শিক্ষা বা Education শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করো | Sikkhar artho | meaning of education |

‘শিক্ষা’ বা Education’ অর্থ | meaning of education |

শিক্ষা বা Education শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ
করো

“শিক্ষা” শব্দের ব্যুৎপত্তিগত অর্থ- সাহিত্য আকাদেমি কর্তৃক প্রকাশিত ‘বঙ্গীয় শব্দকোষ’ অনুযায়ী শিক্ষা শব্দটি সংস্কৃত ‘শিক্ষ’ ধাতু থেকে এসেছে। এর ‘অর্থ হল বিদ্যাগ্রহণ, শিক্ষণ বা শেখা। আরও ব্যাখ্যা করে বলা যায়, শিক্ষকের সাহায্যে পঠনপাঠন ও সু-অভ্যাসের দ্বারা প্রকৃত মানুষ গড়ে তোলার প্রক্রিয়াই হল শিক্ষা। বাংলা ভাষায় শিক্ষা শব্দের সমার্থক হিসেবে ‘বিদ্যা শব্দটিও ব্যবহৃত হয়। ‘বিদ্যা’ কথাটি সংস্কৃত ‘বিদ্’ ধাতু থেকে এসেছে। বিদ্ কথাটির অর্থ হল জ্ঞান অর্জন করা’ বা ‘জানা। এক্ষেত্রেবিদ্যা’ র অর্থ হয়েছে কোনো কিছু সম্পর্কে জ্ঞান বা কৌশল আয়ত্ত করা।

Education’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ : ‘Education’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করতে গিয়ে ভাষাতত্ত্ববিদগণ
ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। এই সব মতামতকে চারটি ভাগে ভাগ করে ।

প্রথম মত : শিক্ষা’র ইংরেজি প্রতিশব্দ
‘Education’ শব্দটি লাতিন শব্দ Educatio থেকে গৃহীত হয়েছে। ‘Educatio’ কথাটির উৎপত্তি
ঘটেছে দুটি শব্দের সংমিশ্রণে। শব্দ দুটি হল—d এবং ‘ducd’ এর অর্থ হল— ‘থেকে’ (from
বা out of) এবং ‘ducd -এর অর্থ হল—‘টেনে বের করা (to draw out)। এই মত অনুসরণ করে বলা
যায়, education’ বা ‘শিক্ষা’র অর্থ হল শিশুর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলিকে নিষ্কাশন
করা।

দ্বিতীয় মত : Education’ শব্দটির উৎপত্তি ঘটেছে
লাতিন শব্দ ‘Educare থেকে। Educare শব্দের অর্থ হল—লালনপালন করা (to bring up), পরিচর্যা
করা (to nourish), উত্তোলন করা (to raise) ইত্যাদি। সুতরাং, এই মত অনুযায়ী, শিক্ষা
হল শিশুকে বা অপরিণত শিক্ষার্থীকে উপযুক্ত লালনপালন বা পরিচর্যার দ্বারা জীবনধারণের
উপযােগী দক্ষতা ও কৌশল অর্জনে সাহায্য করা। শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভা থাকে, তাকে
সুপ্তাবস্থা থেকে উত্তোলন করা এবং জীবনপথে পরিচালিত করার প্রক্রিয়াই হল শিক্ষা।

তৃতীয় মত : ‘Education’ শব্দটির উদ্ভব ঘটেছে
লাতিন শব্দ ‘Educere’ থেকে। Educere শব্দের অর্থ হল—নির্দেশনা (to lead out), নিষ্কাশন
করা (to draw out) ইত্যাদি। এই মত অনুযায়ী, শিক্ষা হল শিক্ষার্থীর সুপ্ত গুণাবলিকে
নির্দেশ দানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া।

চতুর্থ মত : ‘Education’ কথাটি এসেছে লাতিন শব্দ
Educatum থেকে। ‘Educatum শব্দটির অর্থ হল—শিক্ষাদানের কাজ (teaching)। এই অর্থে শিক্ষা
বলতে বােঝায়, শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীকে বিকশিত করা।

 

Download Pdf

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top