আধুনিক বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো |

আধুনিক বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান

 


মধুসূদন দত্ত


 ভূমিকা:  ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের বিপুল আলোড়ন
ও তরঙ্গ বিক্ষোভের গর্ভ থেকে গভীর কাব্যচেতনার আত্মপ্রত্যয়ের অগ্নিজ্বালা নিয়ে বাংলা
কাব্যসাহিত্যে মধুসূদনের আবির্ভাব। বাংলা সাহিত্যের মরা গাঙে তিনি এনেছেন ভরা জোয়ার।
প্রাণ বন্যায় প্লাবিত করেছেন বাংলা সাহিত্যের অঙ্গন। তাঁর কাব্য সাহিত্য ব্যক্তিস্বাতন্ত্র্যের
রশ্মি ধারায় সমুজ্জ্বল।

 

 সাহিত্য সম্ভার:
বায়রনের মতো প্রতিষ্ঠিত ইংরেজ কবি হবার আশায় মধুসূদন Timothy penpoem ছদ্মনামে ইংরেজিতে
প্রথম কাব্য লিখলেন – “A vision of the post-captive ladie”।কিন্তু উৎকৃষ্ট
রচনা হওয়া সত্বেও ইংরেজি সাহিত্যে তা সমাদৃত না হওয়ায়, তিনি বাংলা কাব্য রচনায়
মনোনিবেশ করেন এবং মাত্র ছয় বছরে চারটি মহাকাব্যপ্রতিম কাব্যগ্রন্থ এবং চতুর্দশপদী
কবিতাবলী রচনা করেন। তাঁর কাব্যগ্রন্থগুলি হল “তিলোত্তমা সম্ভব” (১৮৬০),
“ব্রজাঙ্গনা”(১৮৬১), “মেঘনাদ বধ”(১৮৬১), “বীরঙ্গনা”(১৮৬২)
এবং “চতুর্দশপদী কবিতাবলী”(১৮৬৬)।


 অবদান:

মধুসূদনের কাব্য
রচনার মধ্য দিয়ে বাংলা কাব্যে নবযুগের সূত্রপাত ঘটে।

পুরান কাহিনীর গতানুগতিকতা
ভঙ্গ করে মানুষের মাহাত্ম্য বর্ণনার মাধ্যমে তিনি মানবতার আদর্শকে প্রতিষ্ঠিত করেন।

নতুন ধরনের আখ্যায়িকাকাব্য
এবং ইউরোপীয় পদ্ধতিতে সার্থক মহাকাব্য রচনা করে তিনি নতুন রাজ্যের দ্বার খুলে দিলেন।

ক্লাসিক কল্পনা ও
বাচনভঙ্গির সাথে ইউরোপীয় সাহিত্য সুলভ রোমান্টিক আকুতির সংমিশ্রণে প্রাচ্য পাশ্চাত্য
সাহিত্যের মিলন ঘটিয়েছেন।

তিনিই আত্মকেন্দ্রিক
লিরিক কবিতার জন্মদাতা, তাঁর চতুর্দশপদী কবিতাবলী এর প্রথম সূত্রপাত।

সনেট রচনা করে তিনিই
প্রথম ইতালীয় ওষ কাব্যকৃতির সঙ্গে বাংলা সাহিত্যকে পরিচিত করলেন।

পয়ার ত্রিপদীর বন্ধন
থেকে মুক্ত করে তিনিই প্রথম মিলটনের “Blank verse” ছন্দের অনুকরণে অমিত্রাক্ষর
ছন্দ সৃষ্টি করলেন।

বাংলা সাহিত্যিক
মহাকাব্য (মেঘনাদ বধ) রচনার বিজয় মুকুটটি তিনিই অর্জন করেছিলেন।

 

 উপসংহার: যুগের
চাহিদা পূরণ করতে মাইকেল প্রাচ্য-পাশ্চাত্যের মিলন ঘটিয়ে, গতিহীন পয়ারের বেড়ি ভেঙে
অমিত্রাক্ষরের গণসংগীত দিয়ে মধ্যযুগীয় মফস্বলীয় সাহিত্যে আধুনিকতার প্রবেশ ঘটিয়ে
বাংলা সাহিত্যকে সাবলীল গতি দান করেছেন। এক কথায় আধুনিক বাংলা সাহিত্যাকাশে মধুসূদন
ছিলেন একজন ব্যতিক্রমী উজ্জ্বল জ্যোতিষ্ক।


❤ চিকিৎসাবিদ্যা / বিজ্ঞানচর্চায় নীলরতন সরকারের অবদান আলোচনা করো

❤ বিজ্ঞানচর্চায় বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো

❤ বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো

❤ বাঙালি চিকিৎসাবিদ্যায় কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (বসু) এর অবদান বর্ণনা করো 

❤ সংগীতে সলিল চৌধুরীর অবদান বর্ণনা করো

❤ বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান বর্ণনা করো

❤ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান লেখ

❤ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান লেখ

❤ বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল, যামিনী, অবনীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রামকিঙ্করের ভূমিকা

❤ বাংলা গানের ইতিহাসে নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, রজনীকান্ত, মান্না দে, অতুলপ্রসাদ সেনের অবদান

❤ বাংলা গানের ইতিহাসে মান্না দে, অতুলপ্রসাদ সেনের ভূমিকা

  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top