বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান
ঋত্বিক ঘটক |
বাংলা সিনেমা স্বর্ণ যুগের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক ঋত্বিক ঘটক। 1952 খ্রিস্টাব্দে
তাঁর প্রথম চলচ্চিত্র ‘নাগরিক’ দ্বারা চলচ্চিত্রের তাঁর আবির্ভাব। কিন্তু আর্থিক কারণে
ছবিটি মুক্তি পায়নি। 1957 সালে মুক্তি পায় “অযান্ত্রিক” যেখানে একটি যন্ত্র ও তার
মালিকের অদ্ভুত মানবিক সম্পর্ক বন্ধনে চিত্র ধরা পড়ে। দেশভাগের পটভূমিকাতে তার ছবি
“কোমল গান্ধার”, বাস্তুহারাদের নিয়ে তার দুর্ধর্ষ দুটি ছবি “মেঘে ঢাকা তারা” ও “সুবর্ণরেখা”।
পূর্ববঙ্গের জেলেদের জীবন কাহিনী নিয়ে
তার ছবি “তিতাস একটি নদীর নাম”। সমকালীন বিতর্কিত রাজনীতি ছবি হল “যুক্তি তক্কো আর
গপ্পো” এটি তাঁর শেষ ছবি। সংখ্যায় খুবই অল্প তার পরিচালিত ছবি তালিকা, কিন্তু প্রতিটি
ছবি শিল্প নিষ্ঠুর এক নতুনত্বের সন্ধানী। আবেগে, মননে, সংলাপে, দৃশ্যের সংঘর্ষ নির্মাণে
তাঁর সিনেমা সম্পূর্ণ অভিনব। তিনি মাঝে মাঝে সিনেমার দৃশ্যের সাহায্যে এমন এমন কাব্য
মুহূর্তে তৈরি করেন যা দর্শকের মন কে নাড়িয়ে দেয়। তার সম্পর্কে সত্যজিৎ রায় বলেছেন-
“ঋত্বিক মনেপ্রাণে বাঙালি পরিচালক, বাঙালি শিল্পী, আমার থেকেও অনেক বেশি বাঙালি। আমার
কাছে এটাই তাঁর সবথেকে বড় পরিচয়। তিনি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার “রজতকমল” ছাড়াও “পদ্মশ্রী” পুরস্কারে সম্মানিত হন।
- বিজ্ঞানচর্চায় বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো
- বাঙালি চিকিৎসাবিদ্যায় কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (বসু) এর অবদান
- বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো
- সংগীতে সলিল চৌধুরীর অবদান বর্ণনা করো
- বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান বর্ণনা করো
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান লেখ
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান
- বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান লেখ
- বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখ
- বাংলা চিত্রকলা চর্চায় যামিনী রায়ের অবদান লেখ
- চিত্রকলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখ
- বাংলা চিত্রকলা চর্চায় ধারায় রামকিঙ্কর বেইজের অবদান লেখ
- বাংলা গানের কাজী নজরুল ইসলামের অবদান লেখ
- বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথের অবদান লেখ
- বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের ভূমিকা লেখ
- বাংলা গানের ইতিহাসে মান্না দের অবদান লেখ
- বাংলা গানের ইতিহাসে অতুলপ্রসাদ সেনের ভূমিকা
Nice