দ্বাদশ শ্রেণীর 3rd সেমিস্টারের প্রথম অধ্যায়ের শিক্ষাবিজ্ঞান বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (১৯৪৮-৪৯), মাধ্যমিক শিক্ষা কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন (১৯৬৪-৬৬) থেকে সমস্ত প্রস্ন-উত্তর দেওয়া হল

বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (১৯৪৮-৪৯), মাধ্যমিক শিক্ষা কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন (১৯৬৪-৬৬)
উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ বোর্ডের নতুন সেমিস্টার পদ্ধতিতে MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) ভিত্তিক মূল্যায়নের গুরুত্ব অনেক বেড়েছে। এই পৃষ্ঠায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (১৯৪৮-৪৯), মাধ্যমিক শিক্ষা কমিশন (১৯৫২-৫৩) এবং ভারতীয় শিক্ষা কমিশন (১৯৬৪-৬৬) সংক্রান্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর সংকলিত হয়েছে।
এখানে প্রতিটি প্রশ্ন পরীক্ষার সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী সাজানো, যাতে শিক্ষার্থীরা সহজেই প্রস্তুতি নিতে পারে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে।
শিক্ষকদের জন্যও এই সংকলনটি ক্লাসরুমে দ্রুত রিভিশন ও মূল্যায়নের কাজে সহায়ক হবে। আশা করি, এই প্রশ্ন-উত্তরভিত্তিক কনটেন্ট শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং পরীক্ষায় সাফল্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
- A) ড. ডি. এস. কোঠারি
- B) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন
- C) ড. লক্ষ্মণ স্বামী মুদ্রাল
- D) ড. জাকির হোসেন
- উত্তর: B) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়?
- A) ১৯৫২
- B) ১৯৬৪
- C) ১৯৪৮
- D) ১৯৫০
- উত্তর: C) ১৯৪৮
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
- A) প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন
- B) মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন
- C) উচ্চশিক্ষার মানোন্নয়ন
- D) কারিগরি শিক্ষার মানোন্নয়ন
- উত্তর: C) উচ্চশিক্ষার মানোন্নয়ন
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী স্নাতক স্তরের সময়কাল কত বছর?
- A) ২ বছর
- B) ৩ বছর
- C) ৪ বছর
- D) ৫ বছর
- উত্তর: B) ৩ বছর
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে উচ্চশিক্ষার প্রধান ভাষা কোনটি?
- A) ইংরেজি
- B) হিন্দি
- C) উর্দু
- D) সংস্কৃত
- উত্তর: A) ইংরেজি
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য ছিলেন—
- A) ড. জেমস এম ডাফ
- B) ড. আর্থার ই মরগ্যান
- C) ড. টি গার্ট
- D) উপরের সবগুলো
- উত্তর: D) উপরের সবগুলো
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রবেশাধিকার পাওয়ার জন্য কত বছর পড়াশোনা করতে হবে?
- A) ১০ বছর
- B) ১১ বছর
- C) ১২ বছর
- D) ১৩ বছর
- উত্তর: C) ১২ বছর
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ কী?
- A) ক্রীড়া
- B) নতুন জ্ঞান সৃষ্টি ও অনুসন্ধান
- C) ব্যবসা
- D) শিল্প
- উত্তর: B) নতুন জ্ঞান সৃষ্টি ও অনুসন্ধান
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
- A) শারীরিক
- B) মানবিক
- C) কারিগরি
- D) ব্যবসায়িক
- উত্তর: B) মানবিক
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, উচ্চশিক্ষার জন্য প্রধানত কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়?
- A) কলা
- B) বিজ্ঞান
- C) মানববিদ্যা
- D) সবগুলো
- উত্তর: D) সবগুলো
- মাধ্যমিক শিক্ষা কমিশনের আরেক নাম কী?
- A) কোঠারি কমিশন
- B) মুদ্রাল কমিশন
- C) রাধাকৃষ্ণন কমিশন
- D) সার্ভে কমিশন
- উত্তর: B) মুদ্রাল কমিশন
- মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
- A) ড. ডি. এস. কোঠারি
- B) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন
- C) ড. লক্ষ্মণ স্বামী মুদ্রাল
- D) ড. জাকির হোসেন
- উত্তর: C) ড. লক্ষ্মণ স্বামী মুদ্রাল
- মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
- A) প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন
- B) মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন
- C) উচ্চশিক্ষার মানোন্নয়ন
- D) কারিগরি শিক্ষার মানোন্নয়ন
- উত্তর: B) মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন
- মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়?
- A) ১৯৪৮
- B) ১৯৫২
- C) ১৯৬৪
- D) ১৯৫০
- উত্তর: B) ১৯৫২
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, মাধ্যমিক শিক্ষার সময়কাল কত বছর?
- A) ৫ বছর
- B) ৬ বছর
- C) ৭ বছর
- D) ৮ বছর
- উত্তর: C) ৭ বছর
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
- A) শারীরিক
- B) নৈতিকতা
- C) ব্যবসায়িক
- D) কারিগরি
- উত্তর: B) নৈতিকতা
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যম কী হবে?
- A) ইংরেজি
- B) হিন্দি
- C) মাতৃভাষা
- D) উর্দু
- উত্তর: C) মাতৃভাষা
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার্থীদের মধ্যে কোন গুণাবলির বিকাশ হওয়া উচিত?
- A) দেশপ্রেম
- B) ব্যবসায়িক
- C) কারিগরি
- D) ব্যবসা
- উত্তর: A) দেশপ্রেম
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, কারিগরি শিক্ষার গুরুত্ব কেমন?
- A) কম
- B) মাঝারি
- C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- D) অপ্রয়োজনীয়
- উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক অনুপাত কত হওয়া উচিত?
- A) ২০:১
- B) ৩০:১
- C) ৪০:১
- D) ৫০:১
- উত্তর: B) ৩০:১
- ভারতীয় শিক্ষা কমিশনের আরেক নাম কী?
- A) মুদ্রাল কমিশন
- B) কোঠারি কমিশন
- C) রাধাকৃষ্ণন কমিশন
- D) সার্ভে কমিশন
- উত্তর: B) কোঠারি কমিশন
- ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
- A) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন
- B) ড. ডি. এস. কোঠারি
- C) ড. লক্ষ্মণ স্বামী মুদ্রাল
- D) ড. জাকির হোসেন
- উত্তর: B) ড. ডি. এস. কোঠারি
- ভারতীয় শিক্ষা কমিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
- A) প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন
- B) মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন
- C) শিক্ষার সার্বিক উন্নয়ন
- D) কারিগরি শিক্ষার মানোন্নয়ন
- উত্তর: C) শিক্ষার সার্বিক উন্নয়ন
- ভারতীয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়?
- A) ১৯৪৮
- B) ১৯৫২
- C) ১৯৬৪
- D) ১৯৭২
- উত্তর: C) ১৯৬৪
- ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার কাঠামো কেমন হওয়া উচিত?
- A) ১০+১+৩
- B) ১০+২+৩
- C) ১২+৩
- D) ৮+৪
- উত্তর: B) ১০+২+৩
- ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মূল লক্ষ্য কী?
- A) ব্যবসা
- B) জাতীয় উন্নয়ন
- C) ক্রীড়া
- D) শিল্প
- উত্তর: B) জাতীয় উন্নয়ন
- ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যম কী হবে?
- A) ইংরেজি
- B) হিন্দি
- C) মাতৃভাষা
- D) উর্দু
- উত্তর: C) মাতৃভাষা
- ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার জন্য কত শতাংশ GDP বরাদ্দ করা উচিত?
