Determination of Aims of Education |
শিক্ষার লক্ষ্যে থাকা প্রয়োজন
কেন? অথবা শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা/ উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো
শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা
(Determination of Aims of Education)
নির্দিষ্ট লক্ষ্য ছাড়া কোন কর্মের সাফল্য পাওয়া
সম্ভব নয় তাই শিক্ষার ক্ষেত্রে ও সঠিক উদ্দেশ্য স্থির করার প্রয়োজন আছে। শিক্ষা একটি
গতিশীল প্রক্রিয়া। সমস্ত বৌদ্ধিক কাজের যেমন একটি বিশেষ লক্ষ্য থাকে তেমনি শিক্ষারও
একটি বিশেষ লক্ষ্য থাকা বাঞ্ছনীয়। যেসব কারণে শিক্ষার লক্ষ্য সমূহের বা উদ্দেশ্য সমূহের
প্রয়োজনীয়তা আছে, তা হলো-
(১) শিক্ষার লক্ষ্য শিক্ষামূলক
কর্মসম্পাদনের প্রেষণা বৃদ্ধি করে।
(২) শিক্ষার লক্ষ্য শিক্ষাসংক্রান্ত
বিভিন্ন কর্মপ্রচেষ্টা অর্থবহ ও উদ্দেশ্য মুখি করে তোলে।
(৩) শিক্ষার লক্ষ্য শিক্ষার
পাঠক্রম প্রণয়নের সাহায্য করে।
(৪) শিক্ষার অগ্রগতি পরিমাপ
করতে এবং সাফল্যের পরিমাপ করতে সচেতন করে।
(৫) শিক্ষামূলক কর্মসম্পাদনের
সঠিক পথ নির্দেশ করে সময় ও শ্রম সাশ্রয় করে।
(৬) শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর
বৌদ্ধিক সক্রিয়তা বৃদ্ধি করে।
(৭) শিক্ষা পরিকল্পনার সার্থক
রূপায়নের জন্য শিক্ষার লক্ষ্য নির্ধারণের প্রয়োজনীয়তা রয়েছে।
(৮) শিক্ষার লক্ষ্য শিক্ষা
প্রক্রিয়া নিরবিচ্ছন্ন ও ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে।
(৯) বিদ্যালয় প্রশাসনিক ব্যবস্থা
কে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে।
(১০) প্রতিটি দেশের জাতীয়
উন্নয়নের জন্য শিক্ষা সুনির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন।
ওপরের আলোচনা থেকে বলা যায়, শিক্ষাপ্রক্রিয়ার
একটি গুরুত্বপূর্ণ পর্যায় হল শিক্ষার উদ্দেশ্য স্থির করা। শিক্ষার্থী কী শিখবে, কতখানি
শিখবে, কেন শিখবে এবং শিক্ষকশিক্ষিকারা কী শেখাবেন এইসব বিষয় শিক্ষার উদ্দেশ্যের দ্বারা
পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। কাজেই উপযুক্ত উদ্দেশ্য ছাড়া শিক্ষাপ্রক্রিয়া দিশাহীন
নৌকার মতোই লক্ষ্যহীন।
I feel this is among the such a lot important information for
me. And i am satisfied studying your article. However should observation on few basic
things, The web site style is great, the articles is in reality nice :
D. Good activity, cheers