে। কাজেই
মৃত আত্মার পুনর্জন্ম নেই।তাই জন্মান্তর বা পরলোক স্বীকার্য নয়।

 

10. চার্বাকরা কর্মবাদ স্বীকার করেন না কেন?

    চার্বাকরা কার্যকারণ নিয়ম মানেন না,তাই তারা
কর্মবাদ স্বীকার করেন না।

 

11. চার্বাকদের সদৃচ্ছবাদী বলা হয় কেন?

    চার্বাক মতে বস্তুর উৎপত্তি, স্থিতি ও ন্যায়-
সবই আকস্মিক। ক্ষিতি, অপ্, তেজ, মরুৎ -এই চার জড় মহাভূত লক্ষ্যহীনভাবে, সদৃচ্ছভাবে
এবং আকস্মিকভাবে পরস্পর মিলিত হয়ে জগত সৃষ্টি করেছে তাই এদের সদৃচ্ছবাদী বলা হয়।

 

12. চার্বাক স্বভাববাদের মূল বক্তব্য কী?

    চার্বাকরা বলেন ক্ষিতি, অপ্, তেজ, মরুৎ- এই
চার মহাভূত নিজেদের স্বভাববশত পরস্পরের সাথে মিলিত হয়ে জগত ও জগতের যাবতীয় বস্তু
সৃষ্টি করেছে। এটাই স্বভাব বাদের মূল কথা।

 

13. চার্বাক মতে জগতের মূল তত্ত্ব কয়টি ও
কি কি?

    মূল তত্ত্ব চারটি – ক্ষিতি, অপ্, তেজ ও মরুৎ।

 

14. চার্বাক জগত তত্ত্বের অপর নাম কি?

    ভূতচতুষ্টয়বাদ।

 

15. চার্বাকদের আত্মা সম্পর্কীয় মতবাদের  নাম কি?

    দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ।

 

16. চার্বাক মতবাদ কি নামে পরিচিত?

    জড়বাদ বা সুখবাদ।

 

17. চার্বাক মতে প্রত্যক্ষের লক্ষণ কি?

    প্রত্যক্ষের লক্ষণ হলো ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ
অর্থাৎ ইন্দ্রিয়ের সাথে বিষয়ে সংযোগ।

 

18. চার্বাকরা কয়টি পুরুষার্থ স্বীকার করেন
ও কি কি?

    দুটি-অর্থ ও কাম। মুখ্য পুরুষার্থ= কাম, গৌণ
পুরুষার্থ= অর্থ।

 

19. চার্বাক মতে পরম পুরুষার্থ কি?

    কাম বা সুখ ভোগ। এছাড়া সহায়ক পুরুষার্থ
হল অর্থ।

 

20. বিভিন্ন চার্বাক সম্প্রদায় গুলি কি কি?

    আদি চার্বাক, ধূর্ত চার্বাক, সুশিক্ষিত চার্বাক।

 

21. চার্বাকদের মতে কোন সুখ বর্জনীয়?

    নৈতিক সুখ।

 

22. চার্বাক মতে কোন সুখ মানুষের কাম্য?

    দৈহিক সুখ মানুষের চরম কাম্য বিষয়।

 

23. আপ্ত পুরুষ কাকে বলে?

    যিনি ভ্রম, প্রমাদ,বিপ্রলিপ্সা ও করণাপাঠব
মুক্ত তিনি আপ্ত পুরুষ বা বিশ্বাসযোগ্য ব্যক্তি।

 

24.”ভূতচতুষ্টয়ং চৈতন্য ভূমি”-
এটি কাদের মত?

    চার্বাকদের মত।

25. “সদৃচ্ছবাদ” কাদের মতবাদ?

    চার্বাকদের মতবাদ।

 


26. বেদ অপৌরুষেয় এ কথার অর্থ কি?

    এর অর্থ বেদ সাধারণ মানুষের রচনা নয়। এ হল
ঈশ্বরের বাণী।

 

27. চার্বাকদের সুখবাদী বলা হয় কেন?

    চার্বাকরা দুঃখ পরিহার করে সর্বাধিক পরিমাণ
ইন্দ্রিয় সুখ লাভকে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য বলেছেন। তাই এদের সুখবাদী বলা হয়।

 

28. দেহাত্মবাদ কি?

    চার্বাকদের আত্মা সম্পর্কীয় মতবাদ দেহাত্মবাদ
নামে পরিচিত।

 

29. চার্বাক নীতি তত্ত্বের মূল কথা কি?

    মূল কথা হলো “যাবৎ জীবেৎ সুখং জীবেৎ ঋণং কৃত্বা ঘৃতং ত্রীবেৎ”। অর্থাৎ যতদিন
বাঁচ সুখেই বাঁচ। ঋণ করেও ঘি খাওয়া উচিত।

 

30. “তত্ত্বপল্প্ব সিংহ” গ্রন্থটি
কোন দর্শনের?

    চার্বাক দর্শনের।

 

31. চার্বাক জ্ঞানতত্ত্ব মূলকথা কি?

    প্রত্যক্ষই একমাত্র প্রমাণ।

 

32. “স্বর্গ সুখের কল্পনা মূর্খতা ছাড়া
আর কিছুই নয়” কাদের মতবাদ?

    চার্বাক মতবাদ।

 

33. চার্বাক মতে চৈতন্য কি?

    চার্বাক মতে চৈতন্য হল দেহের গুণ।যাচতুর্ভূতের
একত্র মিলনে সৃষ্টি হয়।

 

34. চার্বাক শব্দের অর্থ কি?

    চার্বাক শব্দের অর্থ হলো মধুর কথা।

 

35. চার্বাক দর্শন হলো- নাস্তিক জড়বাদী দর্শন

 

36. চার্বাক মতে- প্রত্যক্ষই একমাত্র প্রমাণ

 

37. চার্বাক দর্শনকে- লোকায়ত দর্শন বলে

 

38. চার্বাক মতে- অনুমান শব্দ প্রমাণ নয়

 

39. চার্বাক জ্ঞান বিদ্যার অপর নাম হল- প্রত্যক্ষ
প্রমাণ বাদ

 

40. চার্বাক তত্ত্ব বিদ্যার নাম হল- জড়বাদ

 

41. চার্বাক মতে- জড়ই জগতের মূল উপাদান

 

42. চার্বাক মতে বৈদিক উক্তি- প্রমাণ নয়

 

43. চার্বাক মতে মানব জীবনের একমাত্র লক্ষ্য
হল – ইন্দ্রিয় সুখভোগ

 

44. চার্বাক মতে চৈতন্য দেহের – নব উন্মিষিত
গুন

 

45. চার্বাক দেহাত্মবাদের অপর নাম- ভূতচৈতন্যবাদ

 

46. চার্বাক অনাত্মবাদের নাম হলো- দেহাত্মবাদ

 

47. চার্বাক মতে দেহের মৃত্যু হল- মুক্তি

 

48. চার্বাক দর্শনকে – “নাস্তিক শিরোমনি”
বলা হয়

 

49. চার্বাক সম্প্রদায়- চতুর্ভূতে বিশ্বাসী

 

50. চার্বাক দর্শনে “মোক্ষ” স্বীকৃত
নয়

 

51. চার্বাক কার্যকারণ বাদের নাম হল- স্বভাববাদ

 

52. চার্বাক মতে জগৎ হল – জড়ের স্বাভাবিক
পরিণতি

 

53. একজন চার্বাক পন্ডিতের নাম হল- জয়কাশি

 

54. ভূতচৈতন্যবাদের সমর্থক হলেন- চার্বাক
সম্প্রদায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top