- A) ৩%
- B) ৪%
- C) ৫%
- D) ৬%
- উত্তর: D) ৬%
- ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
- A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
- B) ব্যবসায়িক
- C) ক্রীড়া
- D) কারিগরি
- উত্তর: A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
- ভারতীয় শিক্ষা কমিশনের মতে, কারিগরি শিক্ষার গুরুত্ব কেমন?
- A) কম
- B) মাঝারি
- C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- D) অপ্রয়োজনীয়
- উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত?
- A) অযোগ্য
- B) দক্ষ ও যোগ্য
- C) অপ্রয়োজনীয়
- D) ব্যবসায়িক
- উত্তর: B) দক্ষ ও যোগ্য
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা থাকা উচিত কি না?
- A) হ্যাঁ
- B) না
- C) আংশিক
- D) অপ্রয়োজনীয়
- উত্তর: A) হ্যাঁ
- কোঠারি কমিশনের মতে, শিক্ষার জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হয়?
- A) ১০+১+৩
- B) ১০+২+৩
- C) ১২+৩
- D) ৮+৪
- উত্তর: B) ১০+২+৩
- কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
- A) বিজ্ঞানমনস্কতা
- B) ব্যবসায়িক
- C) ক্রীড়া
- D) কারিগরি
- উত্তর: A) বিজ্ঞানমনস্কতা
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে শারীরিক শিক্ষার গুরুত্ব কতটা?
- A) কম
- B) মাঝারি
- C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- D) অপ্রয়োজনীয়
- উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়কাল কত?
- A) ২ বছর
- B) ৩ বছর
- C) ৪ বছর
- D) ৫ বছর
- উত্তর: B) ৩ বছর
- কোঠারি কমিশনের মতে, শিক্ষার প্রধান লক্ষ্য কী?
- A) জাতীয় ঐক্য ও অগ্রগতি
- B) ব্যবসা
- C) ক্রীড়া
- D) শিল্প
- উত্তর: A) জাতীয় ঐক্য ও অগ্রগতি
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে পাঠক্রমের বৈচিত্র্য থাকা উচিত কি না?
- A) হ্যাঁ
- B) না
- C) আংশিক
- D) অপ্রয়োজনীয়
- উত্তর: A) হ্যাঁ
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মান বজায় রাখার জন্য কী করতে হবে?
- A) উপযুক্ত পাঠক্রম ও যোগ্য শিক্ষক নিয়োগ
- B) শুধু পরীক্ষা
- C) শুধু খেলাধুলা
- D) শুধু ব্যবসা
- উত্তর: A) উপযুক্ত পাঠক্রম ও যোগ্য শিক্ষক নিয়োগ
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন করা উচিত কি না?
- A) হ্যাঁ
- B) না
- C) আংশিক
- D) অপ্রয়োজনীয়
- উত্তর: A) হ্যাঁ
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, গবেষণার গুরুত্ব কতটা?
- A) কম
- B) মাঝারি
- C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- D) অপ্রয়োজনীয়
- উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- কোঠারি কমিশনের মতে, শিক্ষার সর্বজনীনতা কেমন হওয়া উচিত?
- A) সীমিত
- B) সকলের জন্য উন্মুক্ত
- C) শুধু শহরে
- D) শুধু গ্রামে
- উত্তর: B) সকলের জন্য উন্মুক্ত
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে নৈতিক শিক্ষার গুরুত্ব কতটা?
- A) কম
- B) মাঝারি
- C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- D) অপ্রয়োজনীয়
- উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- কোঠারি কমিশনের মতে, শিক্ষার জন্য কত শতাংশ GDP বরাদ্দ করা উচিত?
- A) ৩%
- B) ৪%
- C) ৫%
- D) ৬%
- উত্তর: D) ৬%
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার্থীদের মধ্যে মানবসভ্যতা সম্পর্কে ধারণা গড়ে তোলার জন্য কী ব্যবস্থা নেওয়া উচিত?
- A) মানববিদ্যা চর্চার জন্য পাঠক্রম
- B) শুধু খেলাধুলা
- C) শুধু ব্যবসা
- D) শুধু বিজ্ঞান
- উত্তর: A) মানববিদ্যা চর্চার জন্য পাঠক্রম
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে দেশপ্রেম শিক্ষার গুরুত্ব কতটা?
- A) কম
- B) মাঝারি
- C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- D) অপ্রয়োজনীয়
- উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- কোঠারি কমিশনের মতে, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব কতটা?
- A) কম
- B) মাঝারি
- C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- D) অপ্রয়োজনীয়
- উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কতটা?
- A) কম
- B) মাঝারি
- C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- D) অপ্রয়োজনীয়
- উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, পেশাগত শিক্ষার জন্য কোন কোন বিষয় গুরুত্ব পায়?
- A) কৃষি
- B) বাণিজ্য
- C) প্রযুক্তি
- D) সবগুলো
- উত্তর: D) সবগুলো
- কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
- A) একতা ও সংহতির শিক্ষা
- B) শুধু ব্যবসা
- C) শুধু বিজ্ঞান
- D) শুধু খেলাধুলা
- উত্তর: A) একতা ও সংহতির শিক্ষা
৫১. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়?
A) ১৯৪৭
B) ১৯৪৯
C) ১৯৫২
D) ১৯৬৬
উত্তর: B) ১৯৪৯
৫২. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কোন স্তরের শিক্ষার ওপর গুরুত্ব দেয়?
A) প্রাথমিক
B) মাধ্যমিক
C) উচ্চশিক্ষা
D) কারিগরি
উত্তর: C) উচ্চশিক্ষা
৫৩. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার উদ্দেশ্য কী?
A) চাকরি
B) মানবিক গুণাবলি
C) ব্যবসা
D) খেলাধুলা
উত্তর: B) মানবিক গুণাবলি
৫৪. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার্থীদের মধ্যে কোন গুণাবলির বিকাশ হওয়া উচিত?
A) আত্মনির্ভরতা
B) দেশপ্রেম
C) নেতৃত্ব
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৫৫. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে কোন বিষয় বাধ্যতামূলক?
A) বিজ্ঞান
B) মানববিদ্যা
C) ইংরেজি
D) ইতিহাস
উত্তর: B) মানববিদ্যা
৫৬. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষকের বেতন কেমন হওয়া উচিত?
A) কম
B) মানানসই
C) বেশি
D) নির্ধারিত নয়
উত্তর: B) মানানসই
৫৭. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, গবেষণার জন্য কোনটি অপরিহার্য?
A) অর্থ
B) সুযোগ
C) সময়
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৫৮. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোনটি বিকশিত হবে?
A) বুদ্ধি
B) চরিত্র
C) দায়িত্ববোধ
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৫৯. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান?
A) সামাজিক
B) অর্থনৈতিক
C) শিক্ষামূলক
D) রাজনৈতিক
উত্তর: C) শিক্ষামূলক
৬০. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে কোনটি থাকা উচিত?
A) ছাত্র সংসদ
B) ছাত্রাবাস
C) পাঠাগার
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৬১. মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়?
A) ১৯৫২
B) ১৯৫৩
C) ১৯৫৪
D) ১৯৬৪
উত্তর: B) ১৯৫৩
৬২. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার উদ্দেশ্য কী?
A) চাকরি
B) সর্বাঙ্গীন বিকাশ
C) ব্যবসা
D) খেলাধুলা
উত্তর: B) সর্বাঙ্গীন বিকাশ
৬৩. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে কোনটি থাকা উচিত?
A) পাঠাগার
B) বিজ্ঞানাগার
C) খেলার মাঠ
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৬৪. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে কোনটি বাধ্যতামূলক?
A) স্বাস্থ্য শিক্ষা
B) শারীরিক শিক্ষা
C) নৈতিক শিক্ষা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৬৫. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে কোনটি গুরুত্ব পায়?
