ন্যায়ের সংস্থান কি? সংস্থান কয় প্রকার ও কি কি? বিস্তারিত ব্যাখ্যা করো | ন্যায় অনুমানের হেতু পদের গুরুত্ব কি? Note with PDF |

ন্যায়ের সংস্থান কি? সংস্থান কয় প্রকার
ও কি কি? বিস্তারিত ব্যাখ্যা করো। 
ন্যায়
অনুমানের হেতু পদের গুরুত্ব কি? 
পঞ্চম অধ্যায়- মাধ্যম যুক্তি (নিরপেক্ষ ন্যায়) দ্বাদশ শ্রেণি। Philosophy Note with PDF |

ন্যায়ের সংস্থান-

সংস্থান:- ন্যায়ের দুটি আশ্রয় বাক্যের মধ্যে
হেতু পদের ভিন্ন ভিন্ন অবস্থান অনুসারে ন্যায়ের যে আকার হয়, তাকেই সংস্থান বলে।

শ্রেণীবিভাগ   সংস্থান 4 প্রকার



প্রথম সংস্থান:- ন্যায়ের দুটি আশ্রয় বাক্যের
মধ্যে হেতু পদ প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে
বসে ন্যায়ের যে আকার গঠন করে তাকে ন্যায়ের প্রথম সংস্থান বলে।


দ্বিতীয় সংস্থান:- ন্যায়ের দুটি আশ্রয় বাক্যের
মধ্যে হেতু পদ উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে বসে ন্যায়ের যে আকার গঠন করে তাকে দ্বিতীয়
সংস্থান বলে।


তৃতীয় সংস্থান:– ন্যায়ের দুটি আশ্রয় বাক্যের
মধ্যে হেতু পদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে বসে যে আকার গঠন করে তাকে তৃতীয়
সংস্থান বলে।


চতুর্থ সংস্থান:– ন্যায়ের দুটি আশ্রয় বাক্যের
মধ্যে হেতু পদ প্রধান আশ্রয় বাক্যের বিধেয় ও অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে
বসে ন্যায়ের যে আকার গঠন করে তাকে চতুর্থ সংস্থান বলে।


ন্যায়
অনুমানের হেতু পদের গুরুত্ব কি?

     ন্যায়
অনুমানের সর্বাধিক গুরুত্বপূর্ণ পদ হলো হেতু পদ।এই হেতু পদই ন্যায়ের
  যুক্তি গঠনে এক অনবদ্ধ  ভূমিকা নেয়। আমরা জানি এই হেতু পদের আরেক নাম মধ্যপদ।
এই পদ ন্যায়ের দুটি আশ্রয় বাক্যই কেবল উপস্থিত থাকে। দেখা যায়, ন্যায়ের
   প্রধান আশ্রয় বাক্যের সাধ্য  বা প্রধান পদের সঙ্গে এবং অপ্রধান আশ্রয় বাক্যের পক্ষ
বা অপ্রধান পদের সঙ্গে উপস্থিত থেকে ন্যায়ের সিদ্ধান্ত গঠনে সর্বাঙ্গীণ সহায়তা করে।
এই পদ যেন জমি বিক্রির দালালের মতো কাজ করে। একজন দালাল জমির ক্রেতা-বিক্রেতার মাঝে
থেকে যেমন কাজটি সম্পন্ন করে ঠিক সেইরূপ এই হেতু পদ পক্ষ ও সাধ্য পদের সঙ্গে উপস্থিত
থেকে সিদ্ধান্তে উভয় পদের সম্বন্ধ স্থাপনে সাহায্য করে। সেইজন্য ন্যায়ে এই পদের গুরুত্ব
অনস্বীকার্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *