নিরপেক্ষ বচনের ভেনচিত্র
S শ্রেনীকে বোঝাতে ভেনচিত্র কী?
S শ্রেনীর শূন্যগর্ভ বোঝাতে চিত্রটি হবে-
বৃত্তটিকে রেখার দ্বারা ছায়াবৃত্ত করতে হবে।
S শ্রেনীর শূন্যগর্ভ নয় বোঝাতে চিত্রটি
হবে-
বৃত্তটির মাঝে ‘X’ চিহ্ন বসবে।
শ্রেনীর পরিপূরক শ্রেনী বোঝাতে- S বসবে।
A বচনের
ভেনচিত্র:-
বুলীয় রূপ– A – S P = 0 এর অর্থ হল SP বৃত্তের যে অংশে P নেই বা
S বৃত্তের যে অংশ শূন্য সেই অংশটি ছায়াবৃত্ত হবে।
E বচনের
ভেনচিত্র:-
E-
কোনো S নয় P
বুলীয় রূপ- E
– SP = 0 এর অর্থ হল SP বৃত্তের যে অংশ শূন্যগর্ভ সেই অংশ ছায়াবৃত্ত হবে।
I বচনের
ভেনচিত্র:-
I
– কোনো কোনো S হয় P
বলীয় রূপ- I – SP ≠ 0 এর অর্থ SP বৃত্তের SP অংশটি শূন্যগর্ভ ন্য। সেজন্য
এই অংশতে ‘X’ চিহ্ন বসবে।
O
ভেনচিত্র:-
O-
কোনো কোনো S নয় P
বুলীয় রূপ– O – S P ≠ 0 এর অর্থ হল SP বৃত্তের যে অংশে S আছে কিন্তু P নেই
সেই অংশটি শূন্যগর্ভ নয়। সেজন্য ‘X’ চিহ্ন বসবে।
নিম্নে ছবির মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হল-