A) সহশিক্ষা কার্যক্রম
B) কারিগরি শিক্ষা
C) শিল্প শিক্ষা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৬৬. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক অনুপাত কত হওয়া উচিত?
A) ২০:১
B) ৩০:১
C) ৪০:১
D) ৫০:১
উত্তর: B) ৩০:১
৬৭. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার্থীদের মধ্যে কোন গুণাবলির বিকাশ হওয়া উচিত?
A) দেশপ্রেম
B) নেতৃত্ব
C) আত্মনির্ভরতা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৬৮. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে কোনটি থাকা উচিত?
A) ছাত্র সংসদ
B) ছাত্রাবাস
C) খেলাধুলা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৬৯. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে কোনটি গুরুত্বপূর্ণ?
A) নৈতিক শিক্ষা
B) বিজ্ঞান শিক্ষা
C) স্বাস্থ্য শিক্ষা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৭০. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে কোনটি বাধ্যতামূলক?
A) বিজ্ঞান
B) গণিত
C) ইংরেজি
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৭১. ভারতীয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়?
A) ১৯৪৮
B) ১৯৫২
C) ১৯৬৪
D) ১৯৭২
উত্তর: C) ১৯৬৪
৭২. ভারতীয় শিক্ষা কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়?
A) ১৯৬৫
B) ১৯৬৬
C) ১৯৬৭
D) ১৯৭০
উত্তর: B) ১৯৬৬
৭৩. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার কাঠামো কী?
A) ১০+১+৩
B) ১০+২+৩
C) ১২+৩
D) ৮+৪
উত্তর: B) ১০+২+৩
৭৪. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার জন্য কত শতাংশ GDP বরাদ্দ করা উচিত?
A) ৩%
B) ৪%
C) ৫%
D) ৬%
উত্তর: D) ৬%
৭৫. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
B) ব্যবসায়িক
C) ক্রীড়া
D) কারিগরি
উত্তর: A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
৭৬. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব কতটা?
A) কম
B) মাঝারি
C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
D) অপ্রয়োজনীয়
উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
৭৭. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার প্রধান লক্ষ্য কী?
A) জাতীয় উন্নয়ন
B) ব্যবসা
C) ক্রীড়া
D) শিল্প
উত্তর: A) জাতীয় উন্নয়ন
৭৮. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার সর্বজনীনতা কেমন হওয়া উচিত?
A) সীমিত
B) সকলের জন্য উন্মুক্ত
C) শুধু শহরে
D) শুধু গ্রামে
উত্তর: B) সকলের জন্য উন্মুক্ত
৭৯. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যম কী হবে?
A) ইংরেজি
B) হিন্দি
C) মাতৃভাষা
D) উর্দু
উত্তর: C) মাতৃভাষা
৮০. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার জন্য প্রধানত কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়?
A) বিজ্ঞান
B) কারিগরি
C) মানবিক
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৮১. কোঠারি কমিশনের মতে, শিক্ষার কাঠামো কী?
A) ১০+১+৩
B) ১০+২+৩
C) ১২+৩
D) ৮+৪
উত্তর: B) ১০+২+৩
৮২. কোঠারি কমিশনের মতে, শিক্ষার জন্য কত শতাংশ GDP বরাদ্দ করা উচিত?
A) ৩%
B) ৪%
C) ৫%
D) ৬%
উত্তর: D) ৬%
৮৩. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) একতা ও সংহতির শিক্ষা
B) শুধু ব্যবসা
C) শুধু বিজ্ঞান
D) শুধু খেলাধুলা
উত্তর: A) একতা ও সংহতির শিক্ষা
৮৪. কোঠারি কমিশনের মতে, শিক্ষার প্রধান লক্ষ্য কী?
A) জাতীয় উন্নয়ন ও মানবসম্পদ বিকাশ
B) ব্যবসা
C) ক্রীড়া
D) শিল্প
উত্তর: A) জাতীয় উন্নয়ন ও মানবসম্পদ বিকাশ
৮৫. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
A) বিজ্ঞানমনস্কতা
B) ব্যবসায়িক
C) ক্রীড়া
D) কারিগরি
উত্তর: A) বিজ্ঞানমনস্কতা
৮৬. কোঠারি কমিশনের মতে, শিক্ষার জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হয়?
A) ১০+১+৩
B) ১০+২+৩
C) ১২+৩
D) ৮+৪
উত্তর: B) ১০+২+৩
৮৭. কোঠারি কমিশনের মতে, শিক্ষার জন্য প্রধানত কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়?
A) বিজ্ঞান
B) কারিগরি
C) মানবিক
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৮৮. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
B) ব্যবসায়িক
C) ক্রীড়া
D) কারিগরি
উত্তর: A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
৮৯. কোঠারি কমিশনের মতে, শিক্ষার জন্য প্রধানত কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়?
A) বিজ্ঞান
B) কারিগরি
C) মানবিক
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৯০. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) একতা ও সংহতির শিক্ষা
B) শুধু ব্যবসা
C) শুধু বিজ্ঞান
D) শুধু খেলাধুলা
উত্তর: A) একতা ও সংহতির শিক্ষা
৯১. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে কোনটি থাকা উচিত?
A) ছাত্র সংসদ
B) ছাত্রাবাস
C) পাঠাগার
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৯২. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে কোনটি বাধ্যতামূলক?
A) বিজ্ঞান
B) গণিত
C) ইংরেজি
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৯৩. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার জন্য প্রধানত কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়?
A) বিজ্ঞান
B) কারিগরি
C) মানবিক
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
৯৪. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) একতা ও সংহতির শিক্ষা
B) শুধু ব্যবসা
C) শুধু বিজ্ঞান
D) শুধু খেলাধুলা
উত্তর: A) একতা ও সংহতির শিক্ষা
৯৫. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক অনুপাত কত হওয়া উচিত?
A) ২০:১
B) ৩০:১
C) ৪০:১
D) ৫০:১
উত্তর: B) ৩০:১
৯৬. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার্থীদের মধ্যে মানবসভ্যতা সম্পর্কে ধারণা গড়ে তোলার জন্য কী ব্যবস্থা নেওয়া উচিত?
A) মানববিদ্যা চর্চার জন্য পাঠক্রম
B) শুধু খেলাধুলা
C) শুধু ব্যবসা
D) শুধু বিজ্ঞান
উত্তর: A) মানববিদ্যা চর্চার জন্য পাঠক্রম
৯৭. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে নৈতিক শিক্ষার গুরুত্ব কতটা?
A) কম
B) মাঝারি
C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
D) অপ্রয়োজনীয়
উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
৯৮. কোঠারি কমিশনের মতে, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব কতটা?
A) কম
B) মাঝারি
C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
D) অপ্রয়োজনীয়
উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
৯৯. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, পেশাগত শিক্ষার জন্য কোন কোন বিষয় গুরুত্ব পায়?
A) কৃষি
B) বাণিজ্য
C) প্রযুক্তি
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১০০. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) একতা ও সংহতির শিক্ষা
B) শুধু ব্যবসা
C) শুধু বিজ্ঞান
D) শুধু খেলাধুলা
উত্তর: A) একতা ও সংহতির শিক্ষা
১০১. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য সর্বনিম্ন বয়স কত?
A) ১৫ বছর
B) ১৬ বছর
C) ১৭ বছর
D) ১৮ বছর
উত্তর: C) ১৭ বছর
১০২. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, কোনটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ নয়?
A) নতুন জ্ঞান সৃষ্টি
B) গবেষণা
C) ব্যবসা
D) অনুসন্ধান
উত্তর: C) ব্যবসা
১০৩. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার্থীদের জন্য কোনটি বাধ্যতামূলক?
A) খেলাধুলা
B) মানববিদ্যা
C) ব্যবসা
D) কারিগরি শিক্ষা
উত্তর: B) মানববিদ্যা
১০৪. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষকদের জন্য কোনটি গুরুত্বপূর্ণ?
A) উচ্চ বেতন
B) প্রশিক্ষণ
C) ব্যবসা
D) শিল্প
উত্তর: B) প্রশিক্ষণ
১০৫. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে কোনটি থাকা উচিত?
A) গবেষণাগার
B) পাঠাগার
C) ছাত্রাবাস
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১০৬. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে কোনটি গুরুত্বপূর্ণ নয়?
A) ছাত্র সংসদ
B) খেলাধুলা
C) ব্যবসা
D) গবেষণা
উত্তর: C) ব্যবসা
১০৭. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে কোনটি বাধ্যতামূলক?
A) মানববিদ্যা
B) কারিগরি শিক্ষা
C) ব্যবসা
D) শিল্প শিক্ষা
উত্তর: A) মানববিদ্যা
১০৮. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষকের দায়িত্ব কী?
A) পাঠদান
B) গবেষণা
C) ছাত্রদের নৈতিক গুণাবলি গড়ে তোলা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১০৯. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোনটি বিকশিত হবে?
A) নেতৃত্ব
B) মানবিক গুণাবলি
C) আত্মনির্ভরতা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১১০. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে কোনটি থাকা উচিত?
A) ছাত্র সংসদ
B) ছাত্রাবাস
C) পাঠাগার
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১১১. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে কোনটি বাধ্যতামূলক?
A) স্বাস্থ্য শিক্ষা
B) নৈতিক শিক্ষা
C) শারীরিক শিক্ষা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১১২. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে কোনটি থাকা উচিত?
A) বিজ্ঞানাগার
B) পাঠাগার
C) খেলার মাঠ
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১১৩. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক অনুপাত কত হওয়া উচিত?
A) ২০:১
B) ৩০:১
C) ৪০:১
D) ৫০:১
উত্তর: B) ৩০:১
১১৪. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে কোনটি গুরুত্ব পায়?
A) সহশিক্ষা কার্যক্রম
B) কারিগরি শিক্ষা
C) শিল্প শিক্ষা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১১৫. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার উদ্দেশ্য কী?
A) চাকরি
B) সর্বাঙ্গীন বিকাশ
C) ব্যবসা
D) খেলাধুলা
উত্তর: B) সর্বাঙ্গীন বিকাশ
১১৬. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে কোনটি বাধ্যতামূলক?
A) বিজ্ঞান
B) গণিত
C) ইংরেজি
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১১৭. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন করা উচিত কি না?
A) হ্যাঁ
B) না
C) আংশিক
D) অপ্রয়োজনীয়
উত্তর: A) হ্যাঁ
১১৮. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে নৈতিক শিক্ষার গুরুত্ব কতটা?
A) কম
B) মাঝারি
C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
D) অপ্রয়োজনীয়
উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
১১৯. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে দেশপ্রেম শিক্ষার গুরুত্ব কতটা?
A) কম
B) মাঝারি
C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
D) অপ্রয়োজনীয়
উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
১২০. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কতটা?
A) কম
B) মাঝারি
C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
D) অপ্রয়োজনীয়
উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
১২১. ভারতীয় শিক্ষা কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়?
A) ১৯৬৫
B) ১৯৬৬
C) ১৯৬৭
D) ১৯৭০
উত্তর: B) ১৯৬৬
১২২. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার কাঠামো কী?
A) ১০+১+৩
B) ১০+২+৩
C) ১২+৩
D) ৮+৪
উত্তর: B) ১০+২+৩
১২৩. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার জন্য কত শতাংশ GDP বরাদ্দ করা উচিত?
A) ৩%
B) ৪%
C) ৫%
D) ৬%
উত্তর: D) ৬%
১২৪. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
B) ব্যবসায়িক
C) ক্রীড়া
D) কারিগরি
উত্তর: A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
১২৫. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার প্রধান লক্ষ্য কী?
A) জাতীয় উন্নয়ন
B) ব্যবসা
C) ক্রীড়া
D) শিল্প
উত্তর: A) জাতীয় উন্নয়ন
১২৬. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার সর্বজনীনতা কেমন হওয়া উচিত?
A) সীমিত
B) সকলের জন্য উন্মুক্ত
C) শুধু শহরে
D) শুধু গ্রামে
উত্তর: B) সকলের জন্য উন্মুক্ত
১২৭. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যম কী হবে?
A) ইংরেজি
B) হিন্দি
C) মাতৃভাষা
D) উর্দু
উত্তর: C) মাতৃভাষা
১২৮. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব কতটা?
A) কম
B) মাঝারি
C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
D) অপ্রয়োজনীয়
উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
১২৯. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার জন্য প্রধানত কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়?
A) বিজ্ঞান
B) কারিগরি
C) মানবিক
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৩০. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) একতা ও সংহতির শিক্ষা
B) শুধু ব্যবসা
C) শুধু বিজ্ঞান
D) শুধু খেলাধুলা
উত্তর: A) একতা ও সংহতির শিক্ষা
১৩১. কোঠারি কমিশনের মতে, শিক্ষার কাঠামো কী?
A) ১০+১+৩
B) ১০+২+৩
C) ১২+৩
D) ৮+৪
উত্তর: B) ১০+২+৩
১৩২. কোঠারি কমিশনের মতে, শিক্ষার জন্য কত শতাংশ GDP বরাদ্দ করা উচিত?
A) ৩%
B) ৪%
C) ৫%
D) ৬%
উত্তর: D) ৬%
১৩৩. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) একতা ও সংহতির শিক্ষা
B) শুধু ব্যবসা
C) শুধু বিজ্ঞান
D) শুধু খেলাধুলা
উত্তর: A) একতা ও সংহতির শিক্ষা
১৩৪. কোঠারি কমিশনের মতে, শিক্ষার প্রধান লক্ষ্য কী?
A) জাতীয় উন্নয়ন ও মানবসম্পদ বিকাশ
B) ব্যবসা
C) ক্রীড়া
D) শিল্প
উত্তর: A) জাতীয় উন্নয়ন ও মানবসম্পদ বিকাশ
১৩৫. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
A) বিজ্ঞানমনস্কতা
B) ব্যবসায়িক
C) ক্রীড়া
D) কারিগরি
উত্তর: A) বিজ্ঞানমনস্কতা
১৩৬. কোঠারি কমিশনের মতে, শিক্ষার জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হয়?
A) ১০+১+৩
B) ১০+২+৩
C) ১২+৩
D) ৮+৪
উত্তর: B) ১০+২+৩
১৩৭. কোঠারি কমিশনের মতে, শিক্ষার জন্য প্রধানত কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়?
A) বিজ্ঞান
B) কারিগরি
C) মানবিক
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৩৮. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
B) ব্যবসায়িক
C) ক্রীড়া
D) কারিগরি
উত্তর: A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
১৩৯. কোঠারি কমিশনের মতে, শিক্ষার জন্য প্রধানত কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়?
A) বিজ্ঞান
B) কারিগরি
C) মানবিক
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৪০. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) একতা ও সংহতির শিক্ষা
B) শুধু ব্যবসা
C) শুধু বিজ্ঞান
D) শুধু খেলাধুলা
উত্তর: A) একতা ও সংহতির শিক্ষা
১৪১. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে কোনটি থাকা উচিত?
A) ছাত্র সংসদ
B) ছাত্রাবাস
C) পাঠাগার
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৪২. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে কোনটি বাধ্যতামূলক?
A) বিজ্ঞান
B) গণিত
C) ইংরেজি
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৪৩. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার জন্য প্রধানত কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়?
A) বিজ্ঞান
B) কারিগরি
C) মানবিক
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৪৪. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) একতা ও সংহতির শিক্ষা
B) শুধু ব্যবসা
C) শুধু বিজ্ঞান
D) শুধু খেলাধুলা
উত্তর: A) একতা ও সংহতির শিক্ষা
১৪৫. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক অনুপাত কত হওয়া উচিত?
A) ২০:১
B) ৩০:১
C) ৪০:১
D) ৫০:১
উত্তর: B) ৩০:১
১৪৬. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার্থীদের মধ্যে মানবসভ্যতা সম্পর্কে ধারণা গড়ে তোলার জন্য কী ব্যবস্থা নেওয়া উচিত?
A) মানববিদ্যা চর্চার জন্য পাঠক্রম
B) শুধু খেলাধুলা
C) শুধু ব্যবসা
D) শুধু বিজ্ঞান
উত্তর: A) মানববিদ্যা চর্চার জন্য পাঠক্রম
১৪৭. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে নৈতিক শিক্ষার গুরুত্ব কতটা?
A) কম
B) মাঝারি
C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
D) অপ্রয়োজনীয়
উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
১৪৮. কোঠারি কমিশনের মতে, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব কতটা?
A) কম
B) মাঝারি
C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
D) অপ্রয়োজনীয়
উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
১৪৯. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, পেশাগত শিক্ষার জন্য কোন কোন বিষয় গুরুত্ব পায়?
A) কৃষি
B) বাণিজ্য
C) প্রযুক্তি
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৫০. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) একতা ও সংহতির শিক্ষা
B) শুধু ব্যবসা
C) শুধু বিজ্ঞান
D) শুধু খেলাধুলা
উত্তর: A) একতা ও সংহতির শিক্ষা
১৫১. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে কোন বিষয়ের ওপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছিল?
A) ব্যবসা শিক্ষা
B) মানবিক ও সামাজিক বিজ্ঞান
C) কারিগরি শিক্ষা
D) ক্রীড়া
উত্তর: B) মানবিক ও সামাজিক বিজ্ঞান
১৫২. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রধান উদ্দেশ্য কী?
A) চাকরি অর্জন
B) নতুন জ্ঞান সৃষ্টি ও গবেষণা
C) ব্যবসা বৃদ্ধি
D) ক্রীড়া প্রতিযোগিতা
উত্তর: B) নতুন জ্ঞান সৃষ্টি ও গবেষণা
১৫৩. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) কারিগরি দক্ষতা
B) মানবিক গুণাবলী
C) ব্যবসায়িক দক্ষতা
D) ক্রীড়াবিদ্যা
উত্তর: B) মানবিক গুণাবলী
১৫৪. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ভূমিকা কী?
A) শুধুমাত্র পাঠদান
B) গবেষণা ও পাঠদান উভয়ই
C) প্রশাসনিক কাজ
D) ব্যবসায়িক কাজ
উত্তর: B) গবেষণা ও পাঠদান উভয়ই
১৫৫. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, উচ্চশিক্ষায় পেশাগত শিক্ষার গুরুত্ব কতটা?
A) কম
B) মাঝারি
C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
D) অপ্রয়োজনীয়
উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
১৫৬. মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছিল—
A) ১৯৪৮
B) ১৯৫৩
C) ১৯৬৪
D) ১৯৭০
উত্তর: B) ১৯৫৩
১৫৭. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, মাধ্যমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য কী?
A) চাকরি পাওয়া
B) সর্বাঙ্গীন বিকাশ
C) ব্যবসা শেখা
D) ক্রীড়ায় পারদর্শিতা
উত্তর: B) সর্বাঙ্গীন বিকাশ
১৫৮. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, মাধ্যমিক শিক্ষার সময়কাল কত বছর?
A) ৫ বছর
B) ৬ বছর
C) ৭ বছর
D) ৮ বছর
উত্তর: C) ৭ বছর
১৫৯. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) নৈতিকতা
B) ব্যবসায়িক দক্ষতা
C) কারিগরি দক্ষতা
D) ক্রীড়া দক্ষতা
উত্তর: A) নৈতিকতা
১৬০. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যম কী হওয়া উচিত?
A) ইংরেজি
B) মাতৃভাষা
C) হিন্দি
D) উর্দু
উত্তর: B) মাতৃভাষা
১৬১. ভারতীয় শিক্ষা কমিশন (কোঠারি কমিশন) গঠিত হয়েছিল—
A) ১৯৪৮
B) ১৯৫২
C) ১৯৬৪
D) ১৯৭২
উত্তর: C) ১৯৬৪
১৬২. ভারতীয় শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছিল—
A) ১৯৬৫
B) ১৯৬৬
C) ১৯৬৭
D) ১৯৭০
উত্তর: B) ১৯৬৬
১৬৩. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার কাঠামো কী?
A) ১০+১+৩
B) ১০+২+৩
C) ১২+৩
D) ৮+৪
উত্তর: B) ১০+২+৩
১৬৪. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার জন্য কত শতাংশ GDP বরাদ্দ করা উচিত?
A) ৩%
B) ৪%
C) ৫%
D) ৬%
উত্তর: D) ৬%
১৬৫. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
B) ব্যবসায়িক দক্ষতা
C) ক্রীড়া দক্ষতা
D) কারিগরি দক্ষতা
উত্তর: A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
১৬৬. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার প্রধান লক্ষ্য কী?
A) জাতীয় উন্নয়ন
B) ব্যবসা বৃদ্ধি
C) ক্রীড়া প্রতিযোগিতা
D) কারিগরি দক্ষতা বৃদ্ধি
উত্তর: A) জাতীয় উন্নয়ন
১৬৭. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার সর্বজনীনতা কেমন হওয়া উচিত?
A) সীমিত
B) সকলের জন্য উন্মুক্ত
C) শহর কেন্দ্রীক
D) গ্রাম কেন্দ্রীক
উত্তর: B) সকলের জন্য উন্মুক্ত
১৬৮. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যম কী হওয়া উচিত?
A) ইংরেজি
B) মাতৃভাষা
C) হিন্দি
D) উর্দু
উত্তর: B) মাতৃভাষা
১৬৯. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, কারিগরি শিক্ষার গুরুত্ব কতটা?
A) কম
B) মাঝারি
C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
D) অপ্রয়োজনীয়
উত্তর: C) অত্যন্ত গুরুত্বপূর্ণ
১৭০. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) ব্যবসায়িক শিক্ষা দিয়ে
B) ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে
C) একতা ও সংহতির শিক্ষা দিয়ে
D) কারিগরি শিক্ষার মাধ্যমে
উত্তর: C) একতা ও সংহতির শিক্ষা দিয়ে
১৭১. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রধান মাধ্যম কী হওয়া উচিত?
A) ইংরেজি
B) মাতৃভাষা
C) হিন্দি
D) উর্দু
উত্তর: A) ইংরেজি
১৭২. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে কোন বিষয় বাধ্যতামূলক?
A) বিজ্ঞান
B) মানববিদ্যা
C) ব্যবসা
D) প্রযুক্তি
উত্তর: B) মানববিদ্যা
১৭৩. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষকের জন্য কোন গুণাবলি জরুরি?
A) উচ্চ বেতন
B) প্রশিক্ষণ ও দক্ষতা
C) প্রশাসনিক ক্ষমতা
D) ব্যবসায়িক দক্ষতা
উত্তর: B) প্রশিক্ষণ ও দক্ষতা
১৭৪. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) ব্যবসায়িক দক্ষতা
B) নৈতিকতা ও দেশপ্রেম
C) কারিগরি দক্ষতা
D) ক্রীড়া দক্ষতা
উত্তর: B) নৈতিকতা ও দেশপ্রেম
১৭৫. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক অনুপাত কত হওয়া উচিত?
A) ২০:১
B) ৩০:১
C) ৪০:১
D) ৫০:১
উত্তর: B) ৩০:১
১৭৬. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার কাঠামোতে “২” দ্বারা কী বোঝানো হয়?
A) প্রাথমিক শিক্ষা
B) মাধ্যমিক শিক্ষা
C) উচ্চ মাধ্যমিক শিক্ষা
D) স্নাতক শিক্ষা
উত্তর: C) উচ্চ মাধ্যমিক শিক্ষা
১৭৭. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার জন্য কত শতাংশ GDP বরাদ্দ করা উচিত?
A) ৩%
B) ৪%
C) ৫%
D) ৬%
উত্তর: D) ৬%
১৭৮. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) ব্যবসায়িক দক্ষতা
B) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
C) ক্রীড়া দক্ষতা
D) কারিগরি দক্ষতা
উত্তর: B) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
১৭৯. কোঠারি কমিশনের মতে, শিক্ষার প্রধান লক্ষ্য কী?
A) জাতীয় উন্নয়ন ও মানবসম্পদ বিকাশ
B) ব্যবসা বৃদ্ধি
C) ক্রীড়া প্রতিযোগিতা
D) কারিগরি দক্ষতা বৃদ্ধি
উত্তর: A) জাতীয় উন্নয়ন ও মানবসম্পদ বিকাশ
১৮০. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) ব্যবসায়িক দক্ষতা
B) মানবিক গুণাবলী
C) কারিগরি দক্ষতা
D) ক্রীড়া দক্ষতা
উত্তর: B) মানবিক গুণাবলী
১৮১. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়ে কোনটি বাধ্যতামূলক?
A) স্বাস্থ্য শিক্ষা
B) শারীরিক শিক্ষা
C) নৈতিক শিক্ষা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৮২. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) ব্যবসায়িক শিক্ষা দিয়ে
B) ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে
C) একতা ও সংহতির শিক্ষা দিয়ে
D) কারিগরি শিক্ষার মাধ্যমে
উত্তর: C) একতা ও সংহতির শিক্ষা দিয়ে
১৮৩. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) নেতৃত্ব
B) মানবিক গুণাবলী
C) আত্মনির্ভরতা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৮৪. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) দেশপ্রেম
B) নেতৃত্ব
C) আত্মনির্ভরতা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৮৫. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
B) ব্যবসায়িক দক্ষতা
C) ক্রীড়া দক্ষতা
D) কারিগরি দক্ষতা
উত্তর: A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
১৮৬. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) ব্যবসায়িক শিক্ষা দিয়ে
B) ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে
C) একতা ও সংহতির শিক্ষা দিয়ে
D) কারিগরি শিক্ষার মাধ্যমে
উত্তর: C) একতা ও সংহতির শিক্ষা দিয়ে
১৮৭. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) নেতৃত্ব
B) মানবিক গুণাবলী
C) আত্মনির্ভরতা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৮৮. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) দেশপ্রেম
B) নেতৃত্ব
C) আত্মনির্ভরতা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৮৯. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
B) ব্যবসায়িক দক্ষতা
C) ক্রীড়া দক্ষতা
D) কারিগরি দক্ষতা
উত্তর: A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
১৯০. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) ব্যবসায়িক শিক্ষা দিয়ে
B) ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে
C) একতা ও সংহতির শিক্ষা দিয়ে
D) কারিগরি শিক্ষার মাধ্যমে
উত্তর: C) একতা ও সংহতির শিক্ষা দিয়ে
১৯১. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) নেতৃত্ব
B) মানবিক গুণাবলী
C) আত্মনির্ভরতা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৯২. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) দেশপ্রেম
B) নেতৃত্ব
C) আত্মনির্ভরতা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৯৩. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
B) ব্যবসায়িক দক্ষতা
C) ক্রীড়া দক্ষতা
D) কারিগরি দক্ষতা
উত্তর: A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
১৯৪. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) ব্যবসায়িক শিক্ষা দিয়ে
B) ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে
C) একতা ও সংহতির শিক্ষা দিয়ে
D) কারিগরি শিক্ষার মাধ্যমে
উত্তর: C) একতা ও সংহতির শিক্ষা দিয়ে
১৯৫. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) নেতৃত্ব
B) মানবিক গুণাবলী
C) আত্মনির্ভরতা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৯৬. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) দেশপ্রেম
B) নেতৃত্ব
C) আত্মনির্ভরতা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
১৯৭. ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
B) ব্যবসায়িক দক্ষতা
C) ক্রীড়া দক্ষতা
D) কারিগরি দক্ষতা
উত্তর: A) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
১৯৮. কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
A) ব্যবসায়িক শিক্ষা দিয়ে
B) ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে
C) একতা ও সংহতির শিক্ষা দিয়ে
D) কারিগরি শিক্ষার মাধ্যমে
উত্তর: C) একতা ও সংহতির শিক্ষা দিয়ে
১৯৯. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) নেতৃত্ব
B) মানবিক গুণাবলী
C) আত্মনির্ভরতা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
২০০. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণাবলির বিকাশ জরুরি?
A) দেশপ্রেম
B) নেতৃত্ব
C) আত্মনির্ভরতা
D) সবগুলো
উত্তর: D) সবগুলো
অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (১৯৪৮-৪৯)
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
- উত্তর: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়?
- উত্তর: ১৯৪৮ সালে
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
- উত্তর: উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সংস্কার
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী স্নাতক স্তরের সময়কাল কত বছর?
- উত্তর: ৩ বছর
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে উচ্চশিক্ষার প্রধান ভাষা কোনটি?
- উত্তর: ইংরেজি
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
- উত্তর: মানবিক গুণাবলি
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্যদের নাম কী?
- উত্তর: ড. জেমস এম ডাফ, ড. আর্থার ই মরগ্যান, ড. টি গার্ট
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে পেশাগত শিক্ষার জন্য কোন কোন বিষয় প্রস্তাব করা হয়?
- উত্তর: কৃষি, বাণিজ্য, শিক্ষাবিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিবিদ্যা, আইন, চিকিৎসাশাস্ত্র
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রবেশাধিকার পাওয়ার জন্য কত বছর পড়াশোনা করতে হবে?
- উত্তর: ১২ বছর
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ কী?
- উত্তর: নতুন জ্ঞান সৃষ্টি ও অনুসন্ধান
মাধ্যমিক শিক্ষা কমিশন (১৯৫২-৫৩)
- মাধ্যমিক শিক্ষা কমিশনের আরেক নাম কী?
- উত্তর: মুদ্রাল কমিশন
- মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
- উত্তর: ড. লক্ষ্মণ স্বামী মুদ্রাল
- মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
- উত্তর: মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন
- মাধ্যমিক শিক্ষা কমিশন কোন স্তরের শিক্ষার উপর গুরুত্ব দেয়?
- উত্তর: মাধ্যমিক স্তর
- মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়?
- উত্তর: ১৯৫২
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, মাধ্যমিক শিক্ষার সময়কাল কত বছর?
- উত্তর: ৭ বছর
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
- উত্তর: চরিত্র গঠন
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যম কী হবে?
- উত্তর: মাতৃভাষা
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার্থীদের মধ্যে কোন গুণাবলির বিকাশ হওয়া উচিত?
- উত্তর: নৈতিকতা
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, কারিগরি শিক্ষার গুরুত্ব কেমন?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
ভারতীয় শিক্ষা কমিশন (১৯৬৪-৬৬)
- ভারতীয় শিক্ষা কমিশনের আরেক নাম কী?
- উত্তর: কোঠারি কমিশন
- ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
- উত্তর: ড. ডি. এস. কোঠারি
- ভারতীয় শিক্ষা কমিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
- উত্তর: শিক্ষার সার্বিক উন্নয়ন
- ভারতীয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়?
- উত্তর: ১৯৬৪
- ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার কাঠামো কেমন হওয়া উচিত?
- উত্তর: ১০+২+৩ পদ্ধতি
- ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মূল লক্ষ্য কী?
- উত্তর: জাতীয় উন্নয়ন
- ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যম কী হবে?
- উত্তর: মাতৃভাষা
- ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার জন্য কত শতাংশ GDP বরাদ্দ করা উচিত?
- উত্তর: ৬%
- ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
- উত্তর: সামাজিক ও নৈতিক মূল্যবোধ
- ভারতীয় শিক্ষা কমিশনের মতে, কারিগরি শিক্ষার গুরুত্ব কেমন?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত?
- উত্তর: যোগ্য ও প্রতিভাবান শিক্ষক নিয়োগ
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, মানব সভ্যতা সম্পর্কে ধারণা গঠনের জন্য কী ব্যবস্থা নিতে হবে?
- উত্তর: মানববিদ্যা চর্চার জন্য পাঠক্রম
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার উদ্দেশ্য কী?
- উত্তর: সর্বাঙ্গীন বিকাশ
- ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার সর্বজনীনতা কেমন হওয়া উচিত?
- উত্তর: সকলের জন্য উন্মুক্ত
- কোঠারি কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
- উত্তর: বিজ্ঞানমনস্কতা
- কোঠারি কমিশনের মতে, শিক্ষার জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হয়?
- উত্তর: ১০+২+৩ পদ্ধতি
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়কাল কত?
- উত্তর: স্নাতক ৩ বছর, স্নাতকোত্তর ২ বছর
- কোঠারি কমিশনের মতে, শিক্ষার প্রধান লক্ষ্য কী?
- উত্তর: জাতীয় ঐক্য ও অগ্রগতি
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
- উত্তর: দেশপ্রেম
- ভারতীয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষার জন্য কত শতাংশ GDP বরাদ্দ করা উচিত?
- উত্তর: ৬%
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (১৯৪৮-৪৯) [রাধাকৃষ্ণন কমিশন]
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের আরেক নাম কী?
- উত্তর: রাধাকৃষ্ণন কমিশন
- কমিশনের সভাপতি কে ছিলেন?
- উত্তর: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন
- কমিশন কত সালে গঠিত হয়?
- উত্তর: ১৯৪৮ সালে
- কমিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
- উত্তর: উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সংস্কার
- কমিশনের মতে, স্নাতক স্তরের সময়কাল কত বছর?
- উত্তর: ৩ বছর
- কমিশনের মতে, স্নাতকোত্তর স্তরের সময়কাল কত বছর?
- উত্তর: ২ বছর
- বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য কত বছরের শিক্ষাগত যোগ্যতা দরকার?
- উত্তর: ১২ বছর
- কমিশনের মতে, উচ্চশিক্ষার মাধ্যম কী হবে?
- উত্তর: ইংরেজি ভাষা (তবে আঞ্চলিক ভাষারও স্বীকৃতি)
- কমিশনের বিদেশি সদস্যদের নাম কী?
- উত্তর: ড. জেমস এম ডাফ, ড. আর্থার ই মরগ্যান, ড. টি গার্ট
- কমিশনের মতে, পেশাগত শিক্ষার জন্য কোন কোন বিষয় গুরুত্ব পেয়েছে?
- উত্তর: কৃষি, বাণিজ্য, শিক্ষাবিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিবিদ্যা, আইন, চিকিৎসাশাস্ত্র
- কমিশনের মতে, শিক্ষকের গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ, যোগ্য ও প্রতিভাবান শিক্ষক নিয়োগ
- কমিশনের মতে, শিক্ষার মান বজায় রাখার জন্য কী করতে হবে?
- উত্তর: উপযুক্ত পাঠক্রম ও যোগ্য শিক্ষক নিয়োগ
- কমিশনের মতে, পাঠক্রমে কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে?
- উত্তর: কলা ও বিজ্ঞান বিভাগের পাশাপাশি পেশাগত শিক্ষা
- কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ কী?
- উত্তর: নতুন জ্ঞান সৃষ্টি ও অনুসন্ধান
- কমিশনের মতে, গবেষণার গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
- কমিশনের মতে, শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলি গড়ে তোলার জন্য কী ব্যবস্থা নেওয়া উচিত?
- উত্তর: মানববিদ্যা চর্চার জন্য পাঠক্রম
- কমিশনের মতে, গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী শিক্ষার ব্যবস্থা কেন প্রয়োজন?
- উত্তর: ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের বিকাশের জন্য
- কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন থাকা উচিত কি না?
- উত্তর: হ্যাঁ
- কমিশনের মতে, আর্থিক সংগতি সম্পর্কে নীতি নির্ধারণের প্রয়োজন কেন?
- উত্তর: বিশ্ববিদ্যালয়গুলির উন্নয়নের জন্য
- কমিশনের মতে, শিক্ষার্থীদের মধ্যে মানবসভ্যতা সম্পর্কে ধারণা গড়ে তোলার জন্য কী ব্যবস্থা নেওয়া উচিত?
- উত্তর: মানবসভ্যতার বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার ব্যবস্থা
- কমিশনের মতে, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে কী করতে হবে?
- উত্তর: বিশ্বসাহিত্য ও মানব অভিজ্ঞতা অর্জনের সুযোগ
- কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মান নির্ধারণের গুরুত্ব কী?
- উত্তর: শিক্ষার মানোন্নয়নের জন্য
- কমিশনের মতে, পাঠক্রমের সময় নির্ধারণের গুরুত্ব কী?
- উত্তর: সঠিক সময়ে পাঠক্রম সম্পন্ন করা
- কমিশনের মতে, আঞ্চলিক ভাষার গুরুত্ব কতটা?
- উত্তর: ইংরেজির পাশাপাশি আঞ্চলিক ভাষার ব্যবহার স্বীকৃত
- কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্দেশ্যহীনতা দূর করার জন্য কী ব্যবস্থা নিতে হবে?
- উত্তর: জীবনযাত্রার মানোন্নয়নমূলক শিক্ষা
মাধ্যমিক শিক্ষা কমিশন (১৯৫২-৫৩)
- মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
- উত্তর: ড. লক্ষ্মণ স্বামী মুদ্রাল
- কমিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
- উত্তর: মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন
- মাধ্যমিক শিক্ষার সময়কাল কত বছর?
- উত্তর: ৭ বছর
- শিক্ষার মাধ্যম কী হবে?
- উত্তর: মাতৃভাষা
- শিক্ষার উদ্দেশ্য কী?
- উত্তর: সর্বাঙ্গীন বিকাশ
- কারিগরি শিক্ষার গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
- বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
- বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক অনুপাত কেমন হওয়া উচিত?
- উত্তর: ৩০:১
- বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা থাকা উচিত কি না?
- উত্তর: হ্যাঁ
- বিদ্যালয়ে শারীরিক শিক্ষার গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
- বিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন করা উচিত কি না?
- উত্তর: হ্যাঁ
- বিদ্যালয়ে পাঠক্রমের বৈচিত্র্য থাকা উচিত কি না?
- উত্তর: হ্যাঁ
- বিদ্যালয়ে নৈতিক শিক্ষার গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
- বিদ্যালয়ে দেশপ্রেম শিক্ষার গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
- বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
ভারতীয় শিক্ষা কমিশন (১৯৬৪-৬৬) [কোঠারি কমিশন]
- ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
- উত্তর: ডি. এস. কোঠারি
- কমিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
- উত্তর: শিক্ষার সার্বিক উন্নয়ন
- শিক্ষার কাঠামো কী?
- উত্তর: ১০+২+৩ পদ্ধতি
- শিক্ষার জন্য কত শতাংশ GDP বরাদ্দ করা উচিত?
- উত্তর: ৬%
- শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
- উত্তর: সামাজিক ও নৈতিক মূল্যবোধ
- শিক্ষার সর্বজনীনতা কেমন হওয়া উচিত?
- উত্তর: সকলের জন্য উন্মুক্ত
- বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
- শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
- উত্তর: একতা ও সংহতির শিক্ষা
- শিক্ষার প্রধান লক্ষ্য কী?
- উত্তর: জাতীয় উন্নয়ন ও মানবসম্পদ বিকাশ
- শিক্ষার মাধ্যম কী হবে?
- উত্তর: মাতৃভাষা
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (১৯৪৮-৪৯)
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের আরেক নাম কী?
- উত্তর: রাধাকৃষ্ণন কমিশন
- কমিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
- উত্তর: উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সংস্কার
- স্নাতক স্তরের জন্য কমিশন কত বছরের কোর্স প্রস্তাব করে?
- উত্তর: ৩ বছর
- স্নাতকোত্তর স্তরের জন্য কমিশন কত বছরের কোর্স প্রস্তাব করে?
- উত্তর: ২ বছর
- বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য কত বছর স্কুল শিক্ষার প্রয়োজন?
- উত্তর: ১২ বছর
- কমিশনের মতে শিক্ষার প্রধান মাধ্যম কী হবে?
- উত্তর: ইংরেজি ভাষা
- কমিশনের সুপারিশ অনুযায়ী, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
- উত্তর: মানবিক গুণাবলি
- কমিশনের মতে, পেশাগত শিক্ষার জন্য কোন কোন বিষয় গুরুত্ব পায়?
- উত্তর: কৃষি, বাণিজ্য, শিক্ষাবিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিবিদ্যা, আইন, চিকিৎসাশাস্ত্র
- কমিশনের মতে, শিক্ষকের গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ, যোগ্য ও প্রতিভাবান শিক্ষক নিয়োগ
- কমিশনের বিদেশি সদস্যদের নাম কী?
- উত্তর: ড. জেমস এম ডাফ, ড. আর্থার ই মরগ্যান, ড. টি গার্ট
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
- উত্তর: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন
- উচ্চশিক্ষার লক্ষ্য কী নির্ধারণ করা হয়েছিল?
- উত্তর: জাতীয় উন্নয়ন ও মানবিক মূল্যবোধের বিকাশ
- কমিশনের মতে, পাঠক্রমের প্রধান বৈশিষ্ট্য কী?
- উত্তর: কলা ও বিজ্ঞান বিভাগের পাশাপাশি পেশাগত শিক্ষার পাঠক্রম
- কমিশনের মতে, গবেষণার গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
- কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়গুলিতে স্বায়ত্তশাসন থাকা উচিত কি না?
- উত্তর: হ্যাঁ
- কমিশনের মতে, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার জন্য কী ব্যবস্থা নেওয়া উচিত?
- উত্তর: মানববিদ্যা চর্চার জন্য উপযুক্ত পাঠক্রম
- কমিশনের মতে, গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী শিক্ষার ব্যবস্থা কেন প্রয়োজন?
- উত্তর: ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের বিকাশের জন্য
- কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির গুরুত্ব কতটা?
- উত্তর: সর্বাধিক
- কমিশনের মতে, শিক্ষার মান বজায় রাখার জন্য কী করতে হবে?
- উত্তর: উপযুক্ত পাঠক্রম ও যোগ্য শিক্ষক নিয়োগ
- কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে কোন স্তরের শিক্ষার্থীদের জন্য প্রবেশের মান নির্ধারণ করা উচিত?
- উত্তর: দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ
- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, উচ্চশিক্ষার জন্য সর্বাধিক গুরুত্ব কোন বিষয়ে?
- উত্তর: মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা
- কমিশনের মতে, শিক্ষার্থীদের মধ্যে মানবসভ্যতা সম্পর্কে ধারণা গড়ে তোলার জন্য কী ব্যবস্থা নেওয়া উচিত?
- উত্তর: মানবসভ্যতার বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার ব্যবস্থা
- কমিশনের মতে, পাঠক্রমের সময় নির্ধারণের গুরুত্ব কী?
- উত্তর: সঠিক সময়ে পাঠক্রম সম্পন্ন করা
- কমিশনের মতে, আর্থিক সংগতি সম্পর্কে নীতি নির্ধারণের প্রয়োজন কেন?
- উত্তর: বিশ্ববিদ্যালয়গুলির উন্নয়নের জন্য
- কমিশনের মতে, আঞ্চলিক ভাষার গুরুত্ব কতটা?
- উত্তর: ইংরেজির পাশাপাশি আঞ্চলিক ভাষার ব্যবহার স্বীকৃত
মাধ্যমিক শিক্ষা কমিশন (১৯৫২-৫৩)
- মাধ্যমিক শিক্ষা কমিশনের আরেক নাম কী?
- উত্তর: মুদ্রাল কমিশন
- কমিশনের সভাপতি কে ছিলেন?
- উত্তর: ড. লক্ষ্মণ স্বামী মুদ্রাল
- মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
- উত্তর: মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, মাধ্যমিক শিক্ষার সময়কাল কত বছর?
- উত্তর: ৭ বছর
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, শিক্ষার মাধ্যম কী হবে?
- উত্তর: মাতৃভাষা
- কমিশনের মতে, শিক্ষার উদ্দেশ্য কী?
- উত্তর: সর্বাঙ্গীন বিকাশ
- কমিশনের মতে, কারিগরি শিক্ষার গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
- কমিশনের মতে, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা কিভাবে গড়ে তুলতে হবে?
- উত্তর: নৈতিক শিক্ষার মাধ্যমে
- কমিশনের মতে, বিদ্যালয়গুলিতে পাঠক্রমের বৈচিত্র্য থাকা উচিত কি না?
- উত্তর: হ্যাঁ
- কমিশনের মতে, বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বিদ্যালয়গুলিতে শৃঙ্খলা কিভাবে বজায় রাখতে হবে?
- উত্তর: নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার মাধ্যমে
- কমিশনের মতে, বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক অনুপাত কেমন হওয়া উচিত?
- উত্তর: ৩০:১
- কমিশনের মতে, বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা থাকা উচিত কি না?
- উত্তর: হ্যাঁ
- কমিশনের মতে, বিদ্যালয়ে শারীরিক শিক্ষার গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
- কমিশনের মতে, বিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন করা উচিত কি না?
- উত্তর: হ্যাঁ
ভারতীয় শিক্ষা কমিশন (১৯৬৪-৬৬)
- ভারতীয় শিক্ষা কমিশনের আরেক নাম কী?
- উত্তর: কোঠারি কমিশন
- কমিশনের সভাপতি কে ছিলেন?
- উত্তর: ডি. এস. কোঠারি
- কমিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
- উত্তর: শিক্ষার সার্বিক উন্নয়ন
- কমিশনের মতে, শিক্ষার কাঠামো কী?
- উত্তর: ১০+২+৩ পদ্ধতি
- কমিশনের মতে, শিক্ষার জন্য কত শতাংশ GDP বরাদ্দ করা উচিত?
- উত্তর: ৬%
- কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ হওয়া উচিত?
- উত্তর: সামাজিক ও নৈতিক মূল্যবোধ
- কমিশনের মতে, শিক্ষার সর্বজনীনতা কেমন হওয়া উচিত?
- উত্তর: সকলের জন্য উন্মুক্ত
- কমিশনের মতে, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব কতটা?
- উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ
- কমিশনের মতে, শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য কিভাবে গড়ে তুলতে হবে?
- উত্তর: একতা ও সংহতির শিক্ষা
- কমিশনের মতে, শিক্ষার প্রধান লক্ষ্য কী?
- উত্তর: জাতীয় উন্নয়ন ও মানবসম্পদ বিকাশ