শব্দার্থের
উপাদানমূলক তত্ত্ব
শব্দার্থ তত্ত্বের বিভিন্ন
ধারায় শব্দার্থ কে নানাভাবে বিশ্লেষণ করা হয়েছে। সেই সমস্ত শব্দার্থ তত্ত্বের
একটি অন্যতম তত্ত্ব হলো শব্দার্থের উপাদান মূলক তত্ব।
• মূলকথা: এই তত্ত্বঅনুযায়ী বলা হয় যে কোনো বস্তুকে যেমন
ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভেঙে তার অণু-পরমাণুর বিশ্লেষণ করলে বস্তুটি সম্পর্কে
সম্যক ধারণা পাওয়া যায় তেমনি শব্দার্থকে ভেঙে তার ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশকে
বিশ্লেষণ করলে সেই শব্দের অর্থ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা লাভ করা যায় এবং
অন্যান্য শব্দের সঙ্গে তার সম্পর্কের একটি যথাযথ রুপ পাওয়া যায়। অর্থাৎ উপাদান
মূলকতত্ব অনুযায়ী-” শব্দ হলো কিছু অর্থ উপাদানের সমষ্টি”। এই উপাদান
গুলির সমষ্টিই শব্দের অর্থ সৃষ্টি করে। এই উপাদানগুলিকে শব্দার্থগত বিষয় শ্রেণী
বা শব্দার্থ উপাদান বলে। উপাদানগুলিকে “+”, “-”
ভ্যালু বা মান দিয়ে দেখানো যেতে পারে। যেমন-
“নারী” = + মানবজাতীয় + প্রাপ্তবয়স্ক – পুরুষ জাতীয়
অর্থাৎ নারী
শব্দটিকে বিশ্লেষণ করলে তিনটি অর্থ উপাদান পাওয়া যায়-
১. নারী হলো
মানব জাতীয়
২. নারী
বললে প্রাপ্তবয়স্ককেই বোঝায়
৩.
নারী-পুরুষ জাতীয় নয় অর্থাৎ স্ত্রীজাতীয়
উক্ত তিনটি অর্থ উপাদানের সমষ্টি করলে “নারী” শব্দটির সম্পূর্ণ অর্থ পাওয়া যায় যে নারী হলো
কোনো প্রাপ্তবয়স্ক স্ত্রীজাতীয় মানব। অনুরূপভাবে-
পুরুষ =
মানবজাতীয় + প্রাপ্তবয়স্ক + পুরুষ জাতীয়
শিশু = + মানবজাতীয়
– প্রাপ্তবয়স্ক
• উপযোগিতা: শব্দার্থের উপাদান মূলক তত্ত্বের উপযোগিতা হল যে-
১. এই
তত্ত্ব অনুযায়ী বিভিন্ন শব্দকে অর্থের ভিত্তিতে সহজেই শ্রেণীভূক্ত করা যায়।
যেমন-
পুরুষ: বৃষ, মোরগ
নারী: গাভী, মুরগি
শিশু: বাছুর, মোরগছানা
২. এই
তত্ত্বে শব্দগুলির সাধারণ উপাদানকে শনাক্ত করা যায়। যেমন-নর, বৃষ,মোরগ প্রভৃতি
শব্দের সাধারণ উপাদান হলো এরা সবাই “পুরুষ জাতীয়”।
• সীমাবদ্ধতা: উপাদান মূলক তত্ত্বের কিছু সীমাবদ্ধতা ও আছে। যেমন-
১. এই
তত্ত্ব সব ধরনের শব্দের ব্যাখ্যা দিতে সমর্থ নয়।
২. এর
উপাদান গুলি অনেকটা নতুন শব্দের মতো। তাদেরও অর্থ উপাদান থাকা উচিত। ৩.তাছাড়া
বিভিন্ন ভাষা ও সংস্কৃতির জন্য সর্বজনবিদিত অর্থ উপাদান বিরল।
এসব
সীমাবদ্ধতা সত্ত্বেও শব্দের সাধারণ শ্রেণী নির্ধারণ ও বিন্যাসের আলোচনায় এই
তত্ত্ব বিশেষ উপযোগী।
- বাংলা ভাষার উৎপত্তি সরলপথরেখা আলোচনা কর।
- সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা কতটা যুক্তিযুক্ত?
- “চার ভাষাবংশের দেশ ভারত”- আলোচনা করো |
- বাংলা ভাষার তিনটি পর্যায় বা স্তর আলোচনা করো |
- শৈলীবিজ্ঞান | শৈলীবিজ্ঞানের পরিভাষা |
- ভাষাবিজ্ঞান | সংজ্ঞা, ভাষার দিক, ভাষার মাত্রা, ভাষার পরিবর্তন |
- ভাষাবিজ্ঞানে প্রধান তিনটি শাখা আলোচনা